নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

ক্ষণগল্পঃ টার্মিনাল

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩৩



পেছনে খানিকটা সরে দাড়ালাম ৷

ছাউনি বেয়ে খানিকটা বৃষ্টির পরশ বুলিয়ে গেল ৷

হিম বরফের ঠাণ্ডা অনুভূতি ৷

‘মাফ করবেন’ ‘একটু সরে দাড়ান’৷

‘এত কাছাকাছি ৷ ঠিক না’ ৷

সে পায়ের আঙুল নিয়ে খেলায়রত ৷

হয়ত নাচের কোন মুদ্রা– খানিকটা বিব্রতকর লাগল ৷

সে বলল, ‘দুঃখিত বেশী কাছে চলে এসেছি’

একটু বেশি ৷

হাতে ধরা লাগেজটি রাখল মাঝ বরাবর ৷

এক ঝলক সুরভী ছড়িয়ে গেল খানিকক্ষণ ৷

শুকনো খানিকটা জায়গায় সরে গেলাম ৷

আমার ক্যানভাস-সু বেয়ে হিম শীতল বাতাস বয়ে গেল ৷

....কিছুই মনে করলাম না ৷

‘ও থাকলে হয়ত কিছু একটা বলত এখন’ ৷

সে আর ফিরে দেখল না ৷

আমার বুকের উপর উড়নাখানি পরশ বুলিয়ে গেল ৷

খুব বেশী লম্বা না আমি ৷

একখানা বাসের প্রবেশ ৷

‘যেতে দিন’ বলল ৷

ধরতে গেলাম তার ব্যাগের খানিকটা ৷

‘অপেক্ষায় আছে ও’ ৷

‘না ধন্যবাদ' ৷

বাসে উঠল ৷

_______আমি রইলাম ৷

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:০৩

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৫১

জাহাঙ্গীর.আলম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ৷

২| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২০

মাহমুদ০০৭ বলেছেন: ক্ষণগলপের ক্ষণিক ভাললাগাইয় ভাল লাগা ।

শুভেচ্ছা জাহাঙ্গীর ভাই ।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৭

জাহাঙ্গীর.আলম বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই ৷

৩| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২১

অদৃশ্য বলেছেন:





ক্ষণিকের ভালোলাগা / ভালোবাসা / প্রেম... ভালো লেগেছে লিখাটি


শুভকামনা...

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: হয়ত ক্ষণিকের ভাল লাগা হয়ত ভালোবাসা....


প্রেম হয়তো...........

৪| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:০৫

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার গল্প। ২ বার পড়লাম।

---

জানি না ক্ষণগল্প এমনি হয় কিনা। তবে লাইন গুলো কাটা-কাটা মনে হল, আরেকটু মাধুর্য দেয়া যেত হয়তবা।

০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল বলেছেন ৷

আসলে flash fiction ধারা নিয়ে প্রচেষ্টা আমার ৷ যদি অণুগল্প শিরোনাম থাকতো তবে হয়ত সবায় বোঝত ৷ বাংলায় একে ক্ষণ বা ক্ষণিক গল্প হিসেবে লেখার প্রচেষ্টা মাত্র ৷ সীমা বেধে কাজ হয়েছে ৷ বিস্তৃতি হলে ছোটগল্প হয়ে যেত ৷ আরো আয়তনে ছোট flash fictionও লেখার ইচ্ছা আছে ৷


এখানে কিছু শেয়ার করা হয়েছেে দেখবেন সময় হলে ৷


ধন্যবাদ.........

৫| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল

০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ৷

৬| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ভালো লাগলো।

১১ ই মে, ২০১৪ দুপুর ১২:১১

জাহাঙ্গীর.আলম বলেছেন: অনেক ধন্যবাদ ৷





অনেকদিন আপনার লেখা পাই না ৷ আশাহত হয়ে ফিরে আসি ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.