নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

কিংডম অব হ্যাভেন-কাওডাইজম

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১



কিংডম অব হ্যাভেন-কাওডাইজম

ডাও কাও ডাই (Dao Cao Dai)(ইংরেজীতে Caodaism) ভিয়েতনামের তৃতীয় বৃহত্তম ধর্ম ৷ কাও (Cao) অর্থ উঁচু(High) ডাই (Dao) অর্থ প্রাসাদ (Place)৷ কাওডাই বলতে বোঝায় শ্রেষ্ঠ স্থান যেখানে ঈশ্বর রাজত্ব করেন ৷ অর্থাৎ স্বর্গরাজ্য ৷ শব্দটি ইশ্বরের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয় ৷



কাওডাইজম ধর্মটি পৃথিবীর প্রধান ধর্মগুলোর বিভিন্ন উপাদানের মিশ্রণে গড়ে উঠেছে ৷ যেমন বৌদ্ধ কনফুসিয়ামজম খ্রিস্টান ইসলাম হিন্দু ইহুদি তাওবাদ এবং ভিয়েতনামের আদিবাসী ধর্ম ৷

এ ধর্মের প্রধান কেন্দ্র অবস্থিত তায় নিনহ (Tay Ninh)-এ রাজধানী সায়গন থেকে ৬০ মাইল উত্তর-পশ্চিমে ৷ ভিয়েতনামে বর্তমানে এ ধর্মের প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ অনুসারী আছেন ৷ এছাড়া এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা এবং যুক্তরাষ্ট আছেন আরও প্রায় ৩০ হাজার অনুসারী ৷



এ ধর্মের ইতিহাসকে ৩টি পর্যায়ে ভাগ করা যায় ৷

প্রথনটি হল সিরসা (Circa) ২৫০০ খ্রিস্ট পূর্বাব্দে ৷ এ সময় ঈশ্বরের আশির্বাদে মধ্যপ্রাচ্যে ইহুদি ভারতের হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত হয় ৷ এর কয়েক হাজার বছর পরে ঈশ্বর বুদ্ধকে পাঠান বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠায় লাওৎসেকে তাও ধর্ম ৷ কনফুসিয়াসকে কনফুসিয়ামজম এবং যিশুখ্রিস্টকে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠায় ৷ এ ধর্মের অনুসারীদের মতে এসব ধর্মের নেতাদের সীমাবদ্ধতায় সত্য প্রতিষ্ঠিত হয়নি ৷ অনেক ধর্মের আবির্ভাব হয়েছে কিন্তু কেউই তাদের জন্মস্থান ছেড়ে খুব বেশী বিস্তৃত হতে পারেনি ৷ ধর্মগুলো প্রকৃতপক্ষে স্থানীয় সংস্কৃতির প্রয়োজনের সাথেই মিশে গেছে ৷ যোগাযোগ ও চলাচলের সীমাবদ্ধতার কারণেই সারা দুনিয়াজুড়ে একটি সত্য বৈশ্বিক ধর্ম গড়ে ওঠেনি ৷ এ ধর্মের বিশ্বাসীরা বিশ্বাস করেন নানা ধর্মের গড়ে ওঠা যা দুনিয়ার মানুষকে একসাথে ভ্রাতৃত্ববোধ নিয়ে বসবাস করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ৷ এটি ঈশ্বরের দুচিন্তার কারণ ৷ এ কারণে ঈশ্বর সিদ্ধান্ত নেন তৃতীয় ধর্মযুগের সূচনার ৷ এ পর্যায়ে আত্মার মাধ্যমে ঈশ্বর কাওডাইজমকে প্রবর্তন করেন ৷

নগো ভ্যান শিউ (Ngo Van Chieu) কশিনশিনা (Cochinchina) সরকারের একজন কর্মচারী ছিলেন ৷ ডুক কাও ডাই আত্মা যাকে তিন ঈশ্বর বলে বিশ্বাস করতেন তার কাছ থেকে বার্তা পেতে থাকেন ৷ তিন বছর ঈশ্বরের পূজা এবং অধ্যায়ন করার পর তিনি তার আধ্যাত্মিক আবিষ্কার নিয়ে সায়গনের মানুষের সাথে কথা বলা শুরু করেন ৷ ১৯২৬ সালের শেষ দিকে কাও ডাই তার অনুসারীদের একটি নতুন ধর্ম প্রতিষ্ঠার নির্দেশ দেন ৷ ঈশ্বরের আদেশ অনুসারে লে ভ্যান ট্রাং জিয়াও টং বা ধর্মগুরুর দায়িত্ব নেন ৷ কাওডাইজম ১৯২৬ সালের ২৬শে সেপ্টেম্বর ২৪৭ জন অনুসারী নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ৷ ঈশ্বরের নির্দেশ যেন আধ্যাত্মবাদের মাধ্যমে এ ধর্মকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয় ৷ আত্মা এবং মানুষের মধ্যে যোগাযোগের জন্য কিছু সাধারণ যান্ত্রিক ডিভাইস ব্যবহার করা হয় ৷

