![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাক্স পেটরা বেঁধে ভ্যানে করে সবে নেমেছি- একুশের দুই/পাইকপাড়া-
শ্রাবণে-পৌষে সবে মাস চার- ছিলাম বিহারি-পল্লী;
আজ এই এলাকা তো কাল ঐ মহল্লা-
পোয়াতি মাছেদের মত আমিও খুঁজছি একটি নিরাপদ অভয়ারণ্য-
চাই একটু স্বস্তি আর দম ফেলে থাকা।
শেলফ তাক জামা জুতো জলের ফিল্টার কেবল উঠছে ঘরে-
দো’তালার সিঁড়িতে দেখা হল ম্যানেজার নওরোজ আকবর।
- বেশ ! বেশ ! উঠে গেছেন? তা গুছিয়ে নিন সন্ধ্যেয় আসব একবার
তে’তলা নিরিবিলি আছে, পুবে আলো, দক্ষিণ খোলা-
উত্তরে একঘর আছে- একলা থাকে, শুনেছি কবি! তবে নির্ঝঞ্ঝাট!
মস্ত সে গুণী কবি-
নাম নেই ডাক নেই- গাড়ি নেই নারী নেই-
কাগজে লেখা নেই- স্লোগানে স্লোগানে ঝড় আসে না-
কেবল দিন আসে - রাত যায়;
শ্রাবণ মেঘ করে- বাদল ঝড়ে--
বর্ষার কিছু শব্দ শুনি- গ্রীষ্মের উত্তাপ বুঝি
কিন্তু পাশের ঘরের কবির কবিতা শুনি না।
একই পথে যাই আসি- অন্ধকারে চলি-ফিরি- অথচ,
পাশের ঘরের কবির সাথে আমার দেখা হয় না।
মনে মনে অস্বীকার করি নিজের দীনতা-
যেন আমার অন্তঃসার শূন্য- নিজেকে প্রকাশ করতে পারি না গানে অথবা শব্দে
এমন কেন হল-
আমার অভ্যন্তরে দাবানল, অথচ আমার হৃদয়ে নেই রক্ত;
কেবলই আমার মনে হয়েছে-
সমুদ্রের কাছে যাওয়া যায়- অরণ্যে যাওয়া যায়
মা’এর কাছে যাওয়া যায়- কিন্তু কবির কাছে যাওয়া যায় না।
তারপর-
একদিন টুথব্রাশ খুঁজতে গিয়ে বেলকনিতে দেখি অনেক লোকের ভিড়!
একুশের দুই/পাইকপাড়া- এত লোক কেন এখানে?
এত মানুষ তো কখনো দেখিনি এই গলিতে- কবির ঘরের সামনে!
দেখিনি- জীবদ্দশায় কেউ খুলেছে কবির ঘরের দ্বার;
দেখিনি - হিন্দু কবিতায় জায়নামাজ; আর মুসলমান কবিতায় কুমোরটুলি,
অথচ মদের গ্লাস যিশুখ্রিস্টের ক্রস এড়িয়ে দু’পক্ষেই যায়।
এরকম এত মাতাল মানুষ কখনো দেখিনি আগে।
পূর্বে হবে না পশ্চিমে? - উত্তরে না দক্ষিণে-
কুরানে না পুরাণে- গোলাপজল না গঙ্গাজল?
ঈশ্বর আর কবি বাদে -
‘মৃত্যু’ নিয়ে খামখেয়ালী কে করেছে কে জানে!
বাণের ভয়ে জলে যাই না-
সে’ আমারই হল ঘর- সমুদ্রের মোহনায়!
পাশের ঘরে কবি? কেন? পাশের ঘরেই কেন?
পাশের গলিতে হতে পারত, পাশের মহল্লায় হতে পারত- পাশের দেশে হলেও হোত;
কিন্তু পাশের ঘরেই--- কবি!
==================================
২/২/১৯
ছবি এখান Click This Link থেকে নেয়া।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
জাহিদ অনিক বলেছেন:
ঈশ্বরের লীলা কেমন করে বলি বলুন !
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
ল বলেছেন: পূর্বে হবে না পশ্চিমে? - উত্তরে না দক্ষিণে-
কুরানে না পুরাণে- গোলাপজল না গঙ্গাজল?
