নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা আর এ্যলেজিকাহন.... কাফকা ও প্রবচনসমূহ .....

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৯



কাফকাকে নিয়ে মনোজগতে বসবাস কত যে কঠিন তা হয়ত অনেকেই জানেন কিংবা না ৷



#তার প্রবচনসমূহ .....

০তাত্ত্বিকভাবে যথার্থ সম্ভাবনা আছে সুখের –বিশ্বাস করা কারো নিজস্ব অবিনশ্বর উপাদানে আর সেটি সংগ্রাম করে সম্মুখে না নেওয়া ৷

০মৃত্যু কামনার প্রথম চিহ্ন হলো মৃত্যুকে বুঝতে শিখা ৷

০নিজেকে ধরে রেখে বের হয়ে আস কষ্টকর এ পৃথিবী থেকে আর সেটাই তুমি মুক্তভাবেই করতে পার নিজস্ব প্রকৃতিরূপে ৷ কিন্তু এ কষ্ট থেকে ফিরে আসা এই তুমি বেদনাগুলো ঝেড়ে ফেল ৷

০বিশ্বাস হলো গিলেটিনের মতো যেমন ভারী তেমনি হালকা ৷

০তরুণ বয়স আনন্দের কারণ তখন সৌন্দর্য্য দেখার চোখ থাকে ৷ আর যে কেউ সেই ক্ষমতাকে ধরে রাখতে পারে সে কখনও বয়স্ক হয় না ৷

০বই বরফকাঁটার কুঠার স্বদৃশ্য যা আমাদের উপর শীতল সমুদ্র উপড়ে দেয় ৷

০নিরাশ হয়ো না, তখনও তার উপর যখন সেই কারণে তুমি নিরাশ হও না ৷

০মাঝে মাঝে মুক্ত থাকার চেয়ে শৃংঙলাবদ্ধ থাকা নিরাপদ ৷

০যখন জীবন থেমে যায় তখনই জীবনের মানে বুঝা যায় ৷

০তুমি মুক্ত মানে হারিয়ে গেছ তুমি ৷

০আমি বিজ্ঞাপন পড়ি না ৷ আমি আমার সব সময় ব্যয় করি সেগুলো চাইতে ৷

০অলসতা সকল অনাচারের শুরু মানে সকল পূণ্যের মুকুটস্বরূপ ৷

০মানুষ যখন চায় তখনি ধর্ম বিতারিত হয় ৷

০তোমার আর পৃথিবীর সংগ্রামের মধ্যে পৃথিবী দ্বিতীয় হয় ৷

০লেখকেরা দুর্গন্ধের কথা বলে ৷

০শুরু কর সঠিক দিয়ে, যা গ্রহণযোগ্য তা অপেক্ষা ৷

০মনুষ্যত্বের ইতিহাস হলো একজন অভিযাত্রীর দীর্ঘ পদক্ষেপের মধ্যবর্তীর সমান ৷



।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

*************************************



চিঠি ০০০০০০০



“না মিলেন, আমি আবারও তোমার সাথে গড়ে তুলতে চাইছিলাম চিঠি লেখার সম্ভাব্য সম্পর্ক ৷ তুমি অবশ্যই ডাকঘর হতে শূন্য হাতে ফেরত আসবে না ৷ এমন কি তোমার ছোট ডাকপিয়নও ? আচ্ছা কেও ? কোন দরকারই নেই আর পোস্টমাষ্টারণীকে বিরক্ত করার ৷

আর যদি সফলতা সুযোগ না পাওয়া যায় তবে কাউকে না কাউকে তো ছোট পদক্ষেপ নিতে হবে সুযোগ খোঁজার ৷

গতরাতে আমি তোমায় স্বপ্নে দেখেছি ৷ কি ঘটেছিল তা তো বিস্তারিত মনে করা অসম্ভব ৷ শুধু মন আছে আমরা একে অপরের মাঝে মিশে গিয়েছিলাম ৷ আমি তোমাতে আর তুমি আমাতে ৷ শেষে তোমাকে আগুনে ধরে ফেলল ৷

মনে আছে যখন তোমার কাপড়ে আগুন ছুঁয়ে গেল তখন আমি পুরাতন কোট দিয়ে বারবার আঘাত করতে লাগলাম ৷

কিন্তু যখন দাবানল তোমায় গিলে ফেলল তখনও আমি সেখানে ছিলাম আর সেই কোটটি দিয়ে ক্রমাগত আঘাত করতে ছিলাম ৷

আঘাতগুলো কোনই কাজে আসল না আবার পুরনো ভয় আবার ঝেঁকে বসল আগুন কখনো চেঁপে রাখা যায় না ৷

সেসময় যেভাবেই হোক দমকলের লোকজন চলে আসল আর তোমাকে যেকোন ভাবেই উদ্ধার করল ৷

কিন্তু তুমি আগের চেয়ে কেমন যেন হয়ে গেলে, ভুতুড়ে, যেন অন্ধকারে মাঝে চকে আঁকা আর পতিত হতে লাগলে, প্রাণহীন, সেই আমাদের আনন্দময় মুহূর্ত থেকে বিচ্ছিন্ন আমার হাত দুটি থেকে ৷

কিন্তু একই ভাবে নিশ্চিত, পরিবর্তনশীল সেই আমি আরো নিবিড়. আরো গভীর মোহে কারো দুটি হাতে ধরা দিলাম ৷"





___+++____+++____+++____+++____+++____+++____

১৯২১ সালে মিলেনা ঝিছেঙ্ককে লেখা প্রণয়পত্র ৷



কৃতজ্ঞতাঃ অন্তর্জাল



খসড়া ০১

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: দুর্দান্ত।

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বাগত ৷

ধন্যবাদ আপনাকে ৷

২| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৯

অরুদ্ধ সকাল বলেছেন:
বাহ! দারুন!

