নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

মিছিলের কিছু পরিচিত মূখ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯





কিছু মানুষের মিছিলের নেশা আছে

কিছু মানুষের আছে স্লোগানের নেশা

কিছু মানুষের পাবলিসিটির নেশা আছে ।

কিছু মানুষ খোঁজে জমায়েত মানুষ,

খবরের হেডলাইন, সস্তা পাবলিসিটি

যেমন রাস্তার মোড়ে লাগানো বিলবোর্ড

বিকিয়ে দেয়া ভোগবাদ, পণ্যের লালস্যময়ী উপযোগ ।



কিছু মানুষের স্লোগানের নেশা আছে

কিছু মানুষের আছে আফিমের নেশা

গিলে চলে কারন ছাড়া ।



কিছু মানুষের মিছিলের নেশা আছে

যেন খেয়ালহীন কুন্ডলী পাকানো ধোঁয়া

উড়ে চলে গন্তব্য ছাড়া ।



কিছু মানুষ খোঁজে পাবলিসিটি

হোক সেটা মনবতার অথবা মানবতা বিরোধী

কিংবা ধ্বংস যজ্ঞ হিরোশিমা অথবা নাৎসি বাহিনী ।

যেখানে ধোয়াটাই মুখ্য

মুখ্য পাবলিসিটি, বিজ্ঞাপন

সেখানে নেশার মতো উৎস খোঁজা নিঃষ্প্রয়োজন ।



উৎসর্গঃ অপরিচিত মিছিলের মূখ গুলোকে ।



মেহরাব হাসান

চিলেকোঠা, সেপ্টেম্বর ২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.