![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
গন্তব্যহীন নীলিম । সময় মাঝ রাতের কিছু পর । মিন্টু রোডের নির্জনতায় আঁচড় কাটছে রিকশার ঝক্কর ঝক্কর শব্দ আর দূরের দুটি কুকুরের ঘেউ ঘেউ ডাক । সন্ধ্যায় পরা বৃষ্টির পানি এখনো শুকোয়নি,রাস্তার মাঝে ছোপ ছোপ জমানোপানি । ঠান্ডা বাতাসে শরীর হিম হয়ে আসে । অনাকাঙ্গিত ভয়, নির্জনতার মাঝে নীলিমকে লাশ হয়ে যাবার হাতছানি দেয় । মাত্র কয়েক ঘন্টা পরেই হরতাল শুরু হবে । লাশের চাহিদায় লাশ হয়ে যাবার ভয় । রিকশা চলছে । এই মুহূর্তে রিকশা চালক চাচা মিয়াকেও সন্দেহ লাগে । হয়তো কিছুদূর গিয়ে রিকশা থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করবে,গলায় টান দিয়ে ফাক করে দিতে পারে কিংবা মাথায় আঘাত করে মগজ থেতলে করে দিবে । অথচ তাঁর নিঃশ্বাসে বিশ্বাসের আভাস । রাস্তার ডান দিকে রিকশা দ্বাড় করানো,রিকশা ভিতরে ক্লান্ত শহরের ক্লান্ত শরীরটা এলিয়ে এই শহরের নির্জনার মাঝে তাঁর গ্রামের নদীর পাড়,বাঁশি বাজানো ধানক্ষেত,মাঝ রাতের জোছনার স্মৃতি চারন করা বৃদ্ধ রিকশা চালকটা ল্যামপোস্টের আলোর সাথে সিগারেটের ধোয়ায় একাকার করে দিচ্ছে । কুকুর দুটির কাছে রিকশা চলে আসে । গেটের নিচের দিকে খোপ খোপ ফাঁক দিয়ে শিকল পরানো বিদেশী কুকুর রাস্তায় দাঁড়ানো কুকুর দুটির সাথে ঝগড়ায় লিপ্ত । রিকশার গতি বাড়ে, রিকশা চলছে ঝক্কর ঝক্কর শব্দ করে । সামনে কিছু দূরেই কয়েক জন পুলিশকে একটি কারাবদ্ধ আড্ডা খানায় আড্ডা দিতে দেখা যায় । আলো ছায়া ঘেরা রাস্তা, ক্লান্ত শহরের নির্জনতা । মাত্র কয়েক ঘন্টা পরেই হরতাল শুরু । লাশের চাহিদায় লাশ হয়ে যাবার ভয় নীলিমকে বিরক্ত করে তোলে ।
মেহরাব
ডাক্তার গলি- ১৮।০২।১৩
©somewhere in net ltd.