নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

ক্ষণগল্পঃ প্রতিক্ষণ

০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:২২

বিকেলে যখন বারান্দার আরাম কেদেরায় বসে কফির পেয়ালা হাত নিয়ে ওর মৃদু হাওয়ার ঝাপটায় খোলা চুল মেঘের ন্যায় উড়ে যেতে থাকে তখন শেষ রবির সোনালী আভায় মুখয়বখানা দীপ্তিময় হয়ে উঠে ৷ শেষ রাত্রিতে এইমাত্র ছেড়ে যাওয়া বিছানায় তার ঘোর লাগা প্রিয় পারফিউমের শেষ আবেশটুকু আমায় আন্দোলিত রাখে কিছুক্ষণ ৷ টাইয়ের নটটা ঠিক হয়না বারবার ৷ পিছন থেকে ওর মায়াবী ধমকের সুর এরপর ভুলোমনের একটু নিঃশ্বাসের গাঢ় শিহরণ ৷ মধ্যাহ্নভোজের সময় বারবার দৃষ্টি যায় মুঠোফোনে ক্ষণিকের মিলিয়ে যাওয়া শব্দের মরীচিকা আহবানে ৷



_______সিড়ির শেষ ধাপে এসেও পিছনে তার বিদায় সম্ভাষণের শেষ মোহিত হাসি কানে রয়ে যায় রিনিঝিনি শব্দের মাধুরীতে ৷ আজও সশরীরে আয়নার চোখে শুধু আমি আমায় দেখি বিগত বছরগুলোকে ৷



------===----=====-------======---------====

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকটা মুক্তগদ্যের মতই লাগল।

০৯ ই মে, ২০১৪ রাত ৯:২৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অণুগল্পের ফরম্যাট ৷ মুক্তগদ্য বা গল্পের মাঝামাঝি রাখার প্রচেষ্টা ৷ পিছনের গল্প পাঠকের মনের কল্পনায় ৷ ধন্যবাদ আপনাকে ৷

২| ১১ ই মে, ২০১৪ রাত ৮:৪৬

রাবেয়া রব্বানি বলেছেন: কিছু শব্দ আরো সরল হলে আরাম হত। তবে মুক্তগদ্য হলে তো তা কবির ইচ্ছ্ৃত

১২ ই মে, ২০১৪ সকাল ৯:১৫

জাহাঙ্গীর.আলম বলেছেন: সরল শব্দ ব্যবহারের চেষ্টাই ছিল ৷ তবে অণুগল্প নাম দিলে হয়ত সবাই বোঝতে পারত ৷ নিরীক্ষা চালিয়ে দেখা যাক বোদ্ধা পাঠক কি বলেন ৷



পড়া ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ৷ আপনার কিন্তু লেখা কম পাওয়া যায় ৷

৩| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:০৫

অদৃশ্য বলেছেন:





চমৎকার লাগলো...


শুভকামনা...

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১০

জাহাঙ্গীর.আলম বলেছেন: মন্তব্য ও ভাল লাগার জন্য কৃতজ্ঞতা জানবেন



অরিন্দমদা ৷ মঙ্গল হোক ৷

৪| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫

অরুদ্ধ সকাল বলেছেন:
যাই হোক দারুন কিছু

১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন: হা হা পড়েছেন সবাইকে ৷




সুন্দর থাকুন কবি ৷

৫| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৭

সঞ্জীবনী বলেছেন: :|| :||

১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগতম ও ধন্যবাদ ৷




(দুঃখিত ধন্যবাদের ইমো নেই ৷)

৬| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৫৬

সাজিদ উল হক আবির বলেছেন: সুন্দর কিছু মুহূর্ত যেন লেখার খাতায় নয়, ক্যামেরার ফ্রেমেই বন্দী করে ফেলেছেন । দৃশ্যগুলির বর্ণনা অনুভব করা যাচ্ছিল ।

আচ্ছা ভাই, এই ক্ষণগল্প লেখার পেছনে উদ্দেশ্য কি ? এত সংক্ষিপ্ত একটি লেখা নিয়ে স্বাভাবিকভাবেই মানুষ খুব বেশী আলোচনা - সমালচনা করবে না। আপনি এটা জেনেও কেন লিখে চলেছেন? এই জেনারের ৪ টি বা ততোধিক লেখা দিয়েছেন বোধহয়, তাই প্রশ্নটি করতে ইচ্ছে হল।

২৮ শে মে, ২০১৪ রাত ১০:২৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল বলেছেন ৷ যাই লেখা হোক আমার কাছে মহাকাল বড় পাঠক ৷

বড় লেখা লিখতে পারি না ৷ আমি তো পাঠক ৷ আরো ছোট করে লেখারও প্রচেষ্টা আছে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.