![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
দশম শতাব্দীর ঘটনা। সিরিয়ার তারাবলুস শহরে সেকালে বনু আম্মার গোত্রের শাসনকাল। ক্ষমতায় অধিষ্ঠিত সুলতান জালালুদ দৌলা আলি বিন মুহাম্মদ বিন আম্মার। ওই শহরে ‘দারুল ইলম গ্রন্থাগার’ নামে একটি সুবৃহৎ ও সমৃদ্ধ পাঠাগার ছিল। সুলতান বিশেষভাবে এ বিষয়ে উৎসাহী ছিলেন বলে এর জন্য বিশেষ বরাদ্দ দিয়ে রাখতেন। ফলে সেসময়ের সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি হিসেবে এটি প্রসিদ্ধি লাভ করেছিল। এ পাঠাগারের গ্রন্থসংখ্যা ছিল ত্রিশ লাখ (তিন মিলিয়ন)। একশ আশিজন লোক দিনরাত পালাক্রমে সেখানে অনুলিখনের কাজ করতো।
কালের দুর্বিপাকে খ্রিস্টানবাহিনী যখন ওই শহরে আক্রমণ করল এবং সেটি তাদের দখলে নিল, তারপর একজন পাদ্রি সেটি দেখার জন্য পাঠাগারে ঢুকল।
প্রবেশফটকের পর গ্রন্থাগারের প্রথম কামরাটি ছিল পবিত্র কুরআন শরীফ রাখার জন্য। পাদ্রি ওই কামরাটিতে এতগুলো কুরআন শরীফ দেখে ভাবল, এ পুরো লাইব্রেরিটাই হয়তো কুরআন শরীফ দিয়ে সাজানো। পাদ্রি আদেশ দিল, এই পুরো গ্রন্থাগারে আগুন ধরিয়ে দাও। খ্রিস্টানবাহিনীর সৈন্যরা তুমুল উৎসাহে ধর্মীয় কর্তব্য মনে করে ত্রিশ লাখ বইয়ের সংগ্রহশালাটি আগুনে পুড়িয়ে ছাই করে দিল।
আহা! এমন হিংসুটে, মূর্খ ও সংকীর্ণমনাদের উগ্রতায় হারিয়ে গেল একটি সমৃদ্ধ প্রাণবন্ত পাঠাগার। বিশ্ব বঞ্চিত হলো অমূল্য জ্ঞানভাণ্ডার থেকে। তাদেরই প্রজন্ম আজ আমাদেরকে সবক শেখায়, সভ্যতা ও উদারতা কাকে বলে!
২| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩০
কসমিক- ট্রাভেলার বলেছেন:
মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।
সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার, অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।
স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।
১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:০১
মানব ও মানবতা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৩| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০
কষ্টবিলাসী বলেছেন: আমার মনে হয় মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে চেঙ্গিস খান। সে লাইব্রেরী ধ্বংস করেছিল।
১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:০২
মানব ও মানবতা বলেছেন: চেঙ্গিস খানরা প্রতি যুগেই থাকেন, নাম ভিন্ন হলেও আজো অনেক চেঙ্গিস খান বেঁচে আছেন। আর আমরা কেবলই মার খেয়ে যাচ্ছি।
৪| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৪
একজন ঘূণপোকা বলেছেন: কষ্টবিলাসী বলেছেন: আমার মনে হয় মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে চেঙ্গিস খান। সে লাইব্রেরী ধ্বংস করেছিল।
৫| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৮
ভ্রমন কারী বলেছেন: তাদেরই প্রজন্ম আজ আমাদেরকে সবক শেখায়, সভ্যতা ও উদারতা কাকে বলে!
৬| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩
ঢাকাবাসী বলেছেন: এ নামে কোন লাইব্রেরী ছিল বলে শুনিনি, আপনার লেখাতে কোন সুত্রও নেই! ত্রি
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: হায় আল্লাহ !!!