নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

"গাছগুলোও সিজোফ্রেনিয়ায় ভূগছে"

১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:২৭



................................

বিশাল আকাশের নিচে শুয়ে শুয়ে ভাবি

পৃথিবীটা বেশ উল্টে গেছে।

দক্ষিনমেরুর বরফগলা পানির মত,

পৃথিবীটা বেশ চমৎকার পাল্টে যায়।

গাছগুলো সব আকাশ থেকে নেমে নেমে,

মাটির সাথে কথা বলে,

কিসের এত কথা থাকে?

শুকনো হাড্ডিসার গাছগুলো।

দেখলেই মনে হয় পোলিও রোগের ভূগছে,

ক্লোরোফিলের অভিমান থাকতে পারে,

কিন্তু মাটির সাথে কিসের কথা।

হয়তো গাছগুলো প্রথম বিশ্বে নামতে পারতো,

ফুল পাতা ফলে, হৃষ্টপুষ্ট দেখে,

প্রেমে পরতো অনায়াসে যে কেউই ।

তৃতীয় বিশ্বের কোন চাওয়া নেই

গাছগুলোও তো জানে, আমার মত।

তাহলে মাটির সাথে কিসের কথা,

অনেককাল থেকেই দেখছি।

তাপমাত্রা তো বেড়ে গেলো কত সহজেই

গাছগুলোতো পোশাক খুলতে পারেনা,

আমার মত।

ডলফিনরা ঘর বদল করে কয়েকবার, এর মধ্যে

শ্বেত ভাল্লুকের সাথে।

আমার মত অসহায় হয়ে,

গাছগুলোও তো পৃথিবী দেখছে,

শুয়ে শুয়ে।

তাহলে কিসের এত বন্ধুত্ত্বতা মাটির সাথে,

অনেককাল থেকেই দেখছি, একই জায়গায়।

অন্য কোথাও, অন্য দেশ চিনেনা,

নাকি গাছগুলোও সিজোফ্রেনিয়ায় ভূগছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৬

একজন সৈকত বলেছেন: অপূর্ব! ভালো লাগা জানাই!

মানুষেরই যা অবস্থা- গাছেদের আর কি দোষ? :)

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০২

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে

৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার ++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.