![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
ভারতীয় গরুর চা্ইতে কি আমাদের গরুর মান কম বা খারাপ ? তাহলে আমাদের দেশী গরু উৎপাদন করে আমাদের কৃষক কেন ঈদের আনন্দ থেকে বন্চত হবে ? আমরা কি পারিনা এ বছর এক জন কৃষকের কাছ থেকে একটি ছাগল বা গরু কিনতে ? আপনার এতে হয়তো কোন বড় লাভ হবে না, লস ও যাবে না ।। তবে আপনার জন্যে একটি কৃষকের পরিবার হয়তো ভাল ভাবে ঈদের আনন্দ পাবে । চিন্তা করে দেখুন একটি কৃষক একটি গরু পালন করে ৩-৪ বছর ।। সে সারা দিন কাজের শেষে করে বাড়ী ফেরার সময় একটু ঘাস লতাপাতা সংগ্রহ করে আনে ।। যা দিয়ে একটি গরু পালন করে ।। ভাল দানাদার খাবার দেবার সাধ্য আমাদের দেশের কৃষকের কেন কালে ছিল না আজও নাই ।। আমরা কি পারিনা আমাদের জন্যে দেশের প্রকৃত উন্নায়নের সৈনীকদের জন্য একটু ত্যাগ করতে ?? কোরবানী অর্থ কি ত্যাগ নয় ?
আরো জানতে ক্লিক করুন
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
পরিযায়ী বলেছেন: আমরাতো সবাই দেশি গরুই খুজি। সবাই বলে দেশি গরুর মাংস খেতে ভালো। ইন্ডিয়া থেকে আমদানি বন্ধ করলে দেশের ৮০% লোক গরু কিনতে পারবে না। আর ১টা গরুর দাম ১০-১৫ লাখতো হবেই