নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

ক্ষণগল্পঃ ঝুলন্ত ক্ষণ

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮





এই ধূঁসর ছায়া আর শব্দঘুংঙুর পাশে রেখে হেঁটে চললাম আজন্ম দুই সঙ্গিকে সাথে নিয়ে ৷ লোমকূঁপ বেয়ে প্রাণের প্রদাহ নেয়ে নেমে গেল ৷ আকাশ একদিকে রেখে কৃষ্ণ একাদশী নিশীথের কাকেরা মঙ্গল রচনা করে ডাকতে লাগল ৷ হাঁটি আর আমার পথটায় ছেয়ে যায় সবুজালাভ রক্তের দীর্ঘ সূত্রতায় ৷ পা-পথের পাশেই পড়ে থাকে মহাকালের সাক্ষী অতল দ্যোলক ৷ প্রিয় চতুষ্পদী বিভৎস নুয়ে থাকা ডেকে উঠে ঐ দূরের কালঘুমের ঈষৎ হেলায়মান গোলকটাকে ৷ ছায়াগুলো নেচে যায় আমার ছুড়ে ফেলা হারানো নিউরণের গোল গোল ছোপে ছোপে ৷ আমাকে পিছু ডাকার ক্ষণগুলো ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে ছিড়ে যাচ্ছে ৷ সাথে রইলাম বা সবাইকে হারালাম ৷ জলেরা অবিশ্বাসী হয়ে থেমে যায় দৃষ্টির মাঝে হারায় বা লুকায় ৷ আগুনমুখী মুখ ও মুখোশ ছোঁয়ে গ্রাস করে পুরো শরীর ধোঁয়ার নৃত্যে ৷



ও কি আর ফিরবে না নাকি রয়ে যাবে আগামীতে তাহার সাথে ৷ বলেছিল ৷



সকালে আত্মাহীন পৃথিবীর দেহটাকে ঝুলতে দেখা গেল প্রফুল্ল আত্মীয়-বিচ্যুত চৌকাঠের ফাঁসের রঁজ্জুতে ৷ কেউ কেঁদে উঠল নয়ত কেউ কেউ কাঁদল না ৷



**__**__**__**__**__**__**__**__**__**__**__**__*

খসড়া

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮

লেখোয়াড় বলেছেন:
নিশীথ রাতের বলতে কি বোঝাতে চেয়েছেন।
লেখায় ভাষার ঐশ্বর্য আছে কিন্তু কোথাও কোথাও তাল ক্ষয়ে গিয়েছে।
অন্যথায় লেখাটি আরো ভাল লাগত।

ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বাগত ৷

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ৷ সে জায়গাটি সম্পাদনা হয়েছে ৷ পুরোটাই চরিত্রের মানসিক অবস্থার সাথে পরিবেশের দ্বন্দমুখূর আভাসের বহিঃপ্রকাশের প্রচেষ্টা বলতে পারেন ৷

শুভকামনা ৷

২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সকালে আত্মাহীন পৃথিবীর দেহটাকে ঝুলতে দেখা গেল প্রফুল্ল আত্মীয়-বিচ্যুত চৌকাঠের ফাঁসের রঁজ্জুতে৷


অনেক ভালো লিখেছেন। তবে লেখাটা আমার মাথার উপর দিয়ে গেছে।

শুভেচ্ছা।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগত ৷ পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ৷

চরিত্রের মানসিক অবস্থার সাথে পরিবেশের রূপক সাদৃশ্যে অতিত, বর্তমান ও ভবিষ্যতকে একই ফ্রেমে আনার প্রচেষ্টা বলতে পারেন ৷

প্রথম দিক মুক্তছন্দের কাছাকাছি পরের অংশে গল্পের আভাস ৷ শব্দগুলো অনেক বিস্তারিত ব্যখ্যার অবকাশ রাখার চেষ্টা ৷

যে লাইনটি কোট করেছেন তার আগের প্যারায় কিঞ্চিৎ রেখাপাত ছিল ৷

ভাল থাকবেন ৷ মঙ্গল হোক ৷

৩| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯

অন্ধবিন্দু বলেছেন:
স্বকীয়তা এবং সার্বিকতা দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। আত্মা থেকে বিচ্যুত হওয়ার বাসনা; বড়ই ভয়ংকর তার ভবিষ্যৎ অথবা বর্তমান।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার মন্তব্য ভাবায় নিজেকে ও লেখা নিয়ে বারবার ৷ সত্য নির্মোহ ও নিষ্ঠুর হয় আবেগের বিস্ফোরণে সৃষ্টি বা ধ্বংসে ৷

