![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
খুব সম্ভবত এটাই শেষ রাত
দীর্ঘ প্রতীক্ষার এটাই শেষ অপেক্ষা
মুক্তির সংকটে ক্লান্ত নিঃশ্বাসের
লুকোচুরি খেলায় পলাতক অক্সিজেন খোঁজা।
ফিরবো না,আর কখনোই ফিরবো না
যদি পালিয়ে থাকা কোকিল অকারণেই ডেকে উঠে
ফিরবো না,কখনোই বলবো না
ধানের থোড়ায় মাজড়া পোকা
কেন কামড়ে কামড়ে খায়
ডাস্টবিন আর বস্তি থেকে ফিরে এসে
বলবো না,দেখলাম
বাবুরা হাড় রেখেছে।
এসেছো? কখন আসবে বলবো না
মুক্তি কি জানেই না,ভুলেই গেছে
কবে সেই জন্ম হয়েছিলো,ধুলো মাখা চট
নাড়ি কাটার ব্লেড
মুক্তির কান্নায় হেসেছিলো পোয়াতি কুলসুম।
বলবো না কেমন আছো
কঙ্গালসার দেহ ভালোই দেখায়
এনাটোমি বোঝা যায় কিংবা
মার্কেটের ডল পুতুলের স্থলে বিজ্ঞাপন,না?
সেধে সেধে উপচে পরে দায় দেখাতে
দায় পরেছে,বলবো
মর, কেঁদে কেঁটেই মর তবুও যদি মুক্তি মেলে
মরার পর কেউতো আর কাঁদবে না
মৃত দেহ সার হলে, জন্মাবে
সবুজ ঘাস কিংবা হতে পারে কোন ফলজ বৃক্ষ।
খুব সম্ভবত এটাই শেষ স্টেশন
দীর্ঘ ভ্রমনের ক্লান্তিকর সমাপ্তিটানা
কতোকাল অপেক্ষায় ছিলাম আসবে
আসলে না,মুক্তি মিলল না।
পারবো না,কখনোই সম্ভব না
শেষ বিকেলের লাল সুর্যটা আর কখনো দেখবো না
সাদা কাঁশফুল কবে দেখছি ভূলেই গেছি
পথের ধারের বটগাছ পাখি
আর কখনো পথিক হবো না,সম্ভব না।
নিষিদ্ধ পল্লী আর গার্মেন্টস থেকে ফিরে এসে বলবো না
ওরাও স্বপ্ন দেখে,তিনবেলা ভাত
ওখানে আছে চার পেয়ো মানুষ
বলবো না,সম্ভব না।
খুব সম্ভবত শেষ হতে চলেছে
যকৃত ফুসফুস আর অক্সিজেন
মৃত্যু আমার অপেক্ষায়
আমি আছি একজন মানুষের
খুব সম্ভব পেয়েও যাবো
এটাই শেষ স্টেশন শেষরাত।
গোবিন্দগঞ্জ
০৩-০৫-১৩
©somewhere in net ltd.