নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

২রা মে হরতাল প্রসঙ্গে

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

আগামী ২ রা মে বি এন পির ডাকা হরতালে তাদের নির্দিষ্ট দাবি দাওয়া ব্যতীত অন্যতম দাবি হলো রানা প্লাজা ভবন ধসে হতাহতদের ২০ লাখ টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করা।সেই সাথে রানা প্লাজার মালিকের শাস্তি নিশ্চিত করা।

এখন প্রশ্ন হলো ২০০৫ সালে সাভার জামগড়ার স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৮১ জন নিহত সহ নাম না জানা অনেকে আহত হয়।ঐ ঘটনায় মালিক পক্ষের কোন শাস্তি হয়নি।এমনকি হাইকোর্টের জারি করা রুলেরও জবাব আট বছরে দেয়া হয়নি।ঐ ঘটনায় সরকারের করা তদন্ত রিপোর্টও এখম পর্যন্ত আদালতে দাখিল করা হয়নি।বিজিএমইএ তাদের জবাবে বলেছিলো স্পেকট্রাম গার্মেন্টস ভবনের কোন অনুমোদন ছিলো না।স্পেকট্রাম ভবন ধসে হতাহত পরিবারকে ক্ষতি পূরণের কোন পদক্ষেপ নেয়া হয়নি।যা বিগত বি এন পি-জামাত জোট সরকার সময়কার ঘটনা।

যেটা বি এন পি দ্বারা হয়নি,সেই দাবি তারা নিজেরাই তুলে হরতাল দিচ্ছে।

এটা নিশ্চিত যে রানা প্লাজা ভবন ধস ইস্যু করে রাজনৈতিক কার্যসিদ্ধির ঢাল স্বরূপ ব্যবহার করছে এ বিষয়ে কোন সন্দেহ নাই।



অপর দিকে সিপিবি-বাসদের রানা প্লাজার মালিককে ধরার আলটিমেটাম বেঁধে দিয়ে ২রা মে হরতাল ডাকা যুক্তি সঙ্গত।দেশের যেকোন বিপর্যয়ে এগিয়ে আসা,মেহনতি মানুষের পক্ষে কথা বলা যা তাদের অঙ্গীকার,লক্ষ্য বা সৌখিনতাআও বলা যায়।

বিএনপির ডাকা হরতালে সিপিবি-বাসদ চাপা পরবে,নাশকত তৈরি করে গণমানুষের নিকট সিপিবি-বাসদের ভাবমুর্তি নষ্ট করবে এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নাই।



সমাজতন্ত্র সমাজতন্ত্র বলে যা গলা ফুলায়।মার্ক্স লেলিন কপচায়ে যার দেশের অবস্থার চুলচেরা বিশ্লেষন করে,রাতের বেলা বারের লাল পানির টাকা কোথা থেকে আসে সেটা তারা নিজের জানে না।মূখে মেহনতি মানুষের কথা বলে যা তাদের পেটের ক্ষুধার তাড়না থেকে বলে না,যা পুরোটাই সৌখিনতা।নিজের যাপিত জীবনের উপলব্ধি থেকে কিছু বলে না বা নির্ধারন করে না।দৈনন্দিন জীবন যাপনের সাথে তাদের রাজনৈতিক চরিত্রের কোন মিল নেই।

সর্বোপরিভাবি যা সৌখিন বিপ্লবীই বলা চলে।সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল আওয়ামিলীগ-বিএনপি তারা তাদের রাজনৈতিক লক্ষ্য,চাওয়া,অর্থ-সম্পদ,নাশকতা,ক্ষমতায় থাকা বা রাজনীতি সবদিক দিয়েই স্বচ্ছ।বিচ্ছিন্ন জনগণ ভালো ভাবেই জানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং সেটা তারা মেনেও নিয়ে নিজের রাজনৈতিক চরিত্রের জন্য তাদেরকেই খুঁজে নেয় বিকল্প কিছু না থাকার কারনে।



অপরদিকে যারা মেহনতি মানুষের কথা বলে তারা কতোখানি মেহনতি গণমানুষের নিকট পৌছাতে পেরেছে বা গণমানুষ তাদের কিভাবে বা কতোখানি গ্রহন করেছে তা শুধু আর প্রশ্ন নয়,রাজনৈতিক অস্থিত্ব টিকে রাখার হুমকি স্বরূপ।দু একটি দ্ৃষ্টান্ত ব্যতীত , যেটা তারা সামনে রেখে দিনের পর দিন গলা ফাটিয়ে নিজের গায়ে পালক লাগাচ্ছে।বিচ্ছিন্নভাবে প্রেসক্লাবের সামনে মানববন্ধন বা বিক্ষোভ সমাবেশ যা শুধুমাত্র প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিঞ্জাপনের খোরাক যোগায়।গণমানুষের নিকট পৌছায় না।জনগনকে সম্প্ৃক্ত না করে জনগনের কথা বলা যা সংখ্যাগরিষ্ঠ দুই রাজনৈতিক দল আওয়ামিলীগ বিএনপির চরিত্রের সাথে হুবহু মিলে যায়।



সর্বোপরিভাবে আগামী ২রা মে যেকোন রাজনৈতিক দলের ডাকা হরতাল জনগনের কথা বলেনা,যা জনগনকে ভূলিয়ে রাখার প্রচেষ্টা।

এই হরতাল সমর্থন করি না,মানি না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

অদ্ভুত স্বপ্ন বলেছেন: ২০০৫ সালে যখন স্পেক্ট্রাম ভবন ধ্বসে ২১ জন নিহত হল, সেই সময় ক্ষমতায় থাকা বিএনপি কি সেই ভবন মালিককে গ্রেফতার করে শাস্তি দিতে পেরেছিল? তাহলে আজকে কোন সাহসে তারা এর প্রতিবাদে হরতাল দেয়? আওয়ামী ও বিএনপি দুই টাই বেজন্মা দল....

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

রবিউল ৮১ বলেছেন: আওয়ামী ও বিএনপি দুই টাই বেজন্মা দল....

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
২০০৫ সালে সাভার জামগড়ার স্পেকট্রাম গার্মেন্টস ধসে মাত্র ৮১ জনের লাশ উদ্ধার করতে পেরেছিল। মারা গেছিল কমপক্ষে ১০০০। সাধারন মানুষকে যেতে দেয়া হয় নাই,

টিভি মিডিয়া গেছিল মাত্র ৩ টা NTV, Channel I ও ATN। এদের বেশী কাভার করতে দেয়া হয় নাই। এরা দুইদিন দায়সারা রিপোর্ট করে শেষ।

এদের BNP সমর্থক দাড়ীওয়ালা মালিককে গ্রেফতারের কোন দাবি উঠলেও কোন লাভ হয় নাই।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

এই আমি সেই আমি বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
২০০৫ সালে সাভার জামগড়ার স্পেকট্রাম গার্মেন্টস ধসে মাত্র ৮১ জনের লাশ উদ্ধার করতে পেরেছিল। মারা গেছিল কমপক্ষে ১০০০। সাধারন মানুষকে যেতে দেয়া হয় নাই,

টিভি মিডিয়া গেছিল মাত্র ৩ টা NTV, Channel I ও ATN। এদের বেশী কাভার করতে দেয়া হয় নাই। এরা দুইদিন দায়সারা রিপোর্ট করে শেষ।

এদের BNP সমর্থক দাড়ীওয়ালা মালিককে গ্রেফতারের কোন দাবি উঠলেও কোন লাভ হয় নাই।

ঐ ঘটনার জন্য বিএনপির বিচার চাই ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.