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৮

জাহাঙ্গীর.আলম বলেছেন: ধন্যবাদ ৷

কেমন আছেন ?

৩| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৮

জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগত ৷

ধন্যবাদ আপনাকে ৷

৪| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লেখকদের নিয়া বলা কথাটা বেশ!
চিঠিটা আগে পড়ি নাই।
পোস্টের জন্য ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩২

জাহাঙ্গীর.আলম বলেছেন:

পড়ার জন্য কৃতজ্ঞতা ৷


ভাল থাকুন সারাক্ষণ ৷

৫| ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৫৫

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো একটা পোষ্ট। এই কারনে ধন্যবাদ রইলো।

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ ৷


নতুন লেখা কবে পাব ?

৬| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার এবং দূর্দান্ত একটা পোষ্ট! কৃতজ্ঞতা রইল শেয়ারের জন্য।

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ ৷


সুন্দর থাকুন সবসময় ৷

৭| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪২

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: প্রবচনগুলো পড়ে ভালো লাগলো। বেশ শিক্ষণীয়।। শেয়ার করার জন্য লেখক কে ধন্যবাদ।।

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:


স্বাগত ৷

পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ৷

৮| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৮

একজন ঘূণপোকা বলেছেন: দারুন

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বাগত ৷


সুন্দর থাকুন সবসময় ৷

৯| ১৮ ই জুন, ২০১৪ রাত ১:৪২

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বাগত ৷


পড়ার জন্য ধন্যবাদ ও ভাল থাকুন ৷

১০| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

সাজিদ উল হক আবির বলেছেন: কাফকার কোন কিছুই সাধারণ না। সোজা একটা কথায়ও এত লেয়ারস অফ মিনিং থাকে যে মানে ধরতে সময় লেগে যায় অনেক।

নূতন নূতন লেখা শেয়ার করে আরও শিক্ষিত করে তুলুন আমাদের, প্রিয় জাহাঙ্গীর ভাই।
শুভকামনা। :)

২০ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আসলে তার দেখার ভঙ্গিটি ছিল অসাধারণ ৷ আমাদের জটিল বা অব্যক্ত ব্যাপারগুলো সে উপস্থাপনা করত আমরা সত্যগুলো দেখতে অভ্যাস নেই বলে হয়ত তাকে বোধগম্য মনে হতো না ৷ তার চিন্তার লেভেলের প্যারালাল করুন বা আপনার দৃষ্টিকে প্রসার করুন প্রায়ই মিলে যাবে ৷

শুভেচ্ছা....

১১| ২০ শে জুন, ২০১৪ সকাল ৭:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার পোস্ট! লাইকড ইট!

২০ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার উপস্থিতি অনেক প্রাণবন্ত লাগে সব সময় মাসুদ ভাই ৷



শুভকামনা ৷

১২| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:২১

মোঃ ইসহাক খান বলেছেন: কাফকার লেখা একটু কঠিন ধাঁচেরই।

সুন্দর পোস্টে সাধুবাদ।

২১ শে জুন, ২০১৪ সকাল ১১:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
প্রসার করুন দেখার দৃষ্টি ৷


গল্পকারের কিন্তু অন্তর্ভেদী চোখও থাকে ৷

১৩| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩০

মামুন রশিদ বলেছেন: দারুণ পোস্ট! আপনার জন্য শুভকামনা ।

২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:


পড়ার জন্য ধন্যবাদ ও ভাল থাকুন ৷




সুন্দর থাকুন সবসময় ৷

১৪| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
কাফকা পাঠ একটা বিস্ময় নিজের কাছে।

২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:০৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:


ভাল থাকুন কবি সবসময় ৷

১৫| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

হাসান মাহবুব বলেছেন: মূ্ল্যবান পোস্ট।

২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:

ধন্যবাদ হাসান ভাই ৷

১৬| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:০২

শায়মা বলেছেন: ০তরুণ বয়স আনন্দের কারণ তখন সৌন্দর্য্য দেখার চোখ থাকে ৷ আর যে কেউ সেই ক্ষমতাকে ধরে রাখতে পারে সে কখনও বয়স্ক হয় না ৷



সবগুলির মাঝে এটাই সবচাইতে সহজবোধ্য!

২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:১১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
হয়ত আপনি ঠিক ৷




অনেকদিন পর আসলেন ৷ আপনার মনোনীত লেখাগুলো পড়ছি মন্তব্যে আসব আশা রাখি ৷ আবারো চমৎকার গানগুলোর জন্য ধন্যবাদ ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.