নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল সরকারের ডিজিটাল উদ্যোগঃ

১৯ শে মে, ২০১৩ রাত ৩:২৭



প্রথমেই ডিজিটাল বাংলাদেশের জ্বালাময় শুভেচ্ছা।

- বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের মূখে মূখে রাজনীতির কথা থাকা দরকার।অথচ যে ছেলেটি এই কথা বলছে মাস দুয়েক আগেও সে রাজনীতি বিষয়টা পছন্দ করতো না।

এখন রাজনীতি নিয়ে ভাবতেছে বিষয়টা ইতিবাচক দিক হিসাবেই ধরে নিলাম।



সরকার ইন্টারনেটের আপলোড স্পিড ৭৫% কমাইছে।এইডাও ধরলাম ইতিবাচক।

তথ্য আদান - প্রদান দ্রুত খবর মানুষের নিকট পৌছে যাওয়া বন্ধ হবে এইটাও ইতিবাচক।



সম্ভাবনাময়, ফ্রি ল্যান্সার খ্যাত থেকে হাজার কোটি টাকা ইনকামের পথ হুমকির মূখে পরবে।এইটাও ইতিবাচক।



অনলাইন মার্কেটিং এর যে বিপুল সম্ভাবনা বিশ্ব বাজার তৈরি হয়েছিলো তা মূখ থুবড়ে পরবে।এইটাও ইতিবাচক।



সবই ইতিবাচক, তবে সব ইতিবাচকই সরকারের পক্ষে।



যে ছেলে গুলো গোড়াহীন নড়বড়ে ভিত্তিহীন রাজনীতি আলোচনা শুরু করেছে।মাঠ ঠান্ডা হলে এরাই আবার মূখ বন্ধ করে দিবে।

সৌখিনতা রোমান্টিকতা যেটাই বলা হোক না কেন, আলোচনা যে করতেছে এইটাই সব কিছু ছাপিয়ে বড় কথা।



দ্রুত গতি ইন্টারনেট না হবার ফলে খবর আদান প্রদান ইত্যাদি অনেক ক্ষেত্রেই সরকারী মিডিয়া অথবা সরকারী পক্ষের মিডিয়ার দিকে আস্তে আস্তে ঝুকে পরবে।

সাধারন মানুষের ক্ষুদ্র কিংবা ব্ৃহত পরিসরে বিশ্ব বাজারের সাথে লেনদেন,বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়েছিলো তা সরকারের পক্ষের পুজিঁবাদিদের কবজ্বায় চলে যাবে।

কিংবা সরকারের ৩য় শক্তির রোধ কল্পে মাষ্টার প্লানও হতে পারে।



নানান রকম মিথ্যাচার, গুজব ছড়ানো আংশিক বন্ধ হবে।



সব কিছু ছাপিয়ে দেশের সমসাময়িক অথবা পূর্ব কিংবা পরের নানান রকম বিষয় ইস্যু যেটাই বলি সমস্ত কিছু ধামা চাপা দেবার সরকারের ছোট্র প্রয়াস।অন্তরালে সম্পদ লুট করার পায় তারা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.