নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

৷৷সের্গেই ইসেনিনের শিরোনামহীন কবিতা ও কিছু কথা ৷৷

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০১

সের্গেই ইসেনিনের শিরোনামহীন কবিতা ও কিছু কথা







তুমি তো ভালবাসো না আমায় অথবা একটুও নয় করুণা

চেয়ে কি দেখেছো এই নতুন আমায় ?

ভালো করে চেয়ে দেখ এই আমায় মুগ্ধ হবেই তুমি !

যখন রেখেছিলে এ বুকে, হাত দুটি তোমার

তখন তো তুমি হিংসুটে, বড্ডো স্পর্শকাতর, বয়সে নবীনা

আমি তো ছিলাম তোমা’ প্রতি ভাল কি মন্দ

বল না আমায়, যখন তোমার ছিল বহু মনোমুগ্ধকর !

তোমার কি মনে পড়ে কত বাহু আর ওষ্ঠেরা ?

চলে গেছে তারা তোমায় স্পর্শহীন একা রেখে

হারায় আবছায়ায়, রেখে তোমায় প্রদীপের শেষ শলতে-তে

এখন তুমি বহুতে অনিশ্চিত বিলাসী অবগাহনে

সম্মুখে আমার হেথায় আসনে বসে, নেই কোন লাজ

যদিও তোমায় নয়নযুগল কপাটবদ্ধ আর মনে মনে



ভাবছ কি বিশ্বাসী, বিশ্বস্ত্ব ভিন্ন কাউকে ?

যদিও এখন আর ভাসি না ভাল তোমায়

আমি তো হারাই এখন প্রিয়তম অতীতে

বলো না, এতো আমার নিষ্ঠুর নিয়তি !

বেঁধে রেখেছে অটুটবদ্ধ মন্দের ন্যায়-

নাভিমূলে আমার পরিকল্পনাহীন সংযোগ,

হাসবো তখন ভাল-র কাছে ছেড়ে যাব তোমায়

তুমিও চলে যাবে তোমার পথে

এলোমেলো কিছুটা সময় গমন তোমার

ভেবোনা হয়ত আরো কিছুক্ষণ হয়ত আরেকটু মুহূর্ত

প্রলোভন দিয়ো না তাতে, যা কখনো পুড়ায় না ৷

যখন তুমি চলে যাবে কারো হাত ধরে এ পথ দিয়ে

কথা হবে খুব কাছাকাছি ভালবাসার, তখন

হয়ত আমি উল্টো পথে নত মুখে

হায় ! যদি কখনো হয় দেখা আমাদের

প্রশস্ত কাঁধের চতুর্দিকে আনন্দে মত্ত আর বিজয়নীর মুকুটে,

হঠাৎ ফিরে চাওয়া আর হাওয়ায় উড়ন্ত চুম্বন

নিরবে হাস্যমুখে উচ্চারণঃ শুভ সন্ধ্যা !



প্রতিউত্তর আমার শুভ সন্ধ্যা ও মেয়ে !

এ হৃদয় আর আত্মা বাধাহীন তারপরে,

কষ্টে-রা যেন আচড়হীন অতঃপর

ফেরত না পাওয়া ভালবাসা বেসেছিল যে

আর জ্বালিয়ে লাভ কি ভষ্মকে ?





কবিতাটির শিরোনাম পাওয়া যায়নি আর রুশ ভাষার কিঞ্চিৎ অক্ষরজ্ঞান এবং মূলত কিছু আন্তর্জালিক বন্ধুর সহায়তার অনুবাদের প্রচেষ্টা মাত্র ৷ ভাবানুবাদ বলা উচিৎ ৷ রুশ কবি সের্গেই ইসেনিন (১৮৯৫-১৯২৫)খ্রিঃ ইমাজিনিষ্ট ধারার কবি, তাকে প্রেম ও বিষন্নতার কবিও বলা হয় ৷ নিজ সম্পর্কে কোন বায়োগ্রাফীতে নিজে লিখেন বিশ্ববিদ্যালয়ে পড়ার পর থেকে কবিতাই তার জীবন বৃত্তান্ত ৷ কবি সম্পর্কে বিস্তারিত জানতে উকির লিঙ্ক ৷ পরের কবিতাটি জগৎবিখ্যাত কারণ মৃত্যুর আগের দিন লেখা আর কলমের কালি ছিল না বলে নিজের রক্ত দিয়ে প্রিয় বন্ধুর জন্য উপহার দেন তারপরই ফাঁসে ঝুলে পড়ে আত্মহত্যা করেন এ প্রেমের কবি ৷ প্রিয় কবির জীবনের শেষ কবিতাঃ