নগো ভ্যান শিউ

যেমন

০ ওউইজা বোর্ডের উপর একটি নড়নক্ষম প্লাটফর্ম রাখা হয় ৷ প্লাটফর্মটিকে দুজন অনুসারী মৃদুভাবে স্পর্শ করেন ৷ আত্মার সঙ্গে যোগাযোগের সময় প্লাটফর্মটি বোর্ডের উপর নড়াচড়া করে এবং সেখানে রাখা নানা অক্ষর সংখ্যা ও শব্দকে চিহ্নিত করে ৷

০ একটি ঝুড়ি যার সাথে ২৬ ইঞ্চি দীর্ঘ একটি বিকিরণকারী লাঠি যুক্ত থাকে ৷ লাঠির শেষপ্রান্তে থাকে একটি কলম ৷

দুজন অনুসারী ঝুড়িটিকে ধরে রাখেন ৷ তৃতীয় একজন যা বার্তা পান তার সহকারী তৎক্ষণাৎ সেটি লিখে ফেলেন ৷ এ পদ্ধতি টি বেশী কার্যকর কারণ প্রাপ্ত শব্দ সরাসরি লিখে ফেলা হয় ৷ কাওডাইজমএ এ পদ্ধতিটি বেশী ব্যবহার করা হয় ৷

শরুতে ছিলেন শুধু ঈশ্বর আকারহীন নামহীন অপরিবর্তনীয় এবং সর্বশক্তিমান ৷ এরপর স্রষ্টা নানা ভাগে ভাগ করে তৈরী করেন পৃথিবী গ্রহ প্রাণী আও সববিছু ৷ মানুষ ও প্রাণী দুটি অংশ নিয়ে গঠিত ৷ একটি দৃশ্যমান শারিরীক অংশ অন্যটি অদৃশ্য যাতে আছে-আত্মা যা ঈশ্বরের অংশ এবং আত্মার অ্ন্য অংশ যা আবেগ ও ব্যক্তিত্ব গঠন করে ৷ তারা পুনঃজন্মে বিশ্বাস করে যার মাধ্যমে একজন বেশ কয়েকবার জীবন লাভ করে ৷ তারা কর্মফলে বিশ্বাসী ৷ বর্তমানের কাজ ভবিষ্যতকে প্রভাবিত করে ৷ যারা একজীবনে বেশী পাপ করেনশাস্তি হিসাবে পরের জন্মে তারা ঠাণ্ডা গন্ধযুক্ত আর কষ্টের দুনিয়াতে জন্মান ৷ নিজের আত্মাকে শুদ্ধ করতে পারলে তারা পুনরায় সুখের পৃথিবীতে জন্মাতে পারেন নতুবা স্বর্গে যান ৷



অনুসারীরা তাদের পরিবার সমাজ মানবতার প্রতি দায়িত্ব পালনে নির্দেশপ্রাপ্ত ৷ গৌরব অর্থবিলাস থেকে দূরে থাকাকে উৎসাহ দেওয়া হয় ৷ অনুসারীরা ঈশ্বর ও পূর্বপুরুষদের পূজা করেন ৷ অনুসারীরা তিনজন মানুষকে সাধু হিসাবে স্বীকৃতি দেন ৷

০সান ইয়াৎ সেন (১৮৬৬১৯২৫)১৯১১ সালের চীন বিপ্লবের নেতা ৷

০ভিক্তর হুগো (১৮০২১৮৮৫)ফরাসী কবি ও লেখক ৷

০ট্রাং তিনহ (১৪৯২১৫৮৭)ভিয়েতনামের কবি ৷

অনুসারীরা তিনটি নিয়ম মেনে চলেন ৷ দিনে অন্তত একবার প্রার্থনা করা প্রতি মাসে কমপক্ষে ১০দিন নিরামিষাষী খাদ্যাভ্যাস ৷ পালন করেন ৫টি আদেশজীব হত্যা না করা অসৎ না করা মাতাল না হওয়া পাপ হয় এমন কথা না বলা লাম্পট্য না করা ৷ ধর্মের অনুসারীদের ৯টি স্তর রয়েছে পোপ সেনসর কার্ডিনাল আর্চবিশপ বিশপ প্রিস্ট স্টুডেন্ট প্রিস্ট সাবডিগনিটারিস এবং অনুসারী ৷ নারীরা কার্ডিনালের ওপরের কোন পদ পান না ৷



কৃতজ্ঞতাঃ অন্তর্জাল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

পাঠক১৯৭১ বলেছেন: আমি ভাবছি, ধর্ম প্রচার করবো নাকি!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

জাহাঙ্গীর.আলম বলেছেন: চেষ্টা করেই দেখুন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.