![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
চৌদ্দশ বছর। মুসলমানদের কর্মযজ্ঞের এক সুদীর্ঘ কাল পার হয়েছে। এই দেড় হাজার বছর ধরে জ্ঞানের মশাল জ্বালিয়ে রেখেছি আমরাই।
এই শ শ বছর ধরে আমাদের হাতে কতগুলো গ্রন্থ রচিত হয়েছে, প্রকাশিত হয়েছে- কে পারবে এর হিসাব দিতে? পৃথিবীর নানা প্রান্তের আদি ও আধুনিক কিংবা ছোট ও বড় ছাপাখানা থেকে শুধু মুসলমানদের লিখিত কত অজস্র গ্রন্থ ছাপা হয়েছে- এখনও যেগুলো ছাপা হচ্ছে- এর তালিকা কে করেছে? বিশ্ববাসী আমাদের প্রকাশিত যেসব গ্রন্থ দেখেছে- এর চেয়ে অনেক বেশি অপ্রকাশিত রয়ে গেছে। ছাপা কিংবা পান্ডুলিপি মিলিয়ে যাকিছু অবশিষ্ট- এর চেয়ে অনেক বেশি হারিয়ে গেছে আমাদের।
এসব শুধু কথার কথা নয়! গলার দাবী নয়! হালাকু খান যখন বাগদাদ ধ্বংস করে দিচ্ছিল, মুসলমানদের গ্রন্থগুলো যখন সে দজলা নদীতে ফেলে দিচ্ছিল- জানেন কি! ঐসব বইপত্র আর কিতাবাদির কালো কালিতে সেই দজলা নদীর পানির রং কালো হয়ে বদলে গিয়েছিল। ঠিক কত অসংখ্য পান্ডুলিপি এত সুগভীর নদীতে ফেলে দিলে গোটা নদীর রং বদলে যায়! একটু কি ভেবেছেন!!
এই তো সেদিন! আটশ বছর রাজত্বের পর স্পেনে মুসলমানদের পতন হলে খৃষ্টানরা আন্দালুসিয়ার যে কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিল- স্পেনের সেই রাত আগুনের আলোয় দিনের মতো মনে হচ্ছিল। রাতের গহীন অন্ধকার আগুনের আলোয় ফকফকা করতে হলে কতগুলো কাগজ জ্বালাতে হয়, একটু কি অনুমান করতে পেরেছন!! আহা! কত মূল্যবান গ্রন্থ আমরা হারিয়েছি। আর আজ! সেদিনের অশিক্ষিত বর্বর ইউরোপ আমেরিকা আমাদের সাথে জ্ঞানের পান্ডিত্য দেখায়! প্রযুক্তির সবক শেখায়!! আহ! আমরা এমনই উদাসীন হয়ে আছি।
©somewhere in net ltd.