নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যে আর সত্যের মধ্যখানে আমাদের সমাজের অবস্থান। এখানে মিথ্যের মতো প্রকৃত সত্যও অসহায়।

চোখেরে কাঁটা

চোখের কাঁটা

চোখেরে কাঁটা › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের উদ্দেশ্যে দু\'চারটা কথা

৩১ শে জুলাই, ২০১৯ ভোর ৬:০০

বাংলাভাষার বিশাল প্লাটফর্ম সামহোয়্যার ইন ব্লগে দিনদিন রগচটা, মুর্খ, বেকুব, চাটুকার, তেলবাজ, অসভ্য মানুষদের আনাগোনা বাড়ছে; বাড়ছে তাদের আধিপত্য। ফলে কমছে সাহসী, সত্যবাদী, সচেতন ভালো ভালো ব্লগারদের সংখ্যা। এটাই প্রকৃতির নিয়ম।
যোগ্যদের ভিড়ে অযোগ্য'রা যেমন সুবিধা করতে পারেনা তেমনি মন্দ, তেলবাজদের ভিড়ে ভালো মানুষও টিকে থাকতে পারেনা।
ব্লগ কর্তৃপক্ষ চাইলেই আজেবাজে ব্লগারদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু ব্লগের সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তাঁরা হয়তো শক্ত অবস্থান নিতে চাইছেন না। ব্যাপারটা ব্লগের সাধারণ-অসাধারণ সব ব্লগার ও পাঠকদের বুঝতে হবে।

সামহোয়ার ইন ব্লগের এই দুঃসময়ে ব্লগারদের আরো দায়িত্বশীল হওয়া উচিত। যেমন,
১। যারা ভেতরে ভেতরে নিজেদের সুশীল, যোগ্য এবং সচেতন মনে করেন মন্তব্যের ক্ষেত্রে আপনাদের আরো অমায়িক, সহনশীল ও সচেতন হতে হবে।
কারণ আপনার/ আপনাদের মতো উর্বর মস্তিস্কের প্রবীণ, সুশীল, সচেতন, সম্ভাবনাময়, সাহিত্যমনা ব্লগারদের কাছে নতুন ব্লগার কিম্বা পাঠকরা নিশ্চয়ই আরো গঠনমূলক, যুক্তিযুক্ত, শিক্ষণীয় মন্তব্য এবং সহনশীল, শিষ্ট, যুক্তিযুক্ত প্রতিমন্তব্য প্রত্যাশা করেন।
২। লেখকের চাইতে লেখাকে বেশি মূল্যায়ন করার চেষ্টা করা। লেখকের চাইতে লেখাকে বেশি মূল্যায়ন করলে ভালো পোস্টগুলা আলোচিত ফিচারে আসবে। এবং নতুনরাও অনুপ্রাণিত হবে। ফলে ব্লগার বোরহান উদ্দিনের মতো কেউ আর 'রিফ্রেশ করে' বা 'পোস্ট বোস্ট' করে ভিউ বাড়ানোর চেষ্টা করবে না।

হ্যাপী ব্লগিং =p~






মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ ভোর ৬:৪৬

ভুয়া মফিজ বলেছেন: আপনি আসল ব্যাপারটা ধরতে পেরেছেন এবং পুরো বিষয়টাকে সঠিকভাবে তুলেও ধরেছেন। আপনাকে অভিনন্দন।

তবে আড়ালে বসে থাকা চলবে না। এটা নিয়ে মাত্র দু’টা পোষ্ট! আরো লিখুন........ব্লগারদের সাথে যোগাযোগ আরো বাড়ান; নাহলে আপনার এই মুল্যবান চিন্তা-ভাবনাগুলো থেকে আমরা বন্চিত হবো।

আপনাকে স্বাগত জানাচ্ছি!!! :)

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৮

চোখেরে কাঁটা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। চেষ্টা থাকবে।

২| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৭:০৯

বিষন্ন পথিক বলেছেন: আপনারা না যা তা! কোনো কাজ নেই, অভিযোগ করে বসলেন এই আমালের আরব দেশীও একজন বিল গেটসের নামে, ওনার মত সফল (?) মানুযের সময় আছে এসব পোস্ট বুষ্ট করার?

