![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
শাসক এবং তাদের সন্তানদের জীবন বৈচিত্রময়, রহস্যময়। এটাই স্বাভাবিক। কিন্তু ইরাকের এই রাজকুমার এসব ছাড়িয়ে ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের অদ্ভুত একজন মানুষ।
কিন্তু তার জীবনধরণ ছিল অস্বাভাবিক। নারী নিয়ে রাতভর আমোদফূর্তি তার কাছে খুব সাধারণ। তিনি বাঘ পুষতেন। নিজের হাতে বাঘকে মাংস খাওয়াতেন। বাঘের সাথে খেলা করতেন।
তিনি সিগারেট খেতেন। কিন্তু যেনতেন সিগারেট না, সেই সিগারেট আলাদাভাবে তার জন্য তৈরী, সিগারেটের গায়ে তার নাম লেখা থাকতে হতো।
বিশ্বখ্যাত ব্রান্ডসমূহের সর্বশেষ সংস্করণের গাড়িগুলো ছিল তার গ্যারেজে। তিনি সেগুলোতে ঘুরে বেড়াতেন। তাতেও তার মন ভরতো না।
একবার তিনি চাইলেন, নিজের বাগানবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। সেই দাউদাউ আগুন দোলনায় বসে দেখবেন। তা-ই করা হলো। চারিদিকে দাউদাউ আগুন জ্বলছে, তিনি দোলনায় বসে শরাবের গ্লাস হাতে তা দেখছেন।
তিনি দেশটির অলিম্পিক কমিটির প্রধান ছিলেন। দেশটির কোন খেলোয়াড় কোথাও গিয়ে খেলায় হারলে তাদের জন্য কঠোর ও কঠিন শাস্তির ব্যবস্থা। তিনি ছিলেন দেশটির একমাত্র প্রাইভেট টিভির মালিক। এর স¤প্রচারে কোন অসুবিধা হলে শিল্পী, সাংবাদিক ও কারিগরদেরকে ধরে শাস্তি দিতেন। এসব শাস্তির জন্য তার নিজস্ব কেন্দ্র ছিল। তার বাবার শাসন যখন শেষ হয়ে গেল, পরাজয় যখন সুনিশ্চিত, তিনি তার সবগুলো দামী দামী গাড়ি নিজের হাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন।
এ অদ্ভুত চরিত্রের মানুষটির নাম উদাই সাদ্দাম। দেশটির নাম ইরাক। আমরা যাকে নিয়ে গর্ব করি, সেই সাদ্দাম হোসাইনের গুণধর বড় ছেলে তিনি। বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী বিদ্যায় স্নাতক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে তিনি ডক্টরেট নিয়েছিলেন।
সাদ্দামের শাসনামলে ইরাকের মানুষ যখন থরথর করে কাঁপতো, তখন তার প্রমোদখানায় রাতভর চলতো নৃত্য-বাজনার ঢোল। তিনি নিজের কানে তুলা দিয়ে সেই উৎসবের মধ্যে হঠাৎ করেই গোলা ছুঁড়তেন আকাশে, বন্দুক দিয়ে বেলুন ফোটাতেন। তারপর আবার নাচে গানে মিশে যেতেন সুন্দরীদের হাত ধরে।
খেয়ালী জীবনের এ হচ্ছে সামান্য নমুনা। তার প্রাসাদ, বাড়ী ও বালাখানার কথা তো বাদ রয়ে গেল।
ভোগ বিলাস কি এর চেয়েও বেশি কিছু হতে পারে?
হাতে সময় থাকলে এবং ইউটিউব চালু থাকলে আরবী বুঝেন এমন যে কেউ এ ডকুমেন্টারীগুলো দেখতে পারেন।
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
মানব ও মানবতা বলেছেন: আপনিও তো সেরকম। যেখানে সেখানে ইসলামের লেজ লাগাতে যান কেন? ইরাক তো আর ইসলামী সাম্রাজ্য ছিল না, সাদ্দামও কোন খলীফা ছিলেন না। আরব মানেই খাঁিট মুসলিম না, আরবদেশ মানেই বোরকা পড়া খেজুর খাওয়া পরিবেশ না, দৃষ্টিভঙ্গিকে বাস্তবসম্মত করুন। ভালো থাকুন।
২| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
চারশবিশ বলেছেন: বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী বিদ্যায় স্নাতক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে তিনি ডক্টরেট নিয়েছিলেন
মন্দের ভাল
৩| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০
ল্যাটিচুড বলেছেন: স্যাম পুত্র বুশ - একজন অদ্ভুত হিংস্র রাজকুমারের গল্প- রাষ্ট্র এবং রাষ্ট্র প্রধানদের জীবন বৈচিত্রময়, রহস্যময়। এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্ব মোড়ল স্যাম পুত্র বুশের হিংস্রতা পৃথিবীর সবাইকে ছাড়িয়ে গেছে, এই রাজকুমার ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের অদ্ভুত একজন মানুষ।
কিন্তু তার জীবনধরণ ছিল অস্বাভাবিক, শুধু মাত্র তার সন্দেহের কারনে একটি স্বাধীন দেশ (ইরাক) তিনি দখল করে নিয়েছিলেন। শুধুমাত্র তার সন্দেহকে প্রতিষ্ঠা করার জন্য খুন করেছেন লক্ষ লক্ষ মানুষ। একটু সন্দেহ হলেই তার লোকজন ইরাকের ঘর থেকে ধরে আনতে যুবক যুবতীদের আর তাদের উপর চালতো পৈচাশিক নির্যাতন। কখনো কখনো ঐসব দেশ প্রেমিক ইরাকিদের উলঙ্গ করে একজনকে অন্যজনের উপর উঠিয়ে স্তুপ বানানো হতো, আবার কখনোবা তাদের কুকুর দিয়ে কামড় দিয়ে ক্ষত বিক্ষত করা হত।
তার মত বিকার গ্রস্থ মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখা যাবে কিনা সন্দেহ - সে তার সন্দেহ প্রমানের জন্য ইরাকের হাজার হাজার জ্বালিয়ে দিয়েছিল আর হাজার হাজার মাইল দুরে তার বিলাস বহুল প্রাসাদে বসে বিশাল টিভি স্ক্রিনে উপভোগ করতেন ইরাকিদের সেই নরক যাতনা।
এতেও বুশের বিকৃতরুচি পরিতৃপ্তি না হওয়া তিনি এমন একটি দির্ঘমেয়াদী ব্যাবস্থা করলেন যাতে সেখানে প্রতিদিন সেখানে শত শত মানুষ আহত বা নিহত হয় ।
সাদ্দাম হোসেন ও তার বিকার গ্রস্থ সন্তানদের অপরাধ লিখতে গেলে হয়তো মহাকাব্য রচনা করতে হবে, তবে বুশের পৈচাশিতা, নির্দয়তা আর হিংস্রতার কাহিনি লিখে শেষ করা যাবে না।
সাদ্দাম হোসেন ও তার বিকার গ্রস্থ সন্তান উদে পিচাশ হলে বুশ হল পিচাশের সর্দার।
৪| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মোঃ জুম্মা বলেছেন: ন্যাশনাল জিওতে এর প্রামান্য চিত্র দেখিয়েছে । হি ইজ রিয়েলি এ অ্যাস হোল ।
৫| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
পরিযায়ী বলেছেন: @ল্যাটিচুড পিলাস।
৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৪৪
েনহ।ল বলেছেন: devils double এর বাংলা অনুবাদ দিলেন খালি
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
কালোপরী বলেছেন: পাগল ছাগল, এদের কারণে ইসলাম এর এত দুরাবস্থা