নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দেশটি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ চিঠির কথা জানানো হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই; যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে।’ তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তিনি।
চিঠিতে শাহবাজ শরিফ উল্লেখ করেন, ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ ও দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায়গুলো আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।’
আলহামদুলিল্লাহ!
সুত্র: প্রথম আলো।
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৭
জ্যাক স্মিথ বলেছেন: আমি কাশ্মীরে ভলনটিয়ার হিসেবে যোগ দিতে এক পায়ে খাঁড়া।
মধ্যপ্রাচ্চ্যের মত দক্ষিণ এশিয়াও উত্তপ্ত হয়ে উঠছে, বাংলাদেশে তো সবেমাত্র আন্দোলন শেষ হলো কিন্তু এর রেশ কোথায় গিয়ে শেষ হয় তা কে জানে, এদিকে উত্তাল পাকিস্তান আবার ভারতও উত্তেজনায় কাঁপছে।
২| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২৬
অস্বাধীন মানুষ বলেছেন: দক্ষিন এশিয়া অনেক গুলো দেশি এখন খুব ঝুঁকির ভিতরে আছে । বিশেষ করে অর্থনৈতিক অবস্থা।
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৯
জ্যাক স্মিথ বলেছেন: আমি অর্থনৈতিক সমস্যার চাইতে রাজনৈতিক সমস্যাকে বড় করে দেখি, দোশগুলোর মধ্যে যদি রাজনৈতিক স্থিতিশীলতা চলে আসে তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। দক্ষিণ এশিয়ায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা জরুরী তা না হলে এই অঞ্চল বিশ্ব রাজনীতির দাবার কোর্ট হয়ে উঠবে।
৩| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: পাকিস্তানকে আমি ব্যর্থ রাষ্ট্র বলেই মনে করি, কোন বাজ-ফাজ বা চা ওয়ালার কথা সিরিয়াসলি না ধরে ড. ইউনূস স্যার বাংলাদশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটাই প্রত্যাশা করছি।
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৪
জ্যাক স্মিথ বলেছেন: পাকিস্তানের ইমরান খানকে এক কথায় জোর জবরদস্তি করে দমিয়ে রাখা হয়েছে।
আমিও ড. ইউনূস স্যার বাংলাদশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সে প্রত্যাশাই করি, কিন্তু এ হবে এক কঠিন দূর্গম পথ।
৪| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৪
ঊণকৌটী বলেছেন: সুশাগতম আসেন আসেন একদিনের অপেক্ষায় আছিলাম
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮
জ্যাক স্মিথ বলেছেন: পাকিস্তানকে আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের কোন ক্ষতি করা তাদের পক্ষে আর সম্ভব নয়।
৫| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪
ঊণকৌটী বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: আমি কাশ্মীরে ভলনটিয়ার হিসেবে যোগ দিতে এক পায়ে খাঁড়া। জানি তো আপনাদের এই মানসিকতা তো সেই ভাবেই সবকিছুই পরিকল্পনা মতই চলছে,আসছে দিন আরো হবে ও একটা কথা নর্থ ইস্ট বর্ডার কিন্তু locked মানেটা বুঝতে পারছেন তো না পারলে জিজ্ঞেস কইরেন
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৫
জ্যাক স্মিথ বলেছেন: কাশ্মীরী ভাইয়েরা বিপদের মধ্যে আছে তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। নর্থ ইস্ট বর্ডার! হেইডা আবার কি? যদি একটু খোলাসা করতেন তাহলে ভালা হতো।
৬| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮
ঊণকৌটী বলেছেন: ফকির পাকিস্তানের এক ডলার তিনশো টাকার উপরে, বাংলাদেশের 117 এইভাবে চললে বড় ভাই ছোট ভাই কাঁধে কাঁধ মিলিয়ে ভিক্ষা করতে বেরোবে
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৮
জ্যাক স্মিথ বলেছেন: মুদ্রার মান দিয়ে কি আর একটা দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা যায়? জাপানি ইয়েনের দাম কত?
পাকিস্তান আমলেই বরং দেশ অনেক ভালা আছিলো ৭১ সালে অহেতুক গন্ডোগল করে কি লাভ হইলো?
