![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
গনজাগরন মঞ্চ তৈরীর ঠিক পুর্ব মুহুর্ত কি আপনাদের মনে আছে ? যখন সুরন্জিত এর গাড়ীতে টাকা পাওয়ার পরেও কিছুই হলো না । বরং গাড়ীর ড্রাইভার বাড়ী ছাড়া হলো । আর দুই আবুলের পুকুর চুরী ম.খার বক্তব্য । দরিদ্র মানুষের জীনব মরন অবস্থা, সপ্তাহ মাস ধরে হরতাল অবরোধ ।
ব্লগাররা এই পচে যাওয়া রাজনীতি এ রাজনীতি বিদদের বিরুদ্ধে এক হবার জন্যে চিন্তা করলো, এবং হলো । কিন্তু যারা ব্লগার নয় রাজনৈতীকদলের পালিত খুনি তারা অবস্থান নিল ইমরানের দুই কাধে । থাকা খাওয়া ঘুরার জন্য পেতে থাকলো গোপন সাহায্য ।
তাই বদলে গেল গনজাগরনের দাবি ! শুধু জামাতের আর রাজাকারের মুন্ডুপাত হয়ে দাড়ালো তাদের স্লোগান !
বি: দ্র: ৪র্থ ব্লগ ডের পোস্টার মারতে ৩-৪ জন পাওয়া যায় না । আর জাগরন মন্চ হবার পরে রাজশাহীর আলু পট্টিতে ছাত্র লীগ আর ছাত্র মৈত্রীর ছেলেরা হয়ে গেল ব্লগার !? আর আমরা চ্যাটের বাল ?
০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
মো: আবু জাফর বলেছেন: আসলে এভাবেই লিখেছি যারা বুঝার ঠিকই বুঝবে ......... ধন্যবাদ
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩
নিষ্কর্মা বলেছেন: জাগরন মন্চ হবার পরে রাজশাহীর আলু পট্টিতে ছাত্র লীগ আর ছাত্র মৈত্রীর ছেলেরা হয়ে গেল ব্লগার !? আর আমরা চ্যাটের বাল ?
-- সহমত
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
লাঠিচার্জ! এই সামান্য বিচ্ছিন্ন ঘটনা। হতেই পারে।
ছাগুরা খুসিতে লাফালাফি করে লাভ নেই।
জাগরণ আগেই তার মেইন কাজ করে ফেলতে সক্ষম হয়েছে।
গণজাগরনের দাবি কোটি কোটি সাধারন মানূষের দাবি। এখানে কিছুটা আওয়ামীকরন হয়েছিল। হবেই। গণজাগরনের সাধারন মানূষের দাবি ও আওয়ামীলীগের নির্বাচনী ইসতেহারের প্রথম দিকের একটি ধারা মুলত একই, যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি।
গণজাগরন মঞ্চের সাথে একাত্ততা পোষন করে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ও অন্যান্ন কিছু ছাত্র সংগঠন, বিচ্ছিন্ন ভাবে ছাত্রদল ও অন্যান্ন দলের কিছু সদস্য।
নীতিগত ভাবে গনজাগরন মঞ্চের সাথে আওয়ামীলীগ একাত্ত ছিল শুরু থেকেই। থাকতে হবেই, কারন বিচার করছে আওয়ামীলীগ, পরিকল্পনা ও সিদ্ধান্ত আওয়ামীলীগেরই।
সবাই ভালকরেই জানে আওয়ামীলীগ ছাড়া বাংলাদেশের অন্য কোন দল এত বড় দুঃসাহসি কাজে হাত দিত না।
আওয়ামি লীগ এই আন্দোলন রাজনৈতিক উদ্দেস্যে ব্যাবহার করে থাকলেও এই আন্দোলন পচে যেতে পারে না।
বেশিরভাগ দাবী মেনে নেয়াতে এবং বিচার প্রকৃয়া সঠিক ভাবে চলাতে গণজাগরন মঞ্চের কার্যক্রম সাভাবিক ভাবেই স্তিমিত হয়ে যায়।
ছাগুরা লাফাইসনা।
Click This Link
০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
মো: আবু জাফর বলেছেন: রাজাকার থাকলে আপনারা কি ভাত খাওয়া বন্ধ করে দিছেন ভাই "কাইলা" ? আপনাদের চাইতে অনেক কস্টে যারা আছে সাধারনের এক মুঠ ভাতের দাবি আপনার বাবারা কবে কোথায় তুলেছিল বলবেন প্লিচ !
০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
মো: আবু জাফর বলেছেন: ভাইজান আপনার লিংকে ছিটায়া মুইতা আসলাম ........ আর কোন কিছু ?!?!?
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩
মুদ্দাকির বলেছেন: হয় ফান্ড ফুরিয়ে এসেছে, আর না হয় ফান্ডে অনেক টাকা সবাই ঠিক মত % পাচ্ছে না !!!
যাই হোক ডিজিটাল বঙ্গবন্ধুর অবস্তাতো খারাপ দেখছি!!!
একে বারে লেজে গোবরে অবস্থা , মজা দারুন মজা, সব সত্য প্রকাশ হবে , দ্রুত অতি দ্রুত
আপনার কথা অনেক কিছুই বুঝিনাই