নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

একদা সিনেমা হলেঃ বাংলা সিনেমার কালো পিঁপড়া

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

একদা সিনেমা হলেঃ বাংলা সিনেমার কালো পিঁপড়া



বেশ কিছুদিন আগে ভালবাসা আজকাল সিনেমার একটা গান ভার্চুয়াল জগতে আসিকি ২ সিনেমার নকল নামে বেশ হৈ চৈ ফেলে দেয় ।

রাগের সাথেই এক বন্ধুকে বলেছিলাম, নে খুব না বলতি বাংলা সিনেমে কেন হিন্দি তামিলের মত হয় না । এখন দেখ অক্ষরে অক্ষরে হিন্দি সিনেমার নকল করেছে তাহলে এখন কেন নাক সিট্কাস। বন্ধুটি বলেছিলো বাংলা সিনেমা কোন দিন ই তার গন্ডি থেকে বের হতে পারবে না । তখন তাকে নানা রকমের যুক্তি দেখাতে ইচ্ছে থাকা সত্ত্বেও কিছুই বলেনি ।

আমি নিজে বহু বছর হলো সিনেমা হলের দরজা মাড়াই না । কিন্তু তাই বলে আমাদের সিনেমার পক্ষে ছিলাম না এমন না। যে সিনেমার ডি ভি ডি পাইছি কিনে এনে দেখছি ।মন্পুরা, মাটির ময়্না সহ অনেক সিনেমাই আমার ডিভিডি থে দেখা। সিনেমার দর্শকের শ্রেনী হিসাবে নানান রকমের মন্তব্য করতে পারেন।

সেসব যুক্তি তর্কের বাহিরে থেকে আমি আমার দেশের সিনেমা ভালবাসি দেশের মতন । এক মায়ের নিকট সন্তান যেমন, লুলা কানা যাই হোক তবুঅ তার নিকট সন্তান। অনেকটা সিনেমা আমার নিকট তাই।



মূল বিষয়ে চলে আসি, ঐদের ছুটিতে বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছিলাম হলে গিয়ে সিনেমা দেখার । ডিজিটাল ডিজিটাল তকমা লাগানো সিনেমার লোভ সামলাতে না পেরে গতকাল হলে ছুতে যাওয়া।হলে গিয়ে আমার বিশ্বাস হচ্ছিলনা এতো পরিমান দর্শক সিনেমা দেখতে আসতে পারে। সেকেন্ড শো দেখার ইচ্ছে থাকলেও টিকেট না পেয়ে রাতের শোর অপেক্ষা করি ।

রাতের লেট নাইট শোতে দীর্ঘ লাইন পেরিয়ে টিকেট পেয়ে অনেকটা মারামারি করে হলে ঢুকতে পাই ।



বার বার আমার কাছে মনে হচ্ছিলো মিষ্টির খোজে ছুটে আসা কিছু লাল পিঁপড়েরা জমাট বেধেছে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

মেহেদী হাসান '' বলেছেন: উপরে দেখলাম কালা পিপ্রা, নিচে দেখি লাল পিপ্রা, ঘটনা কি

২| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

ডরোথী সুমী বলেছেন: ছবি ভাল লেগেছে সেটা খুব ভাল কথা তাই বলে মনপুরা অথবা মাটির ময়নার সাথে ভালবাসা আজকালের তুলনা করবেন না। ঐ ছবিগুলো হৃদয় ছুঁয়ে যায় আর এই ছবি দেখে শুধু ক্ষণিকের আনন্দ পাওয়া যায়। অবশ্য এটাই বা কম কিসে।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

আরজু পনি বলেছেন:

দর্শক ভরা হল...খুবই আশার কথা...
পিপঁড়া হতে যাচ্ছি শিগগীরই হলে :D B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.