নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি "

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০

আমি বেওয়ারিশ হতে চেয়েছিলাম,

আমি চেয়েছিলাম প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ নিরীক্ষা হোক,

সবাই জানুক কিভাবে মৃত্যু হয়েছে।

চাহিদা, না লাগামহীন পণ্যের মোড়কে শ্বাসরোধ হয়েছে,

সবাই দেখুক।

আমি একটি বিলবোর্ড ধার চেয়েছিলাম,

আমার হাড়, মাংসপেশী,

মাংশপিণ্ড গুলো টাঙানো হোক,

আমি চেয়েছিলাম একটি বিজ্ঞাপন হতে

সবাই দেখুক,

পণ্যের মোড়কে একজন মানুষের শ্বাসরোধ হয়েছে।



আমি ছুটলাম,

সকল মানুষের ভীড়ে শুধুই একজন।

আমাকে ঝুলিয়ে দেয়া হলো,

অগনিত পণ্যের সাথে ঝুলতে থাকলাম।

আইল পথ ধরে হাঁটা আজন্ম সাধ আমার,

সাদা বকের হাটু পানিতে দাড়ানোর খুব ইচ্ছে।

আমি পণ্য,

পণ্যের খাতিরে প্রয়োজন বেড়ে গেলো।

সেই আইল পথ, সাদা বক,

আমি কোথায় হারিয়ে যাচ্ছি।

আমাকে নিয়ে যাওয়া হচ্ছে,

পণ্যের মোড়কে প্যাকেটজাত করা হবে।

নতুন একটি পণ্য

একটি উপযোগের মশলা আমি।

অথচ আমি বেওয়ারিশ হতে চেয়েছিলাম,

চেয়েছিলাম সবাই জানুক

চাহিদা, না লাগামহীন পণ্যের মোড়কে শ্বাসরোধ হয়েছে।



হায়! শূন্যে থেকে ঝুলানো রশি দেখে ভাবি

আমি শুধুই একজন মধ্যবিত্ত পণ্য,

শুধুই মরিচিকা।

হাজারো পণ্যের ভীড়ে,

একজন নষ্ট মানুষ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:২০

সানড্যান্স বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.