![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
১. রাজশহী বড় শহর না হলেও লোকজন ভালই আছে । রাস্তা ঘাঠ ভালই শুধু আমার কাছে এক জিনিস কম ঠ্যাকে ?! ফ্রি পাবলিক টয়লেট (শুধু পেসাব) !! আমাদের এই সুন্দর শহরে এই পাবলিক টয়লেট অভাবে অনেকেই রাস্তার পাশের ড্রেনে দিনে দুপুরে দাড়ায় হিসু করেন। বিশেষ করে নদীর ধারের সুন্দর যায়গাতে । এছাড়া শহরের ভিতরে রিকসায়ালারা । তাদের অবশ্য খুব বেশি দায়ী করা যায় না । রাজশাহীল ড্রেনের অবস্থা এখন অনেক ভাল । শুধু ড্রেনের উপরে একটু দুটি (বুক পর্যন্ত) প্রচীর দিলেও চলে । মুক্তি মিলে এই সমস্যার । ?!?
>>> কি কইতাম >>>>
২. দেশের অনেক স্থানের যাতায়াতে পাবলিক বাসগুলতে মহীলা ও প্রতিবন্ধীদের আসন নির্ধারিত থাকলেও রাজশাহী রুটে নাই । এটার কি দরকারও নাই ?!? আমি জানি আমাদের রাজশাহীতে কোন সাংবাদিক নাই !?!
>>>> এইডা কি কন >>>>>>
৩. রাজশাহীর বড় আমের হাট বানেশ্বর হাট । এটা কলার হাট নামেও বিখ্যাত । এই হাট প্রতি শনি ও মঙ্গল বারে বসে । তাও আবার একে বারে রাস্তার উপরে । হাট এর সময় বিশ্ব রোডে অনেক দুর পাল্লার গাড়ীর সময় অনেক ক্ষেত্রে ১ মি. এর রাস্তায় ১ ঘন্টাও পিছায় যায় । অনেকের মতে এর জন্যে দায়ী মিডিয়া চুপ থাকা !! এছাড়া রাজনৈতীক নেতাদের টাকার ভাগে এখানে কম পড়েনা তাই তারাও চুপ একদম চুপ !?!
>>>> কি করবো আমিতো শামীম উসমান না >>>>>
নোট:::::মীর জাফরের মতন এক বার দুর্নীতি করে দেশের চরম ক্ষমতা পেতে চাই
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:১১
মো: আবু জাফর বলেছেন: জনগনতো বলে ভালই দেশের মাথারা কর্নপাত করে না যে
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।