![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
একশো টাকা ভাংতি করতে গিয়ে নানান রকমের নাকানি চুবানি খাইতে হয় । ৫০০ টাকা হইলে বাঘের দুধের মত দুঃষ্প্রাপ্য আর ১০০০ টাকার নোট হইলেতো কথাই নাই- অমাবস্যার চাঁদ ।
ভিসা কার্ড মাস্টার কার্ড ওয়ালা রা শপিং মলে যায় কার্ডে ঘষা মারে ।
ডিপার্টমেন্ট স্টোরে যায় কার্ডে ঘষা মারে । সব খানেই কার্ড ঘষা ঘষি করার কারনে ভাংতি টাকার দরকার পরে না ।
যাহারা ১০,০০০ টাকা বা ৭/৮ হাজার টাকা বেতন পায় । কিংবা আমার মতো স্টুডেন্ট । তারা মুশকিলে পরে সবসময় । একশো টাকা ভাংতি করতে অনেক সময় ১০/১৫ টাকা বাড়তি খরচ হয় ।
আর পাঁচশো টাকা ভাংতি করতে- ৫০ টাকা খরচ করলেও দোকানদার না না করে এমন ভাব নেয় । যে তার মেয়ের সাথে টাংকি মারছি । আর ১ হাজার টাকার নোট ...।।
সব কিছু হিসাব করলে দেখা যায় এই ভাংতি টাকার জন্য মাস শেষে একটা মোটা অংকের টাকা বাড়তি খরচ হয়ে গিয়েছে ।
যদি অত্যাধুনিক পরিমান টাকা থাকতো, তাহলে ভিসা কার্ড থাকতো । কেএফসি মেএফ সি যাইতাম । ভাংতি টাকার চিন্তা থাকতো না । বাড়তি টাকা খরচ হইতো না ।
যদিও ফুচকার দোকানে ভিসা কার্ড এলাউ না ।
সবশেষে ভাংতি টাকার গেরাকলে দিন দিন বাড়তি টাকা খরচ করে আর মরতে চাই না ।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২
জাহিদ ১৯৯ বলেছেন: হ ভাই, মাস শেষে দশটা ৫০০ টাকার নোট ভাংতি করা লাগে
২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৯
গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: এই অতিপয়োজনীয় আবিষ্কারের জন কাডের পাশাপাশি আপনাকে নোবেল দেবার আবেদন জানাচ্ছি :-) |সহমত|
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৫
জাহিদ ১৯৯ বলেছেন: না ভাই নোবেলটা আপনিই নিন ।
৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১০
গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: আমার বাসায় নোবেল আছে আর লাগবে না :-)
৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১১
গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: ভাই আমার বাসায় নোবেল আছে আর লাগবে না :-)
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৬
জাহিদ ১৯৯ বলেছেন: তাইলে ঠিক আছে । নোবেল নোবেল ভাই ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৬
আকরাম বলেছেন: হ্যা, এই এক গ্যারাকল।
সবাইকে কার্ড দেয়া উচিৎ।