৭| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:০৫
ঊণকৌটী বলেছেন: একজন ভারতীয় নাগরিক হিসাবে যা মানসিক ভাবে ছোট থেকেই শিখি, দেশ টাকে মা বলেই জানি আর কোন সন্তান আর যাই কিছুই করুক তার মায়ের সম্মান হানি করতে পারেনা, তাই আমি আসি এই ব্লগে কারণ আমার সাত পুরুষের স্মৃতি, এই ভূমি টা আমারও, এইখানে সমস্যা হলে আমারও মন কাঁদে, আজকে কালো অন্ধকার ঘনিয়ে এসেছে বাংলাদেশের বুকে, যেহেতু পাশেই থাকি তাই সবকিছুই পর্যবেক্ষণ করি
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৮
জ্যাক স্মিথ বলেছেন: আপনি যে একজন ভারতীয় নাগরিক আমি তা জানতাম না। কাশ্মীরে ভলনটিয়ার হিসেবে যোগ দেয়ার বিষয়টি আমি নিছক মজা করেই বলেছি তাই ওটাকে সিরিয়াসলি নিবেন না আশা করি।
বাংলাদেশের এই সাময়কি অন্ধকার হয়তো একদিন কেটে যাবে, সাময়িক উত্তেজনা বশত মানুষ হয়তো কিছুটা উগ্রতা প্রকাশ করেছে কিন্তু তা স্থায়ী হতে দেয়া হবে না।
নতুন সরকার চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক করতে একটু সময় লাগবে।
৮| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১২
ঊণকৌটী বলেছেন: Click This Link
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৪
জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের অবস্থা নাজুক, পাকিস্তানেও ব্যাপক উত্তেজনা চলছে, ভারতেও আন্দোলনের দানা বাধি বাধি করছে... দক্ষিণ এশিয়ায় কি হচ্ছে এসব!! একসাথে তিনটি দেশে এমন পরিস্থিতি এর আগে হয়নি কখনো।
৯| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৯
কামাল১৮ বলেছেন: আসুন আবার এক হয়ে যাই।তখন মা খালাদের নিয়ে টানাটানি করতো এখন মেয়েদের নিয়ে টানাটানি করবে।এত অল্প সময়ে মানুষ কিভাবে এসব ভুলে যায়।তিন লক্ষ মা বেনের ইজ্জত লুট করেছে তারা।জামাত ছিলো তার সহযোগী।
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩১
জ্যাক স্মিথ বলেছেন: ওই সময়ে আপনারা সারাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন তাই আমি আপনাদের মনের কষ্ট, মনের ব্যাথা অনুভব করার চেষ্টা করি।
১০| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২১
ঊণকৌটী বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: কাশ্মীরী ভাইয়েরা বিপদের মধ্যে আছে তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। নর্থ ইস্ট বর্ডার! হেইডা আবার কি? যদি একটু খোলাসা করতেন তাহলে ভালা হতো। ভারতের পেটের মধ্যে বাস করে প্রশ্ন করছেন নর্থ/ইস্ট কি শুনুন ভারত বাংলাদেশের বাণিজ্যের সরকারি যা লেন দেন হয় তার দশ গুণ লেন দেন হয় সীমান্তে যার জন্য বাংলাদেশ এর মানুষ কিছুটা ভালো থাকে বর্ডার পাকিস্তানের মত লক হয়ে গেলে কি হয় তা পাকিস্তানের ইউটিউব গুলি একটু দেখবেন যে মানুষ খাবারের জন্য কি করে
৬
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪১
জ্যাক স্মিথ বলেছেন: দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের হিরিক উঠছে, তো ভারত সরকার যদি তাদের বর্ডার বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে তার প্রভাব কতটুকু পড়ে তা আমাকে একটিু দেখতে হবে। তবে বিশ্বায়নের এই যুগে তা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না উল্টো ভারত সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাবে। তাছাড়া এতে বাংলাদেশের দেশী কোম্পানিগুলো লাভবান হবে, দেশের টাকা দেশেই থাকবে।
১১| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪
ঊণকৌটী বলেছেন: সেইটা আপ্নার পাকিস্তানের অবস্থা দেখেই বিচার করেন, ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে ভিক্ষা করছে
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: সবস্যায় জর্জরিত গারীব পাকিস্তান এমনিতেই ভিক্ষে করে খায়, দূর দেশ দেখে খাবার কিনে আনার ক্ষমতা তাদের নেই, নেই কোন দেশীয় শিল্প গোষ্ঠী তাই তারা হয়তো ভারতের উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশ খ্যাদ্যে স্বয়ং সম্পূর্ণ শুধু কিছু উচ্চ বিলাসি লোকজন বিদেশি পণ্য ব্যবহার করে।
১২| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১:১১