বিদায়, বন্ধু আমার, বিদায়

হে প্রিয়, এ হৃদয়ে আছ তুমি

পূর্বনির্ধারিত ছিল, রব মোরা অবিচ্ছন্ন

সবসময়ই আত্মার আত্মীয়

বিদায়, তবে নয় শেষ এ করমর্দন

বেদনা নয়, নয় কুঞ্চিত কপোল

নতুন তো নয় মৃত্যু এ মুহুর্তে

যদিও নেই আর নবজীবনের আস্বাদ ৷





মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনুবাদ পড়া হল।

আপনাকে অনুসারিত তালিকায় এড করলাম, আশা করি আপনার আরও লেখা পড়া হবে

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর থাকবেন ৷

২| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১

মোঃ ইসহাক খান বলেছেন: প্রচেষ্টাটি সুন্দর। একজন কবির সাথে পরিচয় হল।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০

জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল থাকবেন ৷

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭

অরুদ্ধ সকাল বলেছেন:
বেশ বেশ!
অনেক ভালো লাগা।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর থাকবেন ৷

৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: যেহেতু আমার ব্লগ বাড়ি ঘুরে এসেছেন, সুতরাং ইতিমধ্যেই জেনে গেছেন আমি কে। :) পোস্ট ঘুরে গেলাম আর নববর্ষের শুভেচ্ছা দিয়ে গেলাম জাহাঙ্গীর। মাঝে মাঝে এখানে হয়তো দেখা হবে। ভালো থাকুন সতত। কবিতা নিয়ে ইচ্ছা করেই কিছু বলি নাই। অন্য একদিন বলে যাবো।

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৪

জাহাঙ্গীর.আলম বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেও ৷ সুন্দর থাকবেন ৷

৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪০

দীপান্বিতা বলেছেন: এত সুন্দর কবির এমন পরিনতি, কষ্ট দেয় ......ভাল থাকবেন...নতুন বছরের শুভেচ্ছা ...

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০

জাহাঙ্গীর.আলম বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেওি দিদি ৷ সুন্দর থাকবেন ৷

৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

অদৃশ্য বলেছেন:






লিখাটি অফলাইনে পড়েছিলাম সম্ভবত শুক্রবার সন্ধা বা শনিবার সকালের দিকে, এখানে ঢুকে বুঝতে পারলাম সেটা... কবির জীবন বৃত্তান্ত পড়তেই মনে পড়লো...

লিখাটি ভালো লেগেছে... সামনে আরও লিখা পড়বার ইচ্ছা রাখলাম...


শুভকামনা...

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা ৷

৭| ১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার মন্তব্য দুটো মুছতে যেয়ে আমার উত্তর দুটোও ভুলে মুছে ফেলেছি। আপনি পাগলীর উপস্থিতি নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। সেটারও উত্তর দিয়েছিলাম। যাহোক, ঐ পোস্টে নাসীমুল বারী নামে একজন একই প্রশ্ন একটু ভিন্নভাবে তুলেছে। আমি সেটার উত্তর দিয়েছি। যা আপনার প্রশ্নেরও উত্তর হয়ে যায়। দেখে নিতে পারেন।

১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৭

জাহাঙ্গীর.আলম বলেছেন: ধন্যবাদ ৷ ঘুরে আসব আপনার ব্লগে ৷





ব্যাখ্যাটা জটিল ৷ কিছুটা আবছায়া হলেও ইঙ্গিত দেওয়া উচিৎ ছিল মনে হয় ৷ গল্পে সমাপ্তিটা প্রকট ছিল ৷ রেশ রাখতে পারতেন ৷

৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: যেহেতু আগে উহ্য রেখেছি, তাই সমাপ্তিটা ইচ্ছাকৃত প্রকট দেখিয়েছি।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে অনুসরণে নিলাম ।
ভাল লাগল কবিতার ভাবানুবাদ । ভাল লাগল কবি সম্পর্কে জেনে ।
ভাল থাকবেন জাহাঙ্গীর ভাই ।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

জাহাঙ্গীর.আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ৷ আপনার অনেক লেখাই পড়ার সৌভাগ্য হয়েছে ৷



১০| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৯

এহসান সাবির বলেছেন: সুন্দর লিখেছেন।

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ৷




মঙ্গল হোক ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.