নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

ক্ষণগল্পঃ আমি

১০ ই মে, ২০১৪ বিকাল ৪:১১



প্রতিদিন দুপুরে ঘোর ভাতঘুমের সময় ঝুল বারান্দা দিয়ে নিরবে কেউ একজন আমার অগোছালো বিছানা ঘেষে রান্নাঘরে চলে যায় ৷ তারপর শুনি পানির কল বেয়ে জলপড়া আর সিঙ্কে রক্ষিত বহু ময়লার উপর ঘষামাজার মৃদুনিনাদ ৷ কিছুক্ষণ পর মেঝে বেয়ে ঝাড়ুর সকৌতুক আর্তনাদ আর হয়ত পুড়ে যাওয়া শব্দের কথামালা নন্দন শব্দে ৷ মনে হয় কারও প্রতি অভিমানের ছায়াও মেলে ধরে কিয়ৎকাল ৷ জলপড়া হয়তো বন্ধ হয় মলিন কাপড়ের ফেনার দহনে ৷ ফেলে রাখা ব্যবহৃত প্রয়োজনের ব্যর্থ সংরক্ষণ রীতি পরশে বুলিয়ে যায় ৷ তারপর ধীরে ধীরে আমার বহুব্যবহৃত ঘরে তার অজান্তে প্রবেশ ৷ ফেলে যাওয়া ধূলো ফেলে দিয়ে কার্ণিশে বেয়ে বেড়ে উঠা বিস্মৃতির ক্যকটাসে ও সাজানো অর্কিডে কোন সময়ের স্নিগ্ধ হাতের রূপকথার গল্প শুনায় আনমনে ৷ সচকিতে সময়ের দোলনে হেরে যাওয়া পায়ে আমারই কাঁচমুখোশে অতীত নিয়ে পড়ে থাকে ৷

__আজ এতকাল পর ভীষণ পুলকে উঠে পড়ি ঘুমচোখে তাকে একনজর দেখার অদম্য ইচ্ছায় ৷ আর তখনই আমার হারানো বিস্মৃতির বিধ্বস্ত মনহীন মুখোশকে দেখে চমকে উঠি ৷





----======-------======--------======-------

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৩১

অন্ধবিন্দু বলেছেন:

ভাবুক লেখা। তবে পাঠে চমক পেলাম না ...
শুভ কামনা, আলজাহাঙ্গীর। লিখুন ...

১০ ই মে, ২০১৪ রাত ১০:২৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: পাঠকের ভাবনার জন্য লেখার প্রচেষ্টা ৷ অনেক ধন্যবাদ আপনাকে ৷

২| ১১ ই মে, ২০১৪ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: যাকে দেখার প্রবল ইচ্ছায় জেগে উঠে নিজের মনহীন মুখোশ দেখে চমকে ওঠা, সে মিশে আছে প্রতিটি ক্ষণেই, কিন্তু ক্ষণগুলি যোগ করে কাঙ্খিত সমীকরণ মেলে না।

ভালো লাগলো লেখাটি।

১১ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:

পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ৷

৩| ১৩ ই মে, ২০১৪ দুপুর ২:৫২

সাজিদ উল হক আবির বলেছেন: ভাল লাগলো লেখাটি, জাহাঙ্গীর ভাই। একটু খাটা খাটনি করলে এ থেকে সুন্দর একটা কবিতা দাঁড়িয়ে যেত হয়ত ।

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আসলে অণুগল্প নাম হলে হয়ত বোঝতে সহজ হতো ৷ Flashfiction এর মত প্রায় ৷ না কবিতা না গল্পের মাঝে রাখার প্রচেষ্টা ৷

সুন্দর থাকুন ৷

৪| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো অনু গল্প।

১৬ ই মে, ২০১৪ রাত ১:১১

জাহাঙ্গীর.আলম বলেছেন: ধন্যবাদ আপনাকে ৷

৫| ১৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখাটায় অযত্নের ছাপ আছে। আপনার লেখা এই প্রথম পড়লাম। একটা লেখা পড়ে বুঝলাম আপনি অনেক শব্দ জানেন।


শুভকামনা রইল।

১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪

জাহাঙ্গীর.আলম বলেছেন: শব্দেরা খেরোখাতায় আসে না তাইতো যত্নের অভাব সর্বদা ৷




তবে নারীর চোখে লেখাটা পড়লে হয়ত ভাবনাগুলো দৃষ্টিতে লেগে থাকত ৷

মজার বিষয় হল সামুতে প্রথম শুভেচ্ছা কিন্তু আপনারই ৷ হা হা

সুন্দর থাকবেন ৷

৬| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: সিনেমার মত দেখতে পেলাম গল্পটা ভাইয়া। অনেক সুন্দর! একটু রহস্যঘেরা !তবুও ভালো লাগা!

১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:০২

জাহাঙ্গীর.আলম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়া ও মন্তব্যের জন্য ৷



আসলে নারীর দৃষ্টিতে লেখার প্রচেষ্টা ৷ যা উপরের মন্তব্যে কবিদাকে বলেছি ৷


ক্ষণগল্পে রহস্য খানিক বাকীটা পাঠকের ভাবনায় ৷

শুভকামনায়....

৭| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৯

অরুদ্ধ সকাল বলেছেন:
মুগ্ধ!

১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪

জাহাঙ্গীর.আলম বলেছেন: বিস্মিত....

৮| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: লেখাটা ভালো লাগছিলো পড়তে। আরেকটু বাড়ানো যেতো না ?
শুভেচ্ছা

২৮ শে মে, ২০১৪ রাত ১০:৩১

জাহাঙ্গীর.আলম বলেছেন: ধন্যবাদ ৷


আমি মূলত পাঠক ৷ মাঝে মাঝে আপনাদের দেখে লেখার অপপ্রয়াস নেই ৷ আসলে হয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.