![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
খুব সম্ভবত এটাই শেষ রাত
দীর্ঘ প্রতীক্ষার এটাই শেষ অপেক্ষা
মুক্তির সংকটে ক্লান্ত নিঃশ্বাসের
লুকোচুরি খেলায় পলাতক অক্সিজেন খোঁজা।
ফিরবো না,কখনোই ফিরবো না
যদি পালিয়ে থাকা কোকিল অকারণেই ডেকে উঠে
ফিরবো না,কখনোই বলবো না
ধানের থোড়ায় মাজা পোকা, কামড়ে কামড়ে খাক।
ডাস্টবিন আর বস্তি থেকে ফিরে এসে
বলবো না,এসেছো; কখন এলে?
বলবো না কেমন আছো
সেধে সেধে উপচে পরে দায় দেখানো
দায় পরেছে,বলবো
মর, কেঁদে কেটেই মর
মরার পর তোর জন্য কেউতো আর কাঁদবে না।
খুব সম্ভবত এটাই শেষ স্টেশন
দীর্ঘ ভ্রমনের ক্লান্তিকর সমাপ্তি টানা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:২৭
মায়াবী ছায়া বলেছেন: ফিরবো না,কখনোই ফিরবো না
যদি পালিয়ে থাকা কোকিল অকারণেই ডেকে উঠে
ফিরবো না,কখনোই বলবো না
ধানের থোড়ায় মাজা পোকা, কামড়ে কামড়ে খাক।......এতো অভিমান
ভালো লিখেছেন ..... ভালো থাকুন ।।