নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

তিস্তার পানি চাই না, চুক্তিরদরকার নেই!

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

তিস্তার পানি চাই না,

পানি চুক্তির দরকার নাই-

বললেন লালমনিরহাটের

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।



ওনাদের তো আর পানির দরকার নাই। ফ্রিজ ভর্তি পানি আছে, বাজার থেকে চাল কিনেন তো, তাই জানেননা চালটা কোথায় থেকে আসে।



জেলা আওয়ামী লীগের

যুগ্ম সাধারণ সম্পাদক হায়াত খান বলেন,

এবার তিস্তার পানি না আসায় চার জেলার ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন চাষাবাদ হয়েছে।

R.I.P হায়াতখান R.I.P ভুট্রার বীজ বপন করলেই যদি চাষাবাদ হয়ে যায় তাহলে সারা বাংলাদেশ ভুট্রার চাষ করা হোক।



এছাড়া নাকি ৬০ হাজার পরিবার তাদের বসত বাড়ি ফিরে পেয়েছে।

যে কারণে তিস্তার

পানি না আসাটাই উত্তম।

এটা কোন যুক্তি হলো!!!

পক্ষান্তরে উত্তরাঞ্চলের মানুষদের জন জীবন বিপন্নের পথে, সেই সাথে বাংলাদেশের সবার।

বসতবাড়ি ফিরে পেয়েছে!!!

না চর দখল করতে আপনাদের এখন সুবিধা হয়েছে?



নেতারা যুক্তি তুলে ধরে বলেন,

সৌদি আরবে নদী নেই............

এইডা কিছু হইলো!!!!



ভারতের গজলডোবা ব্যারাজে সব পানি আটক রেখে নাকি তিস্তা নদী আবাদ যোগ্য করা হউক। এটা ওনারা বলতেছেন।

কয়েকদিন পর বলবেন, আকাশের উপর ছামিয়ানা টাঙিয়ে সূর্যের তাপমাত্রা আটকানো হউক।



নেতা হলেই যে তিস্তা চুক্তি, নদী নিয়ে বলতে হবে এটা আপনাদের কে বলছে?

তারচেয়ে বরং তিস্তা নিয়ে আপনারা কথা বলা, চিন্তা করা বাদই দেন।

যা হবার যা করার সাধারণ মানুষরাই করুক। Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২

আনিসুর র বলেছেন: ওই শালা শুয়োরের বাচ্ছা ভাদাকারদের, দেশ থেকে তারানোর মত মানুষ আর আমাদের দেশে হবে না। কারন আমরা এখন ভারতের ইয়াবা খাই। ইয়াবার বৃর্য থেকে যে ম্যাঙ্গো জন্মায় তার মেরুডন্ড হয় না্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.