ঈশ্বর আর কবি বাদে -
‘মৃত্যু’ নিয়ে খামখেয়ালী কে করেছে কে জানে! --- দারুণ ++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ ল।
শুভ সন্ধ্যা।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
অত্যন্ত মনোমুগ্ধকর।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯
জাহিদ অনিক বলেছেন: মন্তব্যে আপ্লুত হলাম রাজীব ভাই।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কবিতায় চলিবে বাদানুবাদ,
হয়ত রচিত হবে নতুন কোন মতবাদ
পবিত্রতায় মুক্তি পাবে সকল অপবিত্র মতবাদ।
কবিতায় পেলাস+++...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮
জাহিদ অনিক বলেছেন:
সৈয়দ সাব, ধন্যবাদ জানবেন।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
হাবিব বলেছেন: কবির কবিতা দেখলেই বুঝা যায় তা দক্ষ হাতের, দক্ষ মস্তিষ্কের
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
জাহিদ অনিক বলেছেন: আমার কবিতা আমাকে খুব জ্বালাতন করে --- লেখার পরে বুঝে উঠতে পারি না কেমন হয়েছে।
সেজন্যি ব্লগে দেই- আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য পাই।
ভালো থাকবেন হাবিব স্যার। শুভেচ্ছা
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
হুমমমমম এটাই হলো কবিদের সমস্যা। ভাব করে যেন সে-ই শুধু কবি, অকবি আর সব । কেন ? কবি নাই কোনখানে ? পাইকপাড়ার মোড়ের যে দোকানে চা-সিগ্রেট ফোঁকেন, সে আবুলও কিন্তু কবি। তার দু'হাতের ভঙ্গিতে চা বানাতে বানাতে - পান সাজাতে সাজাতে - প্যাকেট থেকে সিগ্রেট বের করাতে , ভাংতি দিতে দিতে সেও কিন্তু অদৃশ্য অক্ষরে জীবনের কবিতাই লিখে যায়!
বেড়ে একখানা কবিতা হয়েছে। পূব-পশ্চিম আর উত্তর-দক্ষিন নিয়ে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
জাহিদ অনিক বলেছেন:
এই যে ব্লগে এত কবি--------- আমার হিংসা হয় না বলেন !
ধন্যবাদ শ্রদ্ধেয় !
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৮
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা কঠিন সব কথা
কবিতার কথা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫
জাহিদ অনিক বলেছেন: কিছু কবিতা কবিদের জন্য !
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৩
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। ভিন্ন রকম ও +।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৯
জাহিদ অনিক বলেছেন: সুমন দা থ্যাংক ইউ !
গুড নাইট !
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৬
বাকপ্রবাস বলেছেন: নিজের কবি স্বত্তাকে পাশের ঘরে রেখে তার সাথেই একটা মনো বোঝাপড়া বা তাকে বোঝার চেষ্টা করা, ধরার চেষ্টা করা,দুটো স্বত্তা কিন্তু শরীর বা ব্যাক্তি এক। এমনও হতে পারে কবিদের মনোজগতের খেলা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০০
জাহিদ অনিক বলেছেন: হ্যা আপনি আমার মনের কথা বলেছেন।
কবিতার একটা ব্যাকগ্রাউন্ড তো আছেই-- তবে আপনারটা ভারী সুন্দর।
অনেক অনেক ধন্যবাদ বাকপ্রবাস/ মন্তব্যে ভালোলাগা রইলো।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭
সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সনেট কবি। মন্তব্য পেয়ে ভালো লাগলো। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২০
সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: পাশের ঘরে কবি? সামান্য কিশোরী কিংবা মমতাময়ী নারী, কিংবা আরব্য উপন্যাসের কোন রমণী হলে কি ক্ষতি হতো বিধাতার?
হাহাহাহাহা.............. কমেন্টে সুপার লাইক! আমারো ওই একই কথা!! স্বপ্নে যখনই খাবোই তখন পোলাও খাবো ভাত কেনো
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
জাহিদ অনিক বলেছেন: হা হা কবিতা পাঠ ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো সোহানী আপু
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! চমৎকার !
.
" পূর্বে হবে না পশ্চিমে ? -উত্তরে না দক্ষিনে-
কুরানে না পুরাণে- গোলাপজল না গঙ্গাজল?
