![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
প্রিয় ভাই বোন বন্ধু সুভেচ্ছা জানবেন ।। আমরা ২০১২ সাল হতে রাজশাহীর লোকাল প্রডাক্ট নিয়ে কাজ করে আসছি ।। এর মধ্যে আছে একান্ত রাজশাহীর নিজস্ব পন্য রাজশাহীর আম ।। শুরুর অল্প সময়ে পরেই আমরা সারা দেশে সুনামের সাথে পরিচিতি লাভ করি ।। এছাড়া আমাদের উদ্যোগ কে সাধুবাদ জানাতে BDOSN বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ।। আমাদের পুরস্কার ও সনদ প্রদান করে আমাদের সন্মানিত করেছে ।। এরই ধারাবাহীকতায় ২০১৩ সালে আমরা আমাদের নিজেদের (পৈত্রিক) বাগানের উৎপাদিত আম নিয় ঢাকায় মোহাম্মদ পুরে যাই ।। তবে রাজনৈতিক অস্থিরতার কারনে আমাদের লক্ষ্য অর্জিত হয়নি ।।
তবে অনেক প্রবাসি ভাই যারা জাপান, অস্ট্রেলিয়া, লন্ডন, দুবাই হতে আমাদের আম বিদেসে নেবার ইচ্ছা প্রকাশ করেছেন ।। আমরাও আমাদের পুর্ব প্রস্তুতি হিসেবে এখন থেকেই কাজ শুরু করেছি ।। যদি কোন দেশি বা প্রবাসি ভাই ব্যাবসার জন্যে আম বিদেশে নিতে চান ।। অথবা আমের বাগান কিনে ব্যাবসা করতে চান ।। তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।। আমাদের হাতে বেশ কিছু বড় ও ছোট বাগান আছে ।। এসব বাগানের মধ্যে একক প্রজাতির আমের ও মিশ্রিত জাতের আমের গাছ নিয়ে বাগান আছে ।।
গত বছরে অনেকেই আমাদের কাছে আমের বাগান কিনতে চেয়ে ছিলেন কিন্তু সময় সুজগ না থাকায় তাদের ফিরিয়ে দিতে হয়েছে ।। তবে এবছর আমাদের এলাকায় এখনই আমের বাগান বিক্রি শুরু হয়ে গেছে মহাতসবে ।। তাই্ আগ্রহী ব্যাবসায়ী ভাই দের আহব্বান জানাচ্ছি যারা বড় বা ছোট আকারের বাগান কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।।
এছাড়া আমারা বর্তমানে রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই আটা, কুমড়ো বড়ি, খেজুর গুড়, তিলের খাজা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান হতে অর্ডার হচ্ছে ।।
যোগাযোগ করুন :
Head Office
G-337, Alokarmor, Station Road, Rajshahi.
Md. Shamsuddin (jafor)
01737-629423
f/jafor13 Sky:jafor1371
©somewhere in net ltd.