![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
দুপুরে গোছলের প্রস্তুতি নিচ্ছিলাম । এমন সময় একটি কল আসলো । আর কেউ নয় সয়ং জানা আপু । ফোন নিয়েই ছাদে দৌড় দিলাম আমার ফোনে একটু সমস্যা । কুশলাদি বিনিময়ের পরে আপু আসল কথায় আসলেন ৫ম ব্লগ ডে ব্যাপারে ।
৪র্থ ব্লগ ডে উদযাপন
মনে পড়েগেল গত বারের হরতালের মাঝে পোস্টরিং পুলিশের দাবড়ানী । আর সব শেষে রিংকু ভাই এর শক্ত নেত্রিত্বে আমাদের সফল ব্লগ ডে উতজাপন । জানা আপু বেস কিছু নতুন পুরানো ব্লগারের নম্বর নিলেন আমার থেকে । পরে তিনি তাদের ফোনও দিয়েছেন । একটাই কারনে যেন গতবারের চাইতে এবারের ব্লগ ডে টা খারাপ না হয় ।
রাজশাহী সহ সকল ব্লগার কে আমন্ত্রন আপনারা আসছেন তো পদ্মার পাড়ে ?
৫ম ব্লগ ডে ১৯ ডিসেম্বর ।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১
মো: আবু জাফর বলেছেন: আপনার ফোন নম্বর টি মনেহয় আপুর কাছে নাই
২| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ গুরুত্ব বহন সংবাদ
থাকল সেই দিনে যোগ দেয়ার আশাবাদ ।।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
মো: আবু জাফর বলেছেন: অবম্যই আসবেন
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
মামুন রশিদ বলেছেন: শুভকামনা থাকলো রাজশাহির জন্য ।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
মো: আবু জাফর বলেছেন: আপনাকেউ শুভ কামনা
৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আফসোস ! জানা আপুর ফোন পাইলাম না আর পামু কেমনে জানা আপু কি আমার ফোন নাম্বার জানে
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
মো: আবু জাফর বলেছেন: আফসোসের কিছু নাই আপনিও এক দিন আপুর ফোন পাবেন
৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
বেকার সব ০০৭ বলেছেন: সবাই পদ্মার পাড়ে যাবে, মেঘনার পাড় কি দোষ করল। (ফান)
শুভকামনা থাকলো রাজশাহির জন্য
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
মো: আবু জাফর বলেছেন: আমাদের রাজশাহীবাসীর একত্রে বসার জায়গার মধ্যে পদ্মার পাড় একটি আদর্শ জায়গা । আপনারও মেঘনার পাড়ে কিছু একটা করতে পারেন ।
৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
শরৎ চৌধুরী বলেছেন: ওয়াও জোশ। এই না হলে প্রিপারেশন। বাংলা ব্লগাররাই বাংলা ব্লগ ডে এর মূল প্রেরণা। সারা দেশ জুড়ে শুরু হয়ে গেছে বাংলা ব্লগ ডের প্রস্তুতি। এবার জাগরণের বাঁশি কি রাজশাহী থেকেই শুরু হল নাকি?
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
মো: আবু জাফর বলেছেন: আমরা গত বছর ভাল করেছি গত বারই আমাদের প্রথম ছিল ....এবার ও ধারাবাহীকতা বজায় রাখতে চাই
৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহ ! আবার সেই পুরনো আমেজ ফিরে পাচ্ছি !
ব্লগ ডে !!! অস্থির জিনিস !
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
আমিনুর রহমান বলেছেন:


সবাইরে জানাপু ফোন দেয় আমারে দেয় নাই
আমি আমু এইবার পদ্মার পাড়ে