![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
কুরিয়ারের মধ্যমে ভাল আম পাঠাতে আপনার করনীয় কি ?
১. ভাল আম সংগ্রহ
২. ভাল কুরিয়ার বাছাই
৩. ভাল প্যাকেজিং ব্যাবস্থা
ভাল আম পাঠাতে প্যাকেজিং ব্যাবস্থা আপনাদের ছবি আকারে দেখানোর চেস্টা করছি ।
উপকরনঃ বাতিল পত্রিকা, খড়, চিনি বা চাউলের বস্তা, ছিদ্র যুক্ত ও শক্ত আপেল কার্টুন, অমোচনীয় মার্কার, স্কস টেপ ।
প্রথমে ছিদ্র যুক্ত কার্টুনে কিছু খড় বিছিয়ে দিন। এর উপরে একটা বাতিল পত্রিকা বিছান । এর উপরে এখন এক সারি আম রাখুন । আমের উপরে আবার পত্রিকা বিছান এর উপরে খড় ও তার উপরে পত্রিকা । এর উপরে আম এভাবেই স্তরে স্তরে আম সাজান । সব শেষে কাগজের বক্স টাকে বস্তায় ভরে সেলাই করে দিন । এখন বস্তার গায়ে আপনার প্রাপকের নাম ঠিকানা দিয়ে দিন । তাহলেই বলা যাবে ভাল প্যাকেজিং শেষ এখন পাঠানোর অপেক্ষায় ।।
সাইট লিংক
১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
মো: আবু জাফর বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮
শাহ আজিজ বলেছেন: তারপর কুরিয়ার ভালো আম রাইখা ফরমালিন আম রিপ্যাক কইরা দিব । কোন ভরসা নাই , খাসি কইয়া কুত্তা খাওয়াইতাসে , কই যাইবেন??
১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
মো: আবু জাফর বলেছেন: ঠিক বলেছেন . তাও সান্তনা
৩| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:৫৩
সুমাইয়া আলো বলেছেন: ভাল লাগল
১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
মো: আবু জাফর বলেছেন: ধন্যবাদ
৪| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৪
আহ্নিক অনমিত্র বলেছেন: গাছে থাকা সময়েই যে পরিমাণ কীটনাশক, হরমোন আর বিভিন্ন রাসায়নিক দেয়া হচ্ছে। এরপর আম পেড়ে যেভাবে আবার রাসায়নিক দেয়া হচ্ছে তাই গেল কত বার এইভাবে আম আনলেও এবার ভরসা পাচ্ছিনা।
১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
মো: আবু জাফর বলেছেন: আসলে কয়েকটাকে ধরে ভাল পানিসমেন্ট দিলেই বাকিরা ভাল হয়ে যেত
৫| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৪১
জামিল হাসান বলেছেন: @আহ্নিক অনমিত্র সহমত সবাইকে youtube এর ভিডিও টা দেখার জন্য অনুরোধ করছি
৬| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: @জামিল হাসান.. থ্যাংকস ভিডিও লিংকসের জন্য।
অনেক কিছু জানা হল।
অরগানিক ফার্মিং যা হাজার বছর থেকে চলে আসছে, তাতেই ফিরে যেতে পারলে ভবিষ্যৎ সুস্থ প্রজন্ম আশা করতে পারি।
+++
১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩০
মো: আবু জাফর বলেছেন: আপনাকেউ অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ রাত ১১:৩৪
একজন ঘূণপোকা বলেছেন:
হুম। ভালই তো