![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত
আজকেই সম্পাদক বলেছিল লেখাটির ব্যাপারে ৷ যদিও কিছুই গোছানো হয়নি তবু বলতে হল আগামী মাসের কথা ৷ আজকাল কিছুতেই মন বসছে না কেন যেন নীবিরের বাংলোর কথা মনে পরে যায় বারবার ৷ গত সপ্তাহে কাটিয়ে আসলাম ওর ওখান থেকে দিন পাঁচেক ৷ ড্রাইভারকে পাঠিয়েছি হোটেল রোমান্সের বারে ৷ হঠাৎ করেই আমার স্টক শেষ হয়ে গেল আর তৃষ্ণাও পেল এত রাত করে ৷ মার্বেলের বেলকনিতে হাঁটছি আর লেখার প্লটটা খুঁজছি পাইপের ধোঁয়ার কুণ্ডলীর মুহূর্তে ৷ আসছে না কিছুতেই ৷ বাইরে মেঘের নিনাদের মৃদু আস্ফালন নামবে বোধহয় যে কোন সময় ৷ দূর থেকে দেখা যায় দারোয়ান গেইট খুলে দিল আর আমার পাজেরো গাড়িটার মোহনীয় প্রবেশ ৷ আজকাল গাড়িতে উঠতে খুব ভাল লাগে না ৷ তবু একা এ বাগানবাড়িতে আসার জন্য দীর্ঘ পথের একমাত্র সাথীতো ও-ই ৷ কেয়ারটেকারকে বলতে হবে গাড়ীর পিছনের সিটের নিচের লকারে টাকাগুলোর কথা ৷ কাল যেন ব্যাংকে জমা করে আসে ৷ সামনের ঈদ-সংখ্যার জন্য চার পত্রিকার অগ্রিম বাবদ প্রাপ্য ৷ শেফ’টাও যে কোথায় গেল ? কখন বলেছি বরফ আর রোস্টের কথা ! আই-ফোনটা যে কোথায় রাখলাম ? কার কাছে যেন ফোন করার কথা মনে পড়ছেনা ৷
কবিতার লেখার জন্য দরকার কল্পনা, কলম আর কাগজ ৷ তবেই না লেখা হবে কবির ভাবনা বলেছিল প্রফুল্ল ৷ ওদের দিদির বাড়ীতে যেতামই জামাইবাবুর টাইপ রাইটারের লোভে ৷ আমি আর প্রফুল্ল কত দিন কঁড়ি জমিয়েছি একটা নিজেদের কাগজ বের করব বলে ৷ কলেজের সবাই হাসতো আর আড়ালে পাগল ডাকত ৷ আসলেই তো কবিতার পাগল ছিলাম তখন ৷
*************************************
==================================
কবিতার ছবিঃ বিশ্বজিৎ গাঙ্গুলি
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
না, স্বপ্ন আর ধরা দেয় না ৷ কবি এখন জনপ্রিয় কথাশিল্পী ৷
মঙ্গলার্থে.....
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
ডি মুন বলেছেন: একদিকে মার্বেলের বেলকনি, দারোয়ানের গেট খোলা, পাজেরো গাড়ি, টাকা, বরফ, রোস্ট।
অন্যদিকে কবিতা, কাগজ, কলম।
বাহ। দারুণ কনট্রাস্ট।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
তুলনাটাই হয়ত উপলক্ষ্য ছিল ৷
সুন্দর থাকুন আর মুখরিত শব্দে আবৃত থাকবেন ৷
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
অন্ধবিন্দু বলেছেন:
বৈপরীত্যময় অরুচি।
কবির নিজস্ব দেখার জগৎ অথচ কবি নেই সেখানে ...
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সেরকমই ৷
শব্দেরা আছে কিন্তু কবির সময় নেই....
সময় করে দীর্ঘ একটা পোস্ট দিন ৷ শুভকামনায়....
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২২
মাসুম আহমদ ১৪ বলেছেন: সিম্পল এন্ড সুন্দর
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল থাকবেন মাসুম ভাই ৷
আসলে কি সবকিছু ভুলে থাকা যায় ৷
শুভেচ্ছা ৷
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
সাজিদ উল হক আবির বলেছেন: চলমান স্ন্যাপশট ! বেশ লাগলো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ রইলো ৷
লিখতে থাকুন স্বকীয়তায় ৷
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২
হাসান মাহবুব বলেছেন: সার্থক অণুগল্প।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বলেন কি ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন ৷
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭
জুন বলেছেন: মাসুম১৪ এর মত আমিও বলি সিম্পল +সুন্দর
+
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পাঠে ও মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইল ৷
ভাল থাকুন ৷
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
দীপান্বিতা বলেছেন: সুন্দর ...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
মঙ্গল হোক আপনার ৷
উৎসবে পরিজনে সুন্দর ও শুভকামনায় ৷
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সব কথা বলা হয়ে গেছে।
যা বলা বাকি ছিল-
নীবিরের>নিবিড়ের
কণ্ডলীর>কুণ্ডলীর
পরছেনা>পড়ছেনা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অনেক ধন্যবাদ রইল পাঠে ও সংশোধনে ৷
নাম বিশেষ্যে ঐ রকমই বন্ধুর নামটি ছিল ৷ বাকি টাইপো যথাস্থানে ৷
মঙ্গল হোক আপনার ও সকলের ৷
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০
পার্থ তালুকদার বলেছেন: কথার সুন্দর আলপনা !!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা রইল ৷ আর অনেক কাজ বাকি ৷
ভাল থাকুন সবসময় ৷
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০
সুলতানা সাদিয়া বলেছেন: ভাবনার জগতকে অনেকক্ষণ আচ্ছন্ন করে রাখলো এই ক্ষণ গল্প। এত অল্প কথায় এত কথা বলা যায়!! শুভকামনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বাগত ৷
কথারা দ্রুতই শিকড় ছড়িয়ে দেয় ভাবনায় ৷ মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন ৷
আশা করি চিনেছেন ৷ এখন আরো ভাল থাকবেন প্রত্যহ ৷
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: ছোট করে আজ পর্যন্ত কিছুই লিখতে পারলাম!