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৫

চোখেরে কাঁটা বলেছেন: আমি ব্লগার বোরহান ছাড়া কারো নাম ম্যানশন করিনি। ব্লগার বোরহান মিয়ার পোস্টে হাজার হাজার ভিউ হয়। তিনি ব্লগে থাকলে নিজ দায়িত্বে অন্যান্য কয়েকজন সেলিব্রেটি ব্লগারের পোস্ট বোস্ট' করেন; যাতে সন্দেহের তীর তার উপরে না পড়ে।
দুঃখিত ব্লগার বোরহান এর নামের শেষাংশ মনে পড়ছে না।

৩| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুভ ব্লগিং।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৫

চোখেরে কাঁটা বলেছেন: শুভ ব্লগিং

৪| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর পোস্ট
ধন্যবাদ আপনাকে

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১৩

চোখেরে কাঁটা বলেছেন: ধন্যবাদ আপু

৫| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪০

জাহিদ হাসান বলেছেন: Right

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১৪

চোখেরে কাঁটা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৬| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: কঠিন পরামর্শ দিয়ে ফেলেছেন, ছহি ব্লগিং শিক্ষা নামের একটা বই লিখে ফেলুন।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩১

চোখেরে কাঁটা বলেছেন: গুটিকয়েক রগচটা, অভদ্র ব্লগারদের জন্য আপাতত বই লিখে টাকা নষ্ট করতে চাইছি না। উহাদের জন্য পোস্টই যথেষ্ট।

৭| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: ব্লগে অপর্দাথ একজন ব্লগারই আছেন যার কাজই হচ্ছে অকারনে কাইজ্জা করা, গালি দেয়া আর অশ্লীল ভাষায় ভদ্র ব্লগাদের পোস্টে মন্তব্য করার। কুকুরের লেজও একদিন সোজা হবে কিন্তু এর চরিত্র ব্লগে কোন দিনও ঠিক হবে না।
আর এই বোরহান চীজ টা কে? দেখতে হবে কে? ভাল কথা বলেছেন। আমার একটা পোস্টও কেউ একজন এই অপকর্ম করেছে।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৪

চোখেরে কাঁটা বলেছেন: ভাইজান শান্ত হোন, অমায়িক হোন, সহনশীল হোন। কথায় আছে, ভালো মানুষদের সংস্পর্শে থাকলে মন্দ লোকেরও ভালো হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

বোরহান একজন জাতীয়তাবাদী দলের সমর্থক এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি ব্লগে রাজনীতি নিয়ে ভুলশুদ্ধ বিশ্লেষণ করে থাকেন।
হ্যাপী ব্লগিং

৮| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩০

এমজেডএফ বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।


আসলে ব্যাপারটা দুঃখজনক! নকল টাকা যেমন আসল টাকাকে বাজার থেকে বিতাড়িত করে তেমনি এ ধরনের মতলববাজ, অভদ্র ও মানসিক অসুস্থ ব্লগারদের সংখ্যা বাড়লে ভালো ব্লগাররা ব্লগ ছেড়ে চলে যাবে। ব্লগের এ দুরাবস্থায় এটি অশনিসংকেত! অনেকে নিজের পোস্টের রিফ্রেশ দিয়ে, এক মম্তব্যের উত্তর একাধিকবার দিয়ে, মাল্টিনিক থেকে লাইক দিয়ে পোস্টকে আলোচিত করে। এসব ভুয়া আলোচিত পোস্ট এখন সবাই চিনে :D । এ ব্যাপারে ব্লগার ও কর্তৃপক্ষ সবাইকে সচেতন হতে হবে।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৯

চোখেরে কাঁটা বলেছেন: সেটাই।আপনি অল্প কথায় বেশ সহজ করে বিষয়টা ব্যাখা করেছেন। ধন্যবাদ।

৯| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন। আরো বলতে থাকুন, তবে আরেকটু গুছিয়ে।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৩

চোখেরে কাঁটা বলেছেন: সালাম ও ধন্যবাদ জানবেন। চেষ্টা থাকবে।

১০| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং'এ বাংগালীদের অগ্রগতি কেমন?

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৯

চোখেরে কাঁটা বলেছেন: আমার বিশ্বাস, এটা আমার চাইতে আপনি ভালো জানেন।
শ্রদ্ধা জানবেন।

১১| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি নিজেই শুরু করে দিন না। আপনার তো নিক দুইটা মনে হচ্ছে। দুইটা চালিয়ে যান সমান তালে।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৭

চোখেরে কাঁটা বলেছেন: আপনার ভালো পরামর্শের জন্য ধন্যবাদ। তবে দুটি নিক একসাথে, সমাম তালে ব্যবহার করার যথেষ্ট সময় + মেধা কোনটাই আমার নেই।

১২| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:০২

কাওসার চৌধুরী বলেছেন:



আপনিও নিয়মিত লিখুন। ব্লগে ভালো ব্লগাররা লিখলে আলোচনার জায়গা প্রসারিত হয়। এতে লেখক-পাঠক উভয়ই উপকৃত হন। তবে, লেখায় ও কমেন্টে বিবেকবোধ থাকাটা প্রত্যাশিত।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:১০

চোখেরে কাঁটা বলেছেন: সুন্দর বলেছেন ভাইয়া।

আশাকরি সিনিয়র ব্লগাররা মন্তব্যের সময় আরো উদার, অমায়িক এবং বন্ধুসুলভ হবেন।

শ্রদ্ধা জানবেন।

১৩| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৮

মাহের ইসলাম বলেছেন: ভালো বলেছেন।
কথাগুলো শুনে ভালো লেগেছে।

শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.