![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
ছেলেটি লাশ হতে চায়নি,চিৎকার করেছে
লাশের চাহিদায় লাশ হতে বাধ্য হয়েছে
নির্বাক নির্বোধ লাশ
যার জন্য মিছিল হয়
প্রতিশোধের জন্য মানুষ মরে
ধর্ম নামের নৈরাজ্য চলে।
অথচ ছেলেটি এসবের কিছুই জানতো না
নির্বাক দুটি চোখে আকাশ দেখতো
রিকশা চালিয়ে ঘরে ফিরে
সংসার পাতার স্বপ্নে থাকতো।
আকাঙ্খা ছিলো দুচালা টিনের ঘরে
ধর্ম ছিলো ভাতের চাহিদায়
মিথ্যে প্ররোচনায় ভূল ব্যাখ্যায়
ধর্ম নিলো দ্বদ্নের সাথে
যখন প্রতিশোধের নামে মানুষ মরে।
যখন স্বার্থন্বেষী ব্যবসায়ী কিছু শকুনের দল
সহজ সরল মানুষদের ভূলিয়ে
কাজের মধ্য ধর্ম এনে
আকাঙ্খার সাথে ধর্ম গুলিয়ে
নৈরাজ্য তৈরি করে
তখন লাশের দরকার পরে
আগামীদিন ধ্বংসের জন্য
নৈরাজ্যবাদ স্ৃষ্টির জন্য
ধর্ম-শাসন নামের প্রতিশোধের জন্য।
তারা সবাই মূল রাস্তাতেই ছিলো
মিছিলের মতো করে তাদের কন্ঠে ধ্বনিত হচ্ছিলো
স্বার্থন্বেষী ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধির কথা।
প্রতিশোধের নামে মানুষ মারতে চেয়েছিলো
ছেলেটি ছিলো সবার সামনে
গলায় গামছা পরা
শরীর ঘর্মাক্ত আর চুল ছিলো উস্কো খুষ্কো
হঠাৎ-ই একটি বুলেট
তার বুক এফোঁড়-ওফোঁড় করে দেয়
ছেলেটি লাশ হতে চায় না,চিৎকার করে
কিন্তু লাশের চাহিদায় লাশ হতে বাধ্য হয়।
উৎসর্গঃ জামাত শিবির নৈরাজ্যে নিহত রিকশা চালক রিয়াদ কে।
মেহরাব হাসান
চকেন্দাহার-০৪।০৩।১৩
©somewhere in net ltd.