![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
সকালে বাসা থেকে বেড়িয়ে মনু কাকুর সিগারেটের দোকানে গিয়ে বললাম _ কাকু হরতাল কি মানো না?দোকান খুলছো ক্যা?
কাকু কয়_ দূর কাকু,হরতাল কি সিগারেটের দোকানের উপর নাকি।যারা হরতাল ডাকছে তারাই তো ইট পাটকেল মারে আসে সিগারেট ধরায়।হামার দোকানোত হামলা করবে না।সবাইয়োক তো চিনি।কাকু কিছু একটা জিতিছে মত ভাব করে হি হি করে হাসতে থাকে।কাকুর কনফিডেন্স দেখ বুজলাম কাকু জানে হরতালে সব কিছু বন্ধ থাকলেও সিগারেটের দোকান খোলা থাকে।
আমি সিগারেট ধরিয়ে কাকুকে বলি_ কাকু,সময় থাকতেই দোকান বন্ধ করে বাড়ি যাও।কাকু উত্তর দেয়_ দূর কাকু,টুপিয়ালা মানুষ দেখে ভয় আসে নাকি।হামার সাথে কিছু হছে?যা হবার তা লাস্তিক আর সরকারের সাথে।
কাকুকে আর কিছু না বলে বাসায় আসি।দুপুরে ভাত খেয়ে সিগারেট খাবার নেশায় আবারো মনু কাকুর দোকানের দিকে গেলাম।দেখি কাকু ভাঙ্গা বোয়ামের কাঁচের টুকরো ঝাড়ু দিচ্ছে।
কাকুকে বললাম_ কাকু দোকান বন্ধ যে? কাকু উত্তর দেয় না ভাঙ্গা বোয়ামের কাঁচের টুকরো আরো জোরে ঝারু দিতে থাকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০১
আতা2010 বলেছেন: Click This Link ওগো শুনছ!!!