![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
একের পর এক ইস্যু যোগ হচ্ছে ও ঢাকা পরছে।গত বছর সাগর রুনি,সুরঞ্জিত শেয়ার বাজার,হলমার্ক,পদ্মা সেতু,গাড়ী পোড়ানো মামলা ইত্যাদি একের পর এক ইস্যু তৈরি হয়েছে আবার ঢাকাও পরেছে।সাধারন জনগণ এই সব ইস্যু নিয়ে চুল চেরা বিশ্লেষন করতে না করতেই আরেকটি ইস্যু এসে হাজির হয়েছে।দৈনন্দিন জীবনে মৌলিক চাহিদা নিজেদের দুর্নীতি। একের পর এক ইস্যু নিয়ে এসে অপকর্ম ঢেকে ফেলা।গত বছর সেনাবাহিনীর তত্বাবধানে তৈরি করা হাতিরঝিল শহরের বিনোদনের প্রানকেন্দ্র হিসাবে সবার মধ্যমনি।যা দৈনন্দিন ভেবাচেকা খাওয়া সমস্যা গুলো থেকে শহরের মানুষদের ভূলে রাখার প্রচেষ্টা।এ বছর শুরু হয় যুদ্ধাপরাধী ইস্যু দিয়ে।যা বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার ছিলো।বর্তমানে চলছে নাস্তিক আস্তিক ও ব্লগার ইস্যু।হেফাজত ও বিরোদীদলের দাবী সরকার নাস্তিক সরকার নাস্তিকদের পক্ষে আছে,তাদের ভাষ্যমতে ব্লগাররা নাস্তিক।অপরপক্ষে ব্লগারদের নিধন কর্মসূচী হাতে নিয়ে মাঠে থাকার চেষ্টায় ব্যস্ত সরকার।আপাতত নাস্তিক আস্তিক ইস্যুতে গণমানুষের দাবী যুদ্ধাপরাধী বিচার বন্ধ,এটা বললেও ভূল বলা হবে না।যে লোক গুলো সাঈদীকে চাঁদে দেখেছিলো তারা এখন হেফাজতের পক্ষে নাস্তিক নিধন কর্মসূচিতে ব্যস্ত।কে জানে আগামীদিনে এই লোক গুলোই জামাত শিবির বি এন পি মুক্ত বাংলাদেশ চাইতেও পারে।যেভাবে একের পর এক ইস্যুর আগমন ও প্রস্থান হচ্ছে তাতে করে এটাও প্রমান হতে পারে বাংলাদেশ একমাত্র ধর্মপ্রান মুসলিম দল হলো আওয়ামিলীগ।
আগামী সংসদ নির্বাচনে প্রধান দু দলের নির্বাচনী ইশতিহারে নতুন সংযোজন - ধর্মপ্রান মুসলিমদের স্বপ্নপূরন নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়া " থাকলেও কারো অবাক হবার থাকবে না।
©somewhere in net ltd.