নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদর্শ আহেমদ

আদর্শ আহেমদ › বিস্তারিত পোস্টঃ

একটু পড়ুন

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমার কাছে যা সত্য মনে হয় তা প্রকাশ করি।

ঐদিন এক স্ট্যটাসে মেয়েদের স্বভাব নিয়ে লিখেছি। কিন্তু সত্যি বলতে মেয়েদের হেয় করার জন্য তা লিখি নাই। কারণ তারা মায়ের জাতি, তারা লক্ষ্ণি। তাদের যে স্বভাবটা আমার খটকা লেগেছে তা আমি তুলে ধরেছি।

যাই হোক আজ ছেলেদের উদ্দেশ্যে কিছু বলব। আমাদের সমাজে কিছু ছেলে দেখবেন, যারা খুবই স্মার্ট। কথা বার্তা খুব আকর্ষণীয় এবং মোহ আছে। কথায় কথায় আপন করতে পারে মানুষকে। আবার দুই দিন পরেই পর করবে।

তাদের ভাল স্বভাবটা হল সারারাত ফেইসবুকিং। একাজে তারা তাদের gf এর পাসওয়ার্ড সংরক্ষণের দায়িত্ব পালন করে। প্রয়োজনে gf এর আইডির এডিট ও ডিলিট এর গুরুদায়িত্ব ও পালন করে।

মুখে দাড়ি রাখলেও তা সুন্নতের জন্য না স্টাইলের জন্য। যা আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করে।

এদের বড় গুণ হল মেয়ে পটানো, যার জন্য তারা চ্যাটিং, ফ্ল্যাটিং প্রয়োজনে ডেটিং করতে ও দ্বিধা করে না। তাদের কাছে সম্পর্ক মানে আমোদ কর, ফূর্তি কর এবং শেষে ছেড়ে দাও।

ভাই তোমাদের কাছে বিনীত আরজি এসব করে কি লাভ? মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে কি লাভ? জীবনকে বুঝতে শিখ। এসবের নাম জীবন না। জীবন সাজাতে পরেরটা নষ্ট কর কেন? সময় কাটাতে গিয়ে অন্যকে কষ্ট দাও কেন? যদিও এক্ষেত্রে মেয়েরা যে একেবারে সাধু তা নয়। কিছু মেয়ে আছে যারা এসব ছেলেদের আরো আস্কারা দেয়, তারা আবার এমন ছেলে বেশি পছন্দ করে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.