![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত
"লেখকের খেরোখাতা"
সারাহ্ স্টাডিরুমে প্রবেশ করতে করতে জিজ্ঞাসা করল,'কি করছো বাবা ?'
'কিছু লেখার চিন্তা করছিলাম'-বলতে বলতে কোলে তুলে বসিয়ে দিলাম তাকে ৷
'কি সম্পর্কে ?'
'আচ্ছা, মনে কর ঐ চাঁদ সম্পর্কে ৷ তুমিও সাহায্য করতে পার আমাকে ৷ চাঁদের দিকে তাকাও আর বল তুমি কি ভাবছ ?'
'ঠিক আছে, আমি দেখছি বড় গোলাকার এক চাকতি-যা এত দূরে যে আমি তাকে স্পর্শ করতে পারব না আর মনে হয় সে ঐ আকাশে একাই থাকে ৷ আশ্চর্য হব তার কোন বন্ধু থাকলে !ও তো শীতে জমে আছে আর মন খারাপ কারণ সবাই ঘুমিয়ে আছে বলে তার কোন খেলার সঙ্গী নেই ৷'
'অনেক ধন্যবাদ তোমাকে, খুকুমণি ৷ঠিক আছে এটাই তাহলে এখন আমি লিখব-'
'নিঃসঙ্গ শশী ধরণীপানে চাহিল আর অনুভব করিল মানবতার সহিত যোজন-দূরত্ব ৷অবশেষে জোয়ানা চলে যাবার পর জীবনে এ উপলব্দি আরও প্রগাঢ়ভাবে অনুধাবন করিলাম ৷ একজন লেখক ও প্রত্যাখ্যাত প্রেমিক হিসাবে, অনুভূত হইল নিঃসঙ্গের একাকিত্ব ও শীতল অস্তিত্বতা ৷নিদ্রাহীন রাত্রিতে যখন শয়নে প্রচেষ্ঠায়রত, আশ্চর্যিত হই ভিন্ন রমনীর সহিত প্রণয়হীন লীলায় ৷"
'আচ্ছা এখন তোমার ঘুমানোর সময় ৷চল বিছানায় যাই আর তোমাকে গল্প শোনাব ৷কি গল্প শুনাবো ?'
তাকে বিছানায় নামালাম আর সাথে সাথেই সে দৌড়ে রুম থেকে বেড়িয়ে গেল ৷চেয়ারে উপর উঠে উৎফুল্ল কন্ঠে বলতে লাগল-'তাহলে ইঁদুর আর পনিরের কি হল ?'
'ঠিক আছে,-এটাই তাহলে ইঁদুর আর পনিরের খেলা ৷'
'কিন্তু জেনি যে বলছে চাঁদ পনিরের তৈরী ৷ সত্যি বাবা?
মূলঃ মার্ক হানসেন
Writer's Block
"What are you doing Daddy?" Sarah entered the study.
"I'm trying to write something." I picked her up and sat her on my lap.
"What about?"
"Well, to start with, about the moon. Perhaps you can help. Look at the moon and tell me what you see."
"I see a big round circle that I can't reach, so it must be a long way away. It seems lonely up there in the sky all by itself. I wonder if it has any friends. I'll bet it's cold too and sad that everyone's asleep so there's no-one to play with."
"Thanks darling, that's great. Just let me write this down."
The lonely moon looked down upon the Earth and felt its distance from
humanity. Lately I'd been identifying quite strongly with its lot in
life, more so since Joanna left. As a writer and spurned lover, I
felt I could empathise with its solitary and cold existence. At
night, when everyone was asleep, I often lay in bed wondering whether
I'd find another woman to play the relationship game with me.
"Now, I'd say its your bedtime young girl, so off to bed and I'll read you a story. Which one will it be?" I placed her gently on the floor and she skipped off towards her room.
"What about the mice and the cheese?" Pushing myself up from the chair I followed her cheerful voice.
"OK, the mice and the cheese it is."
"Jenny says the moon is made of cheese, Daddy. Is that really true?"
©somewhere in net ltd.