ঈশ্বর আর কবি বাদে-
' মৃত্যু ' নিয়ে খামখেয়ালি কে করছে কে জানে ! "
ভাবনায় মুগ্ধতা ++++
তবে বাক্স-পেটরা প্রসঙ্গে আমার সমর সেনের বিখ্যাত ' মাতৃভাষা স্মরণে ' কবিতাটির কথা মনে পড়ে।
" .... দর্শনায় আমাদের বাক্স-পেটরা সব উলটপালট !
সেখান থেকে শিয়ালদা স্টেশন,
শিয়ালদা স্টেশন থেকে ঘোড়ায় টানা গাড়িতে করে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট,
প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধ গলি !
সেই অন্ধ গলির এগারোর/ বি নাম্বার বাড়ির একটি ছোট্ট ঘর,
সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি। "
ডিজিটাল যুগে আপনারা কবিরা মানবতাকে এভাবে জাগিয়ে তুলতে পারেন। অনুভূতি চলতে থাকুক....
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
জাহিদ অনিক বলেছেন: বাহ ! প্রিয় ব্রাদার পদাতিক চৌধুরী- আপনার সৌজন্যে সমর সেনের বিখ্যাত কবিতাটি পড়তে পারলাম।
চমৎকার মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০
শাহারিয়ার ইমন বলেছেন: কলকাতার কবিদের কবিতার স্বাদ পেলাম যেন +++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
জাহিদ অনিক বলেছেন: কোলকাতার কবি- ঢাকার কবি- বাংলা ভাষার কবি--- সবাই তো একই শব্দে লেখে। হ্যাঁ কিছু শব্দের চয়ন ভিন্ন থাকে।
ধন্যবাদ শাহারিয়ার ইমন। ভালো থাকুন
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার কবিতা++
চাঁদগাজী ভাইয়ের বিশ্লেষণ ধর্মীয় মন্তব্য ভালো লাগা রইলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ ! ধন্যবাদ শাহরিয়ার কবীর কবি ভাই
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯
শিখা রহমান বলেছেন: জাহিদ তোমার কবিতারা আজকাল রঙ বদলাচ্ছে। কবিতাটা দুর্দান্ত হয়েছে।
আসলেই কিন্তু কবির কাছাকাছি কখনোই যাওয়া যায় না। পাশের বা নিজের ঘরের কবিও ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।
কবিতায় লাইক ও প্রিয়তে নিতেই হলো। এমন কবিতা মাঝে মাঝে না পড়লে অন্যায় হবে।
শুভকামনা প্রিয় কবি। ভালো থাকুক পাশের ঘরের কবি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
জাহিদ অনিক বলেছেন: শিখা আপু-- আমি কখনোই কবিতার একটা নির্দিষ্ট প্যাটার্নে আটকে থাকতে চাইনি। হয়ত একটা নির্দিষ্ট টপিকের কবিতা নির্দিষ্ট ধাঁচের হয়ে যায়। সে শব্দের আবেদনে--
এটা অন্য সব শব্দের আকুতির ফল।
আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। প্রিয়তে রেখেছেন এটা দেখে উচ্ছ্বাস আরও বেড়ে গেছে।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা কবি শিখা রহমান।
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি সেলিম আনোয়ার। ভালো থাকুন। শুভেচ্ছা
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেড়ে লিখেছেন হে কবি!
এক্কেবারে যা হয়েছে না মাইরি! এপার ওপার তোলপার
অনেক অনেক ভাললাগা রইল কবি
হুম। কবি আর ইশ্বর ছাড়া আর কে কবে খেলেছে খেলা!
+++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি ভায়া।
ভালো থাকুন, কবিতায় থাকুন। শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩২
তারেক ফাহিম বলেছেন: কবির শক্ত হাতের কবিতা এত দিকে যে শাখা গজালো কিনারাই পেলাম না।
ভাবলাম ফাঁকিবাজি করবো, কিন্তু সদত্তোর গুলোও কবির মত শক্ত হাতের লেখা
কবিতা কম বুঝি হয়ত তাই আমার কাছে এমনটি লাগছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
জাহিদ অনিক বলেছেন: তারেক ফাহিম ---
কবিতাটি শক্ত না, খুবই অল্প পরিসরের একটা থিমের উপর লেখা।
যাক ! ফাকিবাজি করেন নাই এটাতে বেশ খুশী হলাম। কবিতা কম বোঝা, বেশী বোঝা এরকম কিছু নেই- একই কবিতার অর্থ ব্যক্তিভেবে অন্যরকম হয়। আপনি যা ভেবে নিবেন কবিতা তাই।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ভালো থাকুন। শুভেচ্ছা
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৪
অলিভিয়া আভা বলেছেন: বাব্বা --- খুব সুন্দর লিখেছেন তো। কবিতাটা বেশ বড়- ঘটনাগুলো এমন বর্ণনা করেছেন যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম একদম। এরকম কবিতা আমার খুব পছন্দ। অনেক ভালোলাগা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৩
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে অলিভিয়া আভা আপনাকে। কবিতা আপনার পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগলো। আপ্নিও কিন্তু বেশ গুছিয়ে লেখেন।
শুভেচ্ছা।
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩২
বাকপ্রবাস বলেছেন: আলমগীর মুহাম্মদ সিরাজ
January 9 at 6:37 PM ·
আমি শপথ করছি যে...