ঊণকৌটী বলেছেন: পাকিস্তান বর্জন করেছিল আপনারাও করে দিন একশো চল্লিশ কোটি লোকের দেশ আমরা তার পরেও সারা বিশ্বকে খাবার যোগান দেই আমরা ভারতীয় রা! আপনারা আমাদের থেকে কিছুই নিয়েন না, চলেন না যদি মুরদ থাকে যে ভারত থেকে কিছু নেবো না কিছুই দেবো না পারেন কিনা দেখেন শুনেন আজকে দিনে আপনারা দক্ষিণ এশিয়ার ফুটবল হয়ে গেছেন আম্রিকা রাশিয়া চীন সবাই লাথি মারবে আর ভারত আপানার তো ভারতের পেটের মধ্যেই আছেন, তো দাবার কোর্টে ছাত্র থেকে আপনি সবাই বইলা চালাবে অন্যরা চলবেন আপনারা
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১:৫৩
জ্যাক স্মিথ বলেছেন: "দেশীয় পণ্য কিনে হও ধন্য" এটাই হচ্ছে আমাদের অর্থনীতির মূল স্লোগান, তবুও কিছু ব্যাবসায়ী অতি লাভের আশায় ভারত থেকে পণ্য কিনে। তবে আপনার গোস্সা হবার কোন কারণ নেই আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা প্রদাণ করতে পারি বাংলাদেশিরা যদি ভারত থেকে পণ্য না কিনে তাহলে ভারত অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে না, সুতরাং আপনার ভয়ের কোন কারণ নেই।
আমরা আমাদের কৃষি এবং দেশীয় শিল্পগোষ্ঠীগুলোকে সবার আগে প্রাধাণ্য দেই বিদেশি পণ্য ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করি।
আপনি যদি আপনাদের পণ্য বিক্রি না করতে পারেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না, আমি অনলাইন পোর্টাল খুলে আপনাদের পণ্য বিশ্ব বাজারে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দিবো, সুতরাং আপনার মন খারাপারে কিছু নেই, পাশের দেশ হিসবে এতটুকু সাহায্য তো আমরা ভারতকে করতেই পারি।
১৩| ২০ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:৩৩
অগ্নিবেশ বলেছেন: বাজারে যখন যাই তখন যার কাছে আমি সস্তা পাই, ব্যবহার ভালো পাই, তার কাছে থেকেই কেনাকাটা করি। কেনাকাটা করার সময়, দরদাম করে কিনলে ঠকার সম্ভাবনা কম থাকে। দোকানদারের ধর্ম, গায়ের রং, মাথার টুপি, পায়ের মোজা, জাঙ্গিয়ার রং দেখে কেনাকাটা আমার মনে হয় বাংলাদেশীরাই করে থাকে।
২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৬
জ্যাক স্মিথ বলেছেন: সাম্প্রদায়িক চিন্তাভাবনা আমাদের মজ্জাগত এবং এর মধ্যে আবার ফুয়েল ঢেলেছে শেখ হাসিনার ১৫ বছরের জুলুম নিপড়ন।
বিষয়টা হচ্ছে এমন, হাসিনা সরকারের আত্যাচারের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিলো যে, যে বা যারাই তাকে সমর্থন দিতো তারাই সাধারণ জনগণের শত্রুতে পরিণত হতো, অবস্থা এতটাই নাজুক হয়েছিলো যে, স্বয়ং পাকিস্তানও যদি শেখ হাসিনাকে সমর্থন দিতো তারাও বাংলাদেশীদের শত্রু হয়ে যেতো। এখানে মূলত "শত্রুর বন্ধু আমার শত্রু" এই ফর্মুলাটা কাজ করেছে।
এখন ইউনুস সরকার যদি ভারতের সাথে বন্ধুত্বতা করে তাহলে একমাত্র উগ্রপন্থী ছড়া অন্য কেউ এই সরকারের বিরোধীতা করবে না। আওয়ামীলীগের বিরোধীতা করতে গিয়েই মূলত মানুষ ভারত বিরোধী হয়েছিলো। নিতান্তই ধর্মীয় কারণে যারা ভারত বিরোধীতা করে তারা উগ্রবাদী ছাড়া আর কিছুই নয়।
১৪| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৬
ঊণকৌটী বলেছেন: ভারত নিজের স্বার্থে হাসিনা কে বিশ্বাস করেছিল কারণ বিএনপি ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলো, ভারত সবাইকে নিয়া চলতে চায় সবসময়ই আজকের ইউনুস govt. যদি জাস্ট ভারতের নিরাপত্তার ক্ষতি না করে তবে সম্পর্ক যে ভাবে চলছে সেভাবেই আরো ভালো চলবে পররাষ্ট্র নীতিতে কেউ বন্ধু হয়না শত্রুও হয়না সবটাই give & take নীতি এমনও অনেক কিছুই হয় চোখে দেখেও দেখা হয়না সোজা বাংলায় যার যার নিজের দেশের স্বার্থ
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশ কখনোই ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে না। ইসলামপন্থীরা সময়িক একটু সুযোগ পেয়ে হয়তো কিছু উগ্রতা দেখিয়েছে কিন্তু তাদের শক্ত হাতে দমন করা হবে, এই দেশ কখনোই ইসলামপন্থীদের হাতে যাবে না।
১৫| ২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২২
নাজনীন১ বলেছেন: ডিয়ার লেখক, শাহবাজ সাহেবের সাথে আপনাদের কোন যোগাযোগ আছে?
উনাকে বলে ডঃ ইউনূসের সাথে যোগাযোগ স্থাপনের আগে আমরার মতো ব্লগারদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে!
আমরা ইমরান খানের অনেক ভক্ত! উনাকে ছেড়ে দিতে বলেন। নইলে খুব খারাবী হবে বাংলাদেশে আসতে চাইলে।
২০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: ইমরান খানের উপর অন্যায় করা হচ্ছে, শাহবাজ নিজেই এক পুতুল সরকার আর সে আসেছে আমাদের উপদেশ দিতে!
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৪
সোনাগাজী বলেছেন:
মনে হয়, কাশ্মীরে ভলনটিয়ার দরকার।