![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
শত কোটি মানুষ আলাদা চেনা সম্ভব না।
তোমাকে তাই সংখ্যাগরিষ্ঠদের দলেই রাখলাম।
তোমার ঠোঁট মানেই কে এফ সি, লিপিস্টিকের আঁচড়, তোমার না।
তুমি মানেই বিলবোর্ডের সস্তা রমণী,
পর্ণোগ্রাফি আর ভায়োলেন্স।
তোমার পোশাক, তোমার না,
যৌবনের বিজ্ঞাপন।
তুমি সংখ্যাগরিষ্ঠদের দলে,
তোমার শরীর থেকে বেরোয় পারফিউমের কড়া ঝাঝ,
তোমার শরীর, তোমার না।
কিছু বিউটি পার্লার, স্পাদের দখলে।
তোমার ত্বক মানেই,
রং ফর্সা করা ক্রিমের বিজ্ঞাপন।
তোমার চুল, নখ সব
এক একটি প্রোডাক্ট।
তুমি মানেই সেক্স পুতুল।
ঝাউবন, মার্চ, ২০১৪
©somewhere in net ltd.