নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

অঙ্গ প্রতঙ্গের টেবিল পরিবেশনা

২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৮

বরফ জমানো তাপমাত্রায়

তোমাকে দেখলাম,

টেবিলে রাখা পৃথিবীটার উপর হাত রেখে।



প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ তোমার-

দামি হোটেলের দুপুরের খাবার।

দেখলাম তোমার হাত সত্য,

চোখ, পা, গ্রিবা, চিবুক

সবগুলো অঙ্গ তোমার,

সাজানো গোছানো খাবারের

টেবিল পরিবেশনা।

চামুচ, প্লেট আর গেলাস গুলোর চমৎকার ব্যবহার

তোমার শরীরের মতো,

অঙ্গ প্রতঙ্গের আকর্ষণীয় পরিবেশন।



শিশির জমা ঘাসের মতো,

বিছানায় শুয়ে শুয়ে দেখলাম

তুমি মিথ্যা-

অঙ্গ প্রতঙ্গের মতো সত্য না।

কনক্রিট আর লোহা দিয়ে তৈরি

সুঠামদেহী বাড়ির মতো,

সৌন্দর্যের সুষম বিন্যাস।



লোমকূপ, মাংসপিণ্ড মাংসপেশির মত মৌলিক না,

সহজ সাবলীল হাসির আড়ালে তুমি,

কিউবিজমের একটি সামগ্রিক রূপ।

সত্য সত্যের ভীড়ে মিথ্যে মিথ্যে খেলা,

সবুজ ঘাস মোড়ানো কার্পেটে দাঁড়িয়ে দেখলাম।



উৎসর্গঃ মাজাহারুল রাজুকে, সব সময় যার শিষ্য হবার চেষ্টা করি।



ডাক্তার গলি, এপ্রিল ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.