নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ান মিথোলজিপর্ব-৩ ( কোরিয়ান মিথে ও লৌকিকতায় বাঘের ভূমিকা ) 

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮

কোরিয়ান মিথোলজিপর্ব-৩ ( কোরিয়ান মিথে ও লৌকিকতায় বাঘের ভূমিকা ) 



কোরিয়ান জনগণ ও সংস্কৃতিতে বাঘের যথেষ্ট কার্যকর ভূমিকা রয়েছে ৷ যার প্রভাব শুধু কোরিয়ান মিথোলজিতেই নয় ফোকলরেও ৷ কোরিয়ান শিল্পকর্মে বিশেষ করে চিত্রকলা ও স্থাপত্যে যথার্থই প্রতিফলন দেখা যায় ৷ পশ্চিমের স্বর্গীয় দেবকূল যেমন রক্ষকের ভূমিকায় তেমনি স্থানীয় নৃ-তত্ত্বে সাদা বা তুষার বাঘ অনন্য সৃষ্টি হিসাবে বিবেচ্য ৷ বিভিন্ন পর্যায় ও ধারাবাহিকতায় বাঘটি সাদা বাঘ্র-এ পরিণত হওয়ার নানা ঘটনাবলী বিভিন্ন মিথে প্রকাশিত ৷ যদিও এর সৃষ্টি রহস্য গোপনীয় হলেও জনগণের ক্ষতিসাধন করে না কিন্তু যখনই শাসককূলের সাথে শয়তানের সখ্যতা হয় ও দেশদ্রোহী হয় তখনই বাঘ্রটি জাগ্রত ও রাগান্বিত হয় ৷ সেজন্য প্রচলিত আছে ক্ষমতাবান ও ধণিক শ্রেণী এর কারনেই বিপর্যস্ত ও কর্দকশূন্য হয় ৷ প্রাচীন ডানগুন মিথে এ বাঘের দেখা প্রথম পাওয়া যায় যা ক্ষমতা ও সাহসিকতার প্রতীক ৷ এছাড়াও পাওয়া যায় বিখ্যাত গুরুসিওনের পিতার মিথ মতে সামগুক ঝুমার কথিত ভাষ্যে ৷ সেখানে দেখা যায় এক ভাল্লুক ও এক বাঘ মানবরূপের আকাঙ্ক্ষা করে ৷ ভাল্লুক মহিলা রূপে রূপান্তরিত হয় কারণ দীর্ঘ ১০০ দিন গুহায় শুধু mugwort ও হলুদ ভক্ষনের জন্য ৷ ৬৩৫টি ঝসিওয়ান সাম্রাজ্যের ঐতিহাসিক ঘটনামতে বাঘের ভূমিকা মিথে পাওয়া যায় এরসাথে দৈনন্দিন কার্যেও যথেষ্ট প্রভাব লক্ষণীয় ৷ ১৯ শতকের বিখ্যাত চিত্র ' সানসিনডো (sansindo)' এ দেখা যায় পর্বত রক্ষকের সাথে পশুর উপর আরোহী বাঘের আংশগ্রহণ ৷



পর্বত রক্ষা ছাড়াও গ্রামের শান্তি ও সমৃদ্ধির জন্য পূজা করা হয় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ৷ এ ধরনের ছবি আজও বিভিন্ন গ্রাম অঞ্চলের বাড়ীর প্রধান ফটকে আজও দেখা যায় ৷ বুদ্ধিষ্ট ধর্মের একটি আচার সানসিনটায়েঙ্গা-তেও পর্বতের আত্মার সাথে বাঘের কথাও উল্লেখ করা আছে ৷



আরেক বিখ্যাত চিত্র ঝাখোডো( Jakhodo )-তেও আছে এক ম্যাগপাই পাখি ও এক বাঘ ৷ কোরিয়ান 'ঝাক' মানে ম্যাগপাই 'হো' মানে বাঘ ও 'ডো' মানে ছবি ৷ দুষ্ট শয়তান আত্মা থেকে রক্ষার জন্য এই ছবি চন্দ্র ক্যালেন্ডারের মাসের প্রথমদিন প্রত্যেক বাড়ীতে টানিয়ে রাখার প্রচলন আছে ৷ বাঘের আরেক কোরিয়ান নাম গো ৷ এছাড়াও প্রায় রাজকীয় স্থাপত্য ও খননস্থানেও বাঘ্র-মুর্তি দেখা যায় ৷ মানুষ বিশ্বাস করে মৃত আত্মার সুরক্ষা দিবে প্রস্তরনির্মিত বাঘ্র-মুর্তি ৷ বৃষ্টির জন্যও বাঘকে পূজা করা হয় ৷ কথিত আছে তাইঝং সেঝং মুনঝং ও ডানঝং রাজার সময় ঝোসিয়ন সাম্রাজ্যে বৃষ্টির জন্য ধর্মীয় প্রার্থনার সময় বাঘ আত্মহুতি দেয় ৷



কৃতজ্ঞতাঃ অন্তর্জাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.