ভালো লেগেছে পড়ে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার মুক্তগদ্যেরা কিন্তু এরকমই ৷ যেন পিছনে একটা গল্প থাকে ৷
আসলে কত কম শব্দ ব্যবহারে পাঠককে ছোঁয়া যায় সেরকম প্রচেষ্টা ৷ হয়ত হচ্ছে না যথাযথ ৷
ভাল থাকবেন পরিজনে ৷
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০৭
মাহমুদ০০৭ বলেছেন: বৈপরীত্যের টানাপোড়েনে যা হয় ।
অল্প শব্দে বড় অনুভবের ক্যানভাস ।
ভাল লাগলো । বেশ কয়েকবার পড়লাম ।
ভাল থাকবেন প্রিয় জাহাঙ্গীর ভাই ।
শুভকামনা রইল ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অতি সাধারণ কথা ৷ বেশ কঠিন হয়ে যাচ্ছে লেখারা তাই সহজিয়া প্রয়াস ৷ সেদিন ব্লগিও সাহিত্য চর্চা নিয়ে এক লেখা পড়ে চিন্তাসংযুক্তি ৷ একরামুল হক শামীমের সেই লেখার লিঙ্ক ব্লগের সাহিত্য ও ব্লগ সাহিত্য Click This Link
পাঠকের ধারণা ও মনন কত সহনীয় তা বুঝার চেষ্টা ৷
আমাদের স্বপ্ন ও বাস্তবের ফারাকে পড়ে শব্দেরা কাতর ৷
মঙ্গল হোক ৷
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
মহামহোপাধ্যায় বলেছেন: স্বপ্নের পেছনে ছুটতে যেয়ে স্বপ্ন দেখার মানুষটিও বদলে যায়। স্বপ্নও কি বদলায় ??
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বপ্ন না বদলেও স্বপ্ন দূরবর্তী হতে হতে শুধুই অবচেতনে ঘুমিয়ে থাকে ৷
মাঝে মাঝে নিশব্দ ছোঁয়ার ব্যর্থ প্রচেষ্টা মাত্র ৷
কালাপাহাড়ের মতন একখান পোস্ট আবার লিখে ফেলুন না সময় করে ৷
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কথাগুচ্ছ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সুন্দর কথা হলেও অনেক বেদনাও জেগে রয় নিভৃতে ৷
ভাল থাকবেন ৷
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১
বিদ্রোহী বাঙালি বলেছেন: গল্পের ইঙ্গিতটা যদিও ধরতে পেড়েছিলাম, তারপরও আর উল্লেখ করতে ইচ্ছে করছে না। কারণ আপনার প্রতিটা প্রতিমন্তব্যও যে পড়ে ফেলেছি। তখন এটাও বুঝে গেছি আমার আপনার ধারণার সাথে আমার ধারণারও যথেষ্ট মিল আছে। অনেক দিন পর এলাম। কেমন আছেন জাহাঙ্গীর?
আপনার লেখা বরাবরই আমাকে মুগ্ধ করে। আপনার এই ক্ষণগল্প পড়েও মুগ্ধ হয়েছি। মানুষ সহজে যা পায়, তা আবার সহজেই ভুলে যায়। তাই অণুগল্প বা এই জাতীয় ক্ষণগল্প আমার খুব পছন্দ। এখানেও বার্তা থাকে, কিন্তু সেটা কষ্ট করে ভেবে বের করে নিতে হয়। প্রথমত এটা পাঠককে আটকিয়ে রেখে কিছুক্ষণ ভাবনার জগতে হাবুডুবু খাওয়ানো হয়। দ্বিতীয়ত কষ্ট করে ভেবে পাঠক যখন সেটা বুঝতে সক্ষম হয়, তখন পুরো না হলেও কিছুটা অনুধাবনের চেষ্টাও বোধহয় করে। কষ্ট বিফলে যাক সেটা কে চায় বলুন? নিরন্তর শুভ কামনা রইলো জাহাঙ্গীর।
২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাবনা ও প্রকাশে বিস্তর ব্যবধান ৷ সহজিয়া রাখার প্রচেষ্টা আর সময় ধরার নির্মোহ অভিব্যক্তি ৷
বয়ে যাচ্ছে জীবন জীবনের নিয়মে ৷ কখনও মেঘ কখনও রোদ ৷
অক্ষরগুলো হয়ত অধরাই রয়ে যাবে ৷
মঙ্গল হোক আপনার ও আপনাদের ৷
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
শামছুল ইসলাম বলেছেন: সাহিত্য কখনো পুরনো হয় না, বরং কখনো কখনো গল্প/কবিতা প্রতি বার পাঠের সাথে নতুন নতুন অনুভূতি নিয়ে আসে।
বেশ কয়েকবার পড়লাম, তবুও ভাল লাগার অনুভুতিটা যাচ্ছে না!!!!
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইল ৷নানামুখি চিন্তার খানিক অপপ্রয়াস ভাববেন ৷
মঙ্গল হোক আপনাদের ৷
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শেষ পর্যন্ত নিজেদের কাগজ বের হলো তাহলে?