নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদর্শ আহেমদ

আদর্শ আহেমদ › বিস্তারিত পোস্টঃ

বাইরের রাজনীতি ভারতের লোকসভা নিয়ে ভাবনা

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩

ভারতের অন্যতম জনপ্রিয় দলের (বিজেপি) প্রধান মৌদি যে ইশতেহার দিয়েছেন তা হতয় অনেকেই পড়েছেন ! ইশতেহারটি যথেষ্ট গোঁড়ামী না হলেও বিজেপি কিন্তু ক্ষমতাই গেলে ঠিকই তাদের সাম্প্রদায়িকতার মুখোশ উম্মোচন হবে যা অতীত আমাদের শিক্ষা দেয় ! তবে ইশতেহারের শেষ পৃষ্ঠায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার অনুচ্ছেদে বলা হয়েছে, “সাংবিধানিক চৌহদ্দির মধ্যে থেকে অযোধ্যায় রামমন্দির নির্মানের সম্ভাবনার সব দিক খতিয়ে দেখা হবে”



ইতিহাসের ছাত্র না হলে টুকটাক পড়াশোনায় যা বুঝতে পারছি তাতেই বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট বিজেপির ক্ষমতানয়ে ঠিক আগের মতোই সাম্প্রদায়িকতা বজায় থাকবে !



আসলে ধর্মীয় অনুসাশন পালনকারী পৃথিবীর কোন মানুষই অসাম্প্রদায়িক হয় না ! যদিও আমাদের দেশসহ দক্ষিন এশিয়ার দেশগুলোতে অসাম্প্রদায়িকতার ঢেকুর তুলা হয় তবে তা মূলত অসাম্প্রদায়িকতা নয় বরং নাস্তিকতার আরেক রূপ ! আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন তখন তাদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল হাতে নিয়ে শপথ নেয়, ইসরাঈল তো এমনই এক রাষ্ট্র যেখানে ইহূদি বাদে অন্য ধর্মের লোক থাকা পর্যন্ত নিরাপদ নয় ! পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আরাম্ভ করে পৃথিবীর প্রায় সব দেশেই সাম্প্রদায়িক নীতি বা রাজনীতি দারূনভাবে চর্চা হচ্ছে ! শুধু আমাদের দেশেই সমস্যা ! কারন আমাদের দেশের রাজনীতিবীদরা যতটা না রাজনীতি চর্চা করে তার চেয়ে বেশী ভোগবাদীতে বিশ্বাস করে আর ভোগবাদীতা কোন ধর্মই সাপোর্ট করে না ! যাইহোক, হিন্দুত্বের স্বার্থের কারনে ভারতে বিজেপির (এক ভারত, শ্রেষ্ট ভারত) ইশতেহার মানুষের (ভারতীয়দের) মনকে দারূনভাবে নাড়া দিয়ে জানান দিচ্ছে হয়ত ক্ষমতাই এবার বিজেপি ! আর বাংলাদেশের মুসলমান হিসেবে বিষয়টি আমি আমলে নিচ্ছি এইভাবে যে, আমি আমার ধর্মের অনুসাশন মেনে রাজনীতি করব যদিও তা সাম্প্রদায়িক হয় ! আর জেনে রাখো বাংলার মুসলমান, ভারতের হিন্দুরা যদি সাম্প্রদায়িক হয়ে বিজেপিকে জেতাই তাহলে তোমরা কিসের আশায়, কোন লোভে অসাম্প্রদায়িকতার (নাস্তিকতার) বোরকা পড়ে বসে আছো ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.