নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন ধর্ম ও বিলুপ্তপ্রায় সভ্যতা-৬

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩



নুবিয়া সভ্যতা ও তাদের ধর্ম

উত্তর আফ্রিকার অঞ্চলের প্রথম সভ্যতা হিসাবে পরিচিত হলো নুবিয়া ৷ নুবিয়া জনগোষ্ঠী সাধারণভাবে নীল নদের তীরে বাস করত ৷ এই বসবাসের সময় হলো খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ ৷ নুবিয়া রাজারা অভিজাত শ্রেণীর মানুষ ছিলেন ৷ আর ব্যবসায়ীরা মিশরের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিলেন ৷ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে নানা কারণে নুবিয়া সভ্যতার পতন ঘটে ৷

নুবিয়ানরা একাধিক দেবদেবীর আরাধনা করত ৷ দেবদেবীদের অনেকে ছিল মিশরীয় সভ্যতার আবার অনেকে নুবিয়ানদের নিজস্ব দেবতা ৷ আমান (Amun) ছিলেন নুবিয়ানদের অন্যতম দেবতা ৷ আমান সূর্য ও প্রাকৃতিক শক্তির দেবতা ৷ আমান নুবিয়া ও মিশরীয় উভয় সভ্যতার আরাধ্য দেবতা ৷ আমান দেবতার মূর্তি ছিল ভেড়া আকৃতির ৷ ভেড়ার মাথার উপর ছিল সূর্যের চাকতি ৷ নুবিয়ানদের বিশ্বাস মতে তাদের রাজা ছিলেন আমান দেবতার পুত্র ৷

আমান দেবতা

নুবিয়া ধর্মে পরকালের ধারণা ও বিশ্বাস ছিল ৷ মৃতের পরবর্তী জীবনে কাজে লাগবে ভেবে এরা মৃতের সমস্ত ব্যবহার্য দ্রব্য তার কবরে সমাধিস্থ করে ৷ ব্যবহার্য দ্রব্যের সাথে দেবতাদের খোদাইকৃত মূর্তিও সমাধিতে দেয়া হত ৷ নুবিয়ানরা মৃতের খাদ্য ও পানি সরবরাহের ব্যবস্থাও করত ৷ মন্দিরের সাথে থাকল পবিত্র জলাশয় ৷ এই জলাশয়ের পানি দিয়ে ধর্মীয় অনুষ্ঠানের আগে পুরোহিতরা পবিত্র হতেন ৷ পাথরে খোদাই করা গাছ ছিল উর্বরতা ফসলের বৃদ্ধি এবং পূনর্জন্মের প্রতীক ৷ যে টেবিলে মৃতের উদ্দেশ্যে খাবার এবং পানি উৎসর্গ করা হত সেটি ছিল মিশরীয় হায়ারোগ্লিফিক হেটেপ (Hetep) আকৃতির যার অর্থ 'অর্পণ' বা 'উৎসর্গ' ৷ অনেক লুবিয়া দেবতাও অবশ্য অন্তর্ভূক্ত হয়েছিলেন মিশরীয়দের আরাধনায় ৷ যেমনঃ সেখমেত (Shekmet) এবং অনুরিস (Onuris) ৷ প্রথম দিকে নীলের তীরে নুবিয়ানরা তাদের মন্দির তৈরী করত ৷

দেবতা অনুরিস



কৃতজ্ঞতাঃ অন্তর্জাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.