নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভরসার গান

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

মানব ও মানবতা

রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।

মানব ও মানবতা › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আহমেদ এর উপন্যাস ‌দেয়াল এবং কিছু ইসলামবিষয়ক ভুলের কথা

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

অবসরে মাঝে মাঝে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর বইগুলো পড়ি। স¤প্রতি পড়ে শেষ করলাম তার সর্বশেষ উপন্যাস দেয়াল। বইটিতে রাজনৈতিক তথ্যের সত্যতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, আদালত পর্যন্ত গড়িয়েছিল বিষয়টি। সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই। তবে বইটিতে ইসলাম বিষয়ক কিছু ভুলও রয়েছে।



আমি জানি, এটি হয়তো লেখকের ইচ্ছাকৃত নয়। বরং তিনি যেসব বাংলা কিংবা ইংরেজী রেফারেন্স থেকে তথ্য নিয়েছেন, সেখানে এভাবেই দেয়া আছে। কিন্তু এ উপন্যাসটির অজস্র পাঠকের কাছে এই ভুল তথ্যটি স্থায়ী হয়ে যাবে। কয়েকটি ভুলের মধ্যে একটি হলো-

তিনি লিখেছেন, পীর সাহেব বললেন, মুসলমান ছেলে খ্রীষ্টান বিবাহ করতে পারে। নবিজি মরিয়ম নামের এক খ্রিষ্টান কন্যাকে বিবাহ করেছিলেন। তার গর্ভে এক পুত্রসন্তানও হয়েছিল। সন্তানের নাম ইব্রাহিম।’ (দেয়াল পৃষ্ঠা -৪৫)



এখানে দুটি ভুল রয়ে গেছে। এ মহিলার নাম মারিয়া কিবতিয়া। মরিয়ম নয়। মারিয়া রাসূল সা. স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাঁদী। মারিয়া খ্রিষ্টান থাকলেও পরে মুসলমান হয়েছিলেন।’ হুমায়ুন আহমেদ এর মতো এমন প্রতিভাবান সচেতন ঔপন্যাসিকের বেলায় ইসলামিক তথ্যের এটুকু অসম্পূর্ণতা সত্যিই দুঃখজনক। আরও কিছু ভুল আছে- পর্যায়ক্রমে লিখবো।



বি.দ্র. যারা ইসলামিক বিষয়ে খুব ভালো জ্ঞান রাখেন না, তারা আমার এ পোস্ট নিয়ে অযথা বিতর্ক করে অজ্ঞতার পরিচয় দিবেন না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

রিফাত হোসেন বলেছেন: হুমায়ুন আহমেদ একজন মানুষ বৈ কেউ ছিলেন না =p~

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

মানব ও মানবতা বলেছেন: আমি কি তা বলেছি? পাঠকদেরকে সত্য তথ্যটি জানানোর জন্যই পোস্ট দিয়েছি। এক ইঞ্চি বেশি না বোঝা ভাল।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

রিফাত হোসেন বলেছেন: ভুল হতেই পারে...

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

এলিয়ান বলেছেন: শুধরানোর জন্য ধন্যবাদ। রেফেরেন্স সহ দিলে আরো ভালো হয়।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

মানব ও মানবতা বলেছেন: তাবাকাত, যাদুল মাআদ, আত তামিয- এগুলো আরবী গ্রন্থ। বাংলায় সীরাতে ইবনে কাছির বা যে কোন নির্ভরযোগ্য নবীজীবনী দেখতে পারেন। ধন্যবাদ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: এটা কোনো আহামরি ভুল নয়।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

মানব ও মানবতা বলেছেন: আহামরি ভুলের সংজ্ঞা নিয়ে আপনার সাথে আমার দ্বিমত থাকতেই পারে। ভুলটি যেহেতু নবী সা. এর জীবনসম্পর্কিত, তাই জানালাম। আপনার কাছে নবীজীবন হয়তো আহামরি না। আমার কাছে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাল থাকুন। শুদ্ধ থাকুন।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

আস্তবাবা বলেছেন: ুম এটা নিয়ে প্রকাশককে মেইল করতে পারেন। যাতে সংশোধনী দেয় তারা

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

মানব ও মানবতা বলেছেন: খুব শিগগিরই বাকি ভুলগুলো একসাথে লিখে মেইল করবো। পরামর্শের জন্য ধন্যবাদ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

বাংগাল গাজী বলেছেন: ভুল সবার ক্ষেত্রেই হতে পারে। তবে নবীজির জীবনী থেকে নেয়া কোন ঘটনা বা রেফারেন্স সঠিক হওয়াই বাঞ্ছনীয়। সব কয়টা ভুল ধরিয়ে প্রকাশককে জানানোই সর্ব উৎকৃষ্ট পন্থা। ধন্যবাদ আপনার প্রাপ্য। ধন্যবাদ।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

পণ্ডিত মশাই বলেছেন: আরেকটা ভুল যতদূর মনে পরছে, ফজর নামাজ দেরি করে আদায়ের প্রসঙ্গে। আপনি নিশ্চয়ই সেটাও খেয়াল করেছেন?

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

ইলুসন বলেছেন: আমি জানতাম যে যারা আসমানী কিতাবের যে কোন একটার অনুসারী তাদের বিয়ে করা যায়। যেমন, মুসলমান খ্রিস্টান বা ইহুদি বিয়ে করা যাবে কিন্তু হিন্দু বিয়ে করা যাবে না। হিন্দু কাউকে পছন্দ হলে সে আগে মুসলমান হতে হবে, তারপরে বিয়ে করা যাবে। এব্যাপারে আপনার যথেষ্ট জ্ঞান থাকলে একটা পোস্ট দিবেন আশা করছি।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

রওনক বলেছেন: বইটা আমিও পড়েছি।

আপনার ঐ বইটাতে ভুল তথ্য খুজতে যাওয়াটা ঠিক হয়নাই।


আপনার আসলে বইটাতে সঠিক তথ্য খোজ করা উচিৎ ছিলো, তাহলে হয়তো ২/১ টা পেতেও পারতেন!!!!! যেমন জীয়ার ৫ বছরে দেশে কোন প্রাকৃতিক দুর্যোগ হয় নাই।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

মানব ও মানবতা বলেছেন: ওখানে আমি খুঁজতে যাইনি। আমার পড়ার মধ্যেই ধরা পড়েছে। ভুল খোজা আমার অভ্যাস নয়। চোখে পড়লে অন্ধভক্ত সেজে চুপ বসে থাকাও আমার কাজ নয়। সহজভাবে বুঝতে চেষ্টা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.