![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত
আমার প্রিয়শব্দ'দের একটু ছোঁয়ে দেখবে বেখেয়ালে
শব্দগুলো অথবা যতিচিহ্নের ব্যবচ্ছেদ কতিপয়
কখনো কি পরশ বুলিয়েছো নিঃশব্দে অজান্তে
ভুল ছিল হয়ত দেখছো কি অবহেলায় কিংবা অবজ্ঞায়
অভিব্যক্তির চয়নগুলো কি করেছো পর্যবেক্ষণ ধীরে ধীরে
ছন্দ নয়তো নান্দনিকতার মহাকালে অভিযোজনে অক্ষম
ফিরেছিলে কি আবার পড়ার অহেতুক ইচ্ছা সঙ্গোপনে
দৃষ্টিহীন লজ্জায় রয়ে যায়, থেমে যায় শিল্পের মরুদ্যানে
নিদ্রাহীন ঘুমের নিরব জাগরণে রয় কি বিস্ময় কিনারায়
কোলাহলে পড়ে থাকা সময় আর সময়ের বিক্ষুব্ধ কাঁটায়
বড্ডো সেকেলে হওয়া অনুরণনের ভূমিতে প্রিয় শব্দাত্মারা
মুখোশ আর অযান্ত্রিক বোধে প্রফুল্ল থাকা দ্যোদক নিঅভিনয়ে
জলের আঘাত সমুদ্রের মহলে পড়ে থাকা বিদূর ফেনিল
রেখে দিয়েছো বন্ধনে কপোলরেখার অহমের অভিব্যক্তিতে
পেরেছো কি সফেদে মুছে দিতে স্মৃতির অনল বন্ধিগোলক-কে
উঠে আসে জেগে থাকে নিত্য হারিয়ে যাওয়া পিছু টানা পথে
আমার প্রিয় ভুলে যাওয়া অকৃত্রিম বিষন্নমঙ্গল অভিযাত্রীর শব্দশিল্প
____রক্তে মিশে যাওয়া,
____তারা,
আজ গড়িয়ে যায় স্ব-ইচ্ছায়
আর নিখাদ জুয়া খেলায় হেরে যাচ্ছি প্রতিক্ষণ প্রতিদিন ৷
০০০০০০০০======-------======০০০০০০০০০
১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০৯
জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনারটিও ঠিক ৷ আসলে দুটোই ঠিক ৷ কোথায় কি অর্থে ব্যবহার করবেন সেটাই বিবেচ্য ৷
অনেক ধন্যবাদ ভাই ৷
২| ১৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৮
সাজিদ উল হক আবির বলেছেন: ভাল লাগলো জাহাঙ্গীর ভাই। ভাবের প্রকাশ এবং শব্দ চয়নে জীবনানন্দ দাসের প্রভাব বোধ করলাম কোন কোন স্থলে।
১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৩
জাহাঙ্গীর.আলম বলেছেন: অনেক ধন্যবাদ সব্যসাচী ৷
জীবনবাবু কোথায় নেই ? অন্তরে যার বসবাস প্রকাশ তার নিত্য আবাস ৷
৩| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৮
অরুদ্ধ সকাল বলেছেন: হেরে যাচ্ছি প্রতিদিন___
প্রিয় শব্দরা!
অনেক শব্দময় কবিতায় ভালোলাগা ___হে কবি
১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০
জাহাঙ্গীর.আলম বলেছেন: প্রীত হলাম ধন্যবান্তে ৷
মঙ্গল হোক ৷
৪| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: অন্যরকম ভালোলাগা !
১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধন্যবাদ ৷
সুন্দর থাকুন কবি ৷
৫| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৪
বৃতি বলেছেন: ভাল লাগলো
কিছু টাইপো-
প্রতিক্ষায়, ছোঁয়ে, বিষ্ময় >> প্রতীক্ষায়, ছুঁয়ে, বিস্ময়।
১৮ ই মে, ২০১৪ সকাল ৭:৫৬
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগতম ও অনেক ধন্যবাদ আপনাকে ৷
যথাশব্দ তথাস্থানে ৷
৬| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: খুব চমৎকার কিছু শব্দ পেলাম! আগে আপনার লেখা পড়ি নাই, এইটা মিস হইসে!
ভালো লেগেছে আপনার কবিতা, আবার আসবো!
শুভকামনা!
১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগতম ও ধন্যবাদ ইফতি ভাই ৷
শুভেচ্ছা ৷
৭| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২১
সঞ্জীবনী বলেছেন:
১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগত ৷
(ধন্যবাদের ইমো নেই ৷)
৮| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১২
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ ভাল লাগল। কবিতা কম পড়া হয় আমার তাই হয়তবা অনেক শব্দ অপরিচিত মনে হল।
১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগতম ৷
ভাল থাকুন ৷
৯| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
অন্ধবিন্দু বলেছেন:
জাহাঙ্গীর,
শব্দশিল্পে, পাঠ শিল্পের পরশ দিলাম।
শুভ কামনা। লেখালেখি/ শব্দচর্চা অব্যাহত থাকুক ...
১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধন্যবাদ পাঠক ৷
১০| ২৩ শে মে, ২০১৪ রাত ১:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার শব্দের কাজ হয়েছে। ভাল লাগা জানাচ্ছি।
২৩ শে মে, ২০১৪ সকাল ৮:৪৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগতম ৷
অনেক ধন্যবাদ আপনাকে ৷
১১| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:৩৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: জলের আঘাত সমুদ্রের মহলে পড়ে থাকা বিদূর ফেলিল
এলাইনের বিদূর ফেলিল নিয়ে আমি সন্দিহান।
২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগতম ৷
কিঞ্চিৎ টাইপো ছিল যা সমৃদ্ধ হল আপনার সুমন্তব্যে ৷ ভাল থাকুন ৷
১২| ২৮ শে মে, ২০১৪ রাত ১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৫৯
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগতম ৷
অনেক ধন্যবাদ আপনাকে ৷
১৩| ২৮ শে মে, ২০১৪ সকাল ১১:২১
অপর্ণা মম্ময় বলেছেন: শুভকামনা রইলো।
কবিতার শিরোনাম --
হারিয়ে যাওয়া ক্ষণ কিংবা প্রতীক্ষায় শব্দেরা ---
এর বদলে প্রতীক্ষিত শব্দেরা হলে হয়তো আরো ভালো শোনাতো।
২৮ শে মে, ২০১৪ রাত ১০:২৩
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগত ৷
আপনার শুভপরামর্শের জন্য ধন্যবাদ ৷ হয়ত আপনি সঠিক ৷
মঙ্গলার্থে....
১৪| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪
মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
২৮ শে মে, ২০১৪ রাত ১০:২৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনার আগমন ভাল লাগল ৷
শুভেচ্ছা...
১৫| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৪৬
লিরিকস বলেছেন: +
০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৫৪
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগত ৷
ধন্যবাদ আপনাকে ৷
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ৯:১২
হাসান মাহবুব বলেছেন: প্রথম লাইনে "ছোঁয়ে"'র বদলে "ছুঁয়ে" হবে না?
ভালো লেগেছে।