আমি শপথ করছি যে,
গোপন চক্ষু দিয়ে আর কখনো ধারন করবো না দরদী শকুনের নাচ।
আর কখনো আঁকবো না বুলেটের আঁচড়ে বিভৎস শিল্পকর্ম হয়ে যাওয়া মানুষের শব্দচিত্র।
আমি শপথ করছি,
অপ্রাপ্ত বয়সে অপবিত্র হয়ে যাওয়া এই কানে আর কখনো শুনবো না বোবা বৃক্ষের গান।
কক্ষনো শুনবো না, সঞ্চিত অন্ধকারের প্রগাঢ়তায় ডেকে ওঠা অনার্য শিয়ালের উল্লাস।
আমি শপথ করছি,
এই টেরাকোটা হৃদয়ে আর কখনো পুষবো না কুকড়ানো চুলে মায়াবতী মেঘ নিয়ে দেশান্তরীত নারীর প্রেম।
আর কখনো জমাবো না বর্তমানের চাকায় ধমনীর ব্লাড দিতে দিতে জেগে থাকা সংশপ্তকের মায়া।
অবশেষে দুর্বৃত্তদের মতো নিজের বিবেককে পেরেকবিদ্ধ করে এলোপাতাড়ি জখমে বানিয়ে ফেলবো অজ্ঞাতনামা লাশ।
তারপর আমি অন্ধ হবো,
বধির হবো,
বোবা হবো।
ধীরে ধীরে হয়ে উঠবো একখণ্ড পাথর। সময়ের ক্ষরস্রোতা ঢেউয়ে ক্রমাগত ক্ষয়ে যাবে তার শরীর। আমি শপথ নিলাম আজ।
০৯, ০১, ২০১৯
আলমগীর মুহাম্মদ সিরাজ
চট্টগ্রাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার সৌজনে কবি আলমগীর মুহাম্মদ সিরাজ এর একটি চমৎকার কবিতা পড়তে পারলাম।
কবিকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা
আপনাকেও ধন্যবাদ ভাই বাকপ্রবাস
২১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: কবিতার কাঠামোটি চমৎকার হয়েছে।
একুশের দুই/পাইকপাড়া - ঠিকানাটি কি বাস্তব?
দুটো মন্তব্যের দুটো লাইন আমার বেশ ভাল লেগেছেঃ
১। পাশের বা নিজের ঘরের কবিও ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় - শিখা রহমান, ১৫ নং মন্তব্য।
২। এপার ওপার তোলপার - বিদ্রোহী ভৃগু, ১৭ নং মন্তব্য।
কবিতায় প্লাস + +
২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৩
জাহিদ অনিক বলেছেন: ঠিকানাটা বাস্তব না, তবে যখন লিখেছিলাম তখন পাইকপাড়া থাকতাম। কিছুদিন সেখানে ছিলাম।
কবিতাটিতে আসলে নিজের সাথে একটা মনোলগ দেখাতে চেয়েছি। আপনার চমৎকার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
কবিতার কাঠামোটি চমৎকার হয়েছে। অস্ংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি।
২২| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪১
ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা ।
শুভকামনা রইলো প্রিয় কবি।
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৭
জাহিদ অনিক বলেছেন: মিঃ ইসিয়াক এত আগের একটা কবিতায় ভালোলাগা জানিয়ে গেলেন।
ঢের কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
পাশের ঘরে কবি? সামান্য কিশোরী কিংবা মমতাময়ী নারী, কিংবা আরব্য উপন্যাসের কোন রমণী হলে কি ক্ষতি হতো বিধাতার?