![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত
উৎসর্গঃ সেইসব ভাগ্যবঞ্চিত মানবশিশুদের প্রতি ৷ যাদের অতীত ও ভবিষ্যত জানা নেই ৷ বিবর্ণ বর্তমানকে নিয়েই সদাহাস্যোজ্জল প্রতিটি পথের দেবদূত ৷
--------------দেবদূত--------------------
আজ
এক দেবদূত কাঁদছিল
কাঁদছিল যতক্ষণ পর্যন্ত তার কান্নার জল শুকিয়ে যায়
কাঁদছিল ততটুকু যেন আর কান্না না পায়
আজ
এক দেবদূত হাসছিল
বিস্তৃত হাসি তার চোখের জল অবধি
হাসছিল তার দুঃখগুলো লুকানো পর্যন্ত
আজ
এক দেবদূত মৃত হল
সমূলে বিঁধিয়ে দিয়েছিল বুক অবধি ছোরাখানি
আর বন্দুকের ট্রিগার তার মাথার একপাশে
আজ
এক দেবদূত কাঁদছিল
আজ এক দেবদূত মৃত হল
আর তুমি কোথায় ছিলে ?
জানি উত্তর পাব না কোথাও আবার
প্রত্যাশা কারও কাছে নেই আমার ৷
ooooooooooooooooooooooooooooooooooooooo
০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৪০
জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর থাকুন সবার মাঝে ৷
পাঠক ভাববে সেটাই কাম্য ৷ হয়ত তো আপনি সঠিক ৷
২| ০৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো, পড়ে মনটা কিছুটা আদ্র হল
০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:১৩
জাহাঙ্গীর.আলম বলেছেন: কৃতজ্ঞতা মাসুম ভাই ৷
ভাল আছেন নিশ্চয়ই ৷
৩| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৬
অন্ধবিন্দু বলেছেন:
কাঁদছিল যতক্ষণ পর্যন্ত তার কান্নার জল শুকিয়ে যায়
কাঁদছিল ততটুকু যেন আর কান্না না পায়
আলজাহাঙ্গীর,
আপনার শব্দশিল্পে ভালোলাগা জানাচ্ছি। আশার বালুচরে প্রত্যাশাহত আমরা বুক পিঠে ল্যাপটায়ে রাখি কান্নার জল। বিবর্ণ বর্তমান কিছুটা হলেও এইসব দুঃখ গাঁথায় রঙিন হচ্ছে ... বড় বিস্ময় !
ভালো থাকা হোক, মানুষের কল্যাণে থাকা হোক
শুভ কামনা।
০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৪৪
জাহাঙ্গীর.আলম বলেছেন: মানবিক হোক সবাই সবসময় ৷
বিস্ময় আমাদের আশে পাশে থাকে প্রায়শঃ ৷ দেখার দৃষ্টি থাকুক সবার ৷
মঙ্গল হোক ৷
৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ভালোবাসা সকল দেবদূতদের জন্যে।
০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ৷
মঙ্গলার্থে.....
৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৪৩
সকাল রয় বলেছেন:
অপেক্ষা নতুন সকালের__মুছে যাক দু:খ
শুভকামনা কবির জন্য
০৯ ই জুন, ২০১৪ সকাল ৮:০০
জাহাঙ্গীর.আলম বলেছেন: অপেক্ষা আর নিরন্তর অপেক্ষার অবসান হোক ৷
শুভেচ্ছা.....
৬| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯
মিনুল বলেছেন: ভালো লাগলো ভাগ্যবঞ্চিত মানবশিশুদের প্রতি উতসর্গকৃত লেখাটি পড়ে।শুভকামনা।
১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগত ৷
উপলব্দিতে থাকুক
শুভেচ্ছা.....
৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগলো । দেব দূতদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না । এটাই দুঃখ লাগে ।
জাহাঙ্গীর ভাই সম্প্রতি আপনি একটা গল্পে কমেন্ট করেছিলেন
উনি গল্পে কুষ্টিয়ার ভাষা ব্যবহার করেছিলেন -ব্লগনামের শেষে
'' গল্পকার '' আছে । উনার লিঙ্কটা একটু শেয়ার করলে ভাল হয় ।
ভাল থাকুন জাহাঙ্গীর ভাই ।
১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই ৷
*কখন কি বললাম মনে রাখা কষ্টসাধ্য ৷ প্রতিউত্তর পেলে বা পোস্ট পর্যবেক্ষণে থাকলে দিতে পারতাম ৷ তবু খুঁজছি ৷ পেলেই আপনার ব্লগে দিয়ে আসব ৷
আমের আবার মতামত হাহাহা ৷
(আপনার কষ্ট স্বার্থক হোক)
৮| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪৬
মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর, সুখময় হোক সবার জীবন।
১৪ ই জুন, ২০১৪ রাত ১২:৪০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
আশা আর প্রত্যাশার সংমিশ্রণ ঘটুক প্রতিটি হৃদয়ে ৷
সুন্দর থাকুন ৷
৯| ১৪ ই জুন, ২০১৪ রাত ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা +
১৪ ই জুন, ২০১৪ রাত ১২:৪২
জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগত কবি ৷
নিত্য থাকুন সুন্দর সহযোগে ৷
১০| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:১৫
দীপান্বিতা বলেছেন: +
১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
উপলব্দিতে থাকুক ৷
নিত্য থাকুন সুন্দর সহযোগে ৷
১১| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধন্যবাদ কবি ৷
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৩৪
সাজিদ উল হক আবির বলেছেন: জাহাঙ্গীর ভাই, ভালো লাগলো আপনার লেখনীতে বঞ্চিত দেবশিশুদের দুর্দশা উঠে আসায়। যদি কবি বা সাহিত্যিকেরা সমাজের এইসব দুঃখজনক লুপহোলগুলোকে নিজেদের সাহিত্যকর্মের উপজীব্য বিষয় না বানায়, তবে আর লিখে লাভ কি?
প্রথম স্তবকে "কাঁদছিল যতক্ষণ পর্যন্ত তার কান্নার জল শুকিয়ে যায়"এই লাইনে কি একটা "না" বসার কথা?
ভালো থাকবেন সবসময়।