নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

একটি স্মৃতি অথবা ভ্রমঃ

০১ লা জুন, ২০১৩ দুপুর ১:৪১



মুষলধারে বৃষ্টি হচ্ছে।মরিচীকা মরিচীকা খেলা পিচ ঢালা পথের উপরে সত্যি সত্যি পানির স্রোত বয়ে চলছে।কিছুক্ষন আগের যে ধুলো গুলো উড়ে উড়ে পথচারীদের মাখা মাখি করে দিতো তা এখন থকথকে কাঁদা।স্কুল ফেরত বালকেরা আশ্রয় নিয়েছে যাত্রী ছাউনীর নিচে,সাদা শার্ট পরা বালকের হাস্যজ্বল প্রানবন্ত হেসে হেসে খুনসুটি হয়ে যাচ্ছে।মুহূর্তে মুহূর্তে ফিরে যাচ্ছি কৈশোরে সাদা শার্ট , স্কুল থেকে ফেরা। বর্ষা বহুল বৃষ্টিদিনে কাঁদাজলে মাখামাখি করে ফুটবল খেলা।পতিত ধানক্ষেতে গোড়ালি জলে কাঁদা মাখিয়ে একটি বলের পিছনে সবাই দূরন্তপনা হয়ে যাওয়া।একবার সুজন পায়ে আঘাত পেয়ে চিৎকার করে কান্না শুরু করেছিলো, আমি মোস্তা,মাফি,নিঠু,সাহাজুল,মোহন সহ অনেকেই ভয় পেয়ে দৌড় দিয়েছিলাম।হৈ হৈ রৈ রৈ করে পুকুরের পানিতে লাফালাফি করে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে সেকি ভয়।আজ আর বোধহয় রক্ষা নাই,মায়ের বকুনি থেকে বাঁচার জন্য ছোট ভাইয়ের দ্বারা শুকনা কাপড় আনিয়ে অবশেষে বাড়ি ফেরা।ঝগড়াটে স্বভাবের জন্য যে রাহুল কে আমরা হাউল বলে ডাকতাম মাঝে মধ্যই ওর নানান রকম দুষ্টমি চিন্তা ভাবনার জন্য সবাইকে তার খেসারত দেওআ লাগতো।একবার তো হাউলের কথা মতো আমি মোহন,নিঠু ব্যাগে কাপড় চোপড় ভড়িয়ে ঢাকা যাবার জন্য পালিয়ে গিয়েছিলা।স্কুলের পড়া,স্যারের বেত আর মায়ের শাসনের ভয়ে ভাবছিলাম ঢাকায় গিয়ে চাকরী করবো,ইচ্ছে মতো খেলবো,ঘুরে বেড়াবো শাসন করার মতো কেউ থাকবেনা।সন্ধ্যার পর হেঁটে হেঁটে স্টেশনে রাতে পৌছে ভয়ে কান্না শুরু করে দিয়েছিলাম।পরে অবশ্য রফিক চাচার সাথে নানা উৎকন্ঠায় বাড়ি ফিরে যখন দেখলাম কেউ কিছুই বলছে না তখন খুবই বিষ্ময় হয়েছিলাম।পরের দিন থেকে আড়ি হয়েছিলো হাউলের সাথে।

সেই সাদা শার্ট , স্কুল থেকে ফেরা,বৃষ্টি দিন কিছু কিছু ধুলো জমা স্মৃতিতে ফিরে নিয়ে গিয়ে কাঁদাজল করে দেয়।সাদা শার্ট পরিহিত স্কুতল ফেরত বালকেরা বৃষ্টি বন্ধ হলে দূরন্তপনা আর দুষ্টমিতে খুনসুটি করতে করতে বাড়ি ফেরে যা কৈশোরে ঘটে যাওয়া আমার স্মৃতিরই পূনরাবৃত্তি।



গোবিন্দগঞ্জ।

০১-০৬-১৩

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.