ভাল থাকুন ৷

৪| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


মুগ্ধ পাঠ্য +++

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ জানবেন ৷

৫| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯

লেখোয়াড় বলেছেন:
গুড।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:

পুনরায় আগমনে কৃতজ্ঞতা জানবেন ৷

৬| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

হাসান মাহবুব বলেছেন: দুর্বোধ্য।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:

সহজ করে লিখতে চাইনি তাই হয়ত দুর্বোধ্য রয়ে গেল ৷ তবু মন্তব্যও করায় ধন্যবাদ রইল হাসান ভাই ৷

৭| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: জলেরা অবিশ্বাসী হয়ে থেমে যায় দৃষ্টির মাঝে হারায় বা লুকায় ৷ হারায় বা লুকায়
যে কোন একটাই না কেন ? দুইটা ব্যবহার করার কি হেতু ?

ও কি আর ফিরবে না নাকি রয়ে যাবে আগামীতে তাহার সাথে ৷ বলেছিল ৷ এখানে বলেছিল টা বুঝিনি ।

সকালে আত্মাহীন পৃথিবীর দেহটাকে ঝুলতে দেখা গেল প্রফুল্ল আত্মীয়-বিচ্যুত চৌকাঠের ফাঁসের রঁজ্জুতে ৷ কেউ কেঁদে উঠল নয়ত কেউ কেউ কাঁদল না ৷ - লাইনটা ভাল লেগেছে ।

শুভেচ্ছা রইল প্রিয় জাহাঙ্গীর ভাই
ভাল থাকবেন ।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিস্তারিত বলা উচিৎ আমারই কারণ হয়ত একটু কঠিন রয়ে গেল ৷

অন্তর্গত আবেগ অন্তর অনলে পোড়ায় তা ব্যক্তিই বোঝে ৷ আবার কখনও জল হয়ে গড়িয়ে পড়ে যা অপ্রদর্শনের যোগ্য বলেই মাঝের বা এর উৎপন্ন ৷

ও আর তাহার দিয়ে মূল চরিত্র বাদে দুজনের ইঙ্গিত ৷ বলেছিল মানে অতিতে চরিত্রের সাথে কারও জীবনে ফেরার কথা ছিল কিন্তু হয়ত শেষটা হয়নি ৷ অসফল ফেরা ঘটমান অতিতকে বুঝাতে অসম্পূর্ণ অনিশ্চিত রাখা হয়েছে পুরো বাক্যেই ৷

ছোট ইঙ্গিত কোন প্রিয় কথাশিল্পীর পাঠ প্রতিক্রিয়া বলতে পারেন ৷ তিনি কায়েস আহমেদ ৷












১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:

শুভকামনা রইল......

৮| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সবুজালাভ শব্দটা প্রথম দেখলাম !

পড়তে ভালো লেগেছে !

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
পড়লেন এবং মন্তব্য করলেন সেজন্য কৃতজ্ঞতা রইল কবি ৷

৯| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মামুন রশিদ বলেছেন: চমৎকার মুক্তগদ্যের ভেতর থেকে কিছু অজানা গল্প উঁকি দিয়ে গেছে ।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অনেকাই ৷

পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন ৷ ভাল থাকবেন ৷

১০| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সাজিদ উল হক আবির বলেছেন: ছবি, গদ্য, অদ্ভুত সুন্দর কিছু শব্দের অচকিত ব্যবহার এবং নিদারুণ পরিসমাপ্তি- মুঠোর মধ্যে ছোট্ট একটুকরো কমপ্লিট পিস অফ আর্ট।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
কি জানি হয়ত আপনি ঠিক ৷

তবু পাঠে ও মন্তব্যের জন্য ধন্যবাদ রইল ৷

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: খসড়া হিসেবেই পড়লাম। শব্দগুলো ঢেউয়ের মত উত্তাল করল, কিন্তু ভাবার্থ উন্মোচিত করতে পারিনি পুরোপুরি।

সুন্দর লেগেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল বলেছেন ৷ হয়ত একটু অস্পষ্টতা রাখতে চেয়েছিলাম তেমনটা হয়নি ৷

কিছু ইঙ্গিত প্রতিমন্তব্যে দেওয়ার চেষ্টা ছিল ৷ কিছু লাইন হয়ত যোগ হতে পারে ৷ অনুভূতির সাথে প্রকৃতির মাঝে রূপায়ন বা প্রচ্ছায়া ৷

মন্তব্যে ধন্যবাদ জানবেন ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.