নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
যে পাহাড়ে যাব যাব করে মনে মনে ব্যাগ গুছিয়েছি অন্তত চব্বিশবার-
একবার অটোপসি টেবিলে শুয়ে নেই-
পাহাড়, ঝর্ণা, জংগলের গাছ, গাছের বুড়ো শিকড়- শেকড়ের কোটরে পাখির বাসা;
সবকিছু বেরিয়ে আসবে শরীরের ভেতর থেকে,
বুকের মধ্য দিয়ে বের হবে হামিংবার্ড আর রক্তে সাঁতরে বেড়াবে ডলফিন পরিবার।
একবার অটোপসি টেবিলে শুয়ে নেই -
গলগল করে পেট থেকে-
গলার নালী পুড়ে পুড়ে মুখ দিয়ে
বেরিয়ে আসবেঃ
অতি সতর্ক থিসিস পেপার, যত্নের প্রেমিকাকে লেখা চিঠিপত্র, দুমড়ে যাওয়া বাজারের ফর্দ, কবিতার খসড়া, পুণ্যবতী চাঁদ, পায়ে না লাগানো সমুদ্রের জল-বেলাভূমি, আর সতেরো ডিজিটের জাতীয় পরিচয়পত্র।
একবার আসুক অটোপসি রিপোর্ট-
মর্গের ডোম জানবে নিশ্চয়ই;
হৃদপিণ্ডের কোণ প্রকোষ্ঠে সঞ্চিত রক্ত আর কোণ প্রকোষ্ঠে ভালোবাসা!
ভালোবাসা ব্যাপারটা ও’ বুঝেছে, অলিন্দ নিলয় কেটে-কুটে।
কারণটা জানা দরকার খুব,
ঠিক কীভাবে মরবো সে ব্যাপারে কিছুই ভেবে উঠতে পারি নাই এখনো।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৯
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকইউ ছবি আপু। ভালো থাকবেন সতত। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২
ইসিয়াক বলেছেন: চমৎকার
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা মিঃ ইসিয়াক। শুভ রাত্রি
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি
মন্তব্য এবং প্লাসে সদা অনুপ্রাণিত!
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
রাজীব নুর বলেছেন: ভয়াবহ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪১
জাহিদ অনিক বলেছেন: কিচ্ছু ভয়াবহ না রাজীব নুর ভাই, সবই আবহ আবহ !
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
দৃষ্টিসীমানা বলেছেন: বড্ড কঠিন , বুঝতে কষ্ট হচ্ছে । ভাল থাকুন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৪
জাহিদ অনিক বলেছেন:
এতটা কিছু না হাতি ঘোড়া---,
ঐতো, মরে গেলে মরে যাব। তারপর বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে জঙ্গল ফুল পাখি বাঘ ভাল্লুক!
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দৃষ্টিসীমানা
ভালো থাকুন আপনিও--
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন হাজারো মুহূর্তের এক বিশাল সমারোহ। যা মৃত্যুর মুখোমুখি হলে মনে টোকা দিয়ে যায়।
কবিতায় মুগ্ধতা..
আগের বার প্রেমিকাকে শাস্তি এবার নিজের.. ব্যাপারস্যাপার কি
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫০
জাহিদ অনিক বলেছেন: ওয়াও ! আপনি দেখি কবিতা পড়ে সেটা মনেও রাখেন ! আমি তো নিজেই নিজের কবিতা ভুলে যাই।
বোঝা গেল, সিনট্যাক্স আপনার ভুল হয় না।
আসলে ব্যাপার কিছুই না। I always convince myself there’s a legitimate reason behind everything!
ভালো থাকবেন।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৮
ল বলেছেন: ইংলিশ বাংলার সংমিশ্রণ আমার মতো সাধারণ পাঠককে ধা্ঁধাঁয় ফেলে দেয়।।।
ভাবুক কবিকে ধন্যবাদ।।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
জাহিদ অনিক বলেছেন: হা হা,
মিঃ ল-- বুঝতে পেরেছি।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিচ্ছু ভয়াবহ না রাজীব নুর ভাই, সবই আবহ আবহ !
হে হে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
জাহিদ অনিক বলেছেন: শুভ অপরাহ্ন
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অটোপসি!
মরে গেলে সব শেষ আহারে জীবন !
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ মরে গেলে তো তাও কিছু রয়ে যায়---
ধন্যবাদ মাইদুল ভাই
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০১
সাইন বোর্ড বলেছেন: ভাবনার সাথে কথা ও শব্দের বুনন ভাল লেগেছে ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাইন বোর্ড
ভালো থাকবেন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাপরে বাপ!!! কি ভয়ঙ্কর ভাবনা।
এমন ভাবনাকে তো স্যালুট জানাতেই হয়।++
শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০২
জাহিদ অনিক বলেছেন: বাব্বা! আপনার মন্তব্য বেশ ওজনদার! আমি হয়ত কাঁঁধে নিতেই পারব না!
শুভ সকাল ব্রাদার!
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ বি রহমান! সকালের শুভেচ্ছা রইলো!
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১২
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
"অটোপসি"র ব্যবচ্ছেদ ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৬
জাহিদ অনিক বলেছেন: আপনার কাছে আর কি'ইবা লুকাবো!
হ্যা তাই, "অটোপসি"র ব্যবচ্ছেদ
সকালের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: লাশকাটা ঘর !!! ভালো লিখেছেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
জাহিদ অনিক বলেছেন: আসলে ঠিক লাশকাটা ঘর না, লাশের বুকের মধ্যের ঘর।
ধন্যবাদ ঠাকুরমাহমুদ
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৬
সোহানী বলেছেন: যা অবস্থা তাতে মরন নিয়ে বেশী চিন্তিত হবার কারন দেখি না কবি । ভাতে, পানিতে, ফরমালিনে, দূষিত বাতাসে, রোহিংগার ধাক্কাতে, হাই ইনফ্লেশানে, আর্সেনিকে, কার্বাইডে, রাস্তার গর্তে, ম্যানহোলের খোলা ঢাকনায়, বেকারত্বের মাইনকার চিপায় ........... মরনের আর বাকি কি কবি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৬
জাহিদ অনিক বলেছেন: ঠিকই বলেছেন সোহানী আপু, নজরুলের কবিতা থেকেই নিয়ে বলি মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে
কবিতা পাঠ মন্তব্য ও প্লাসে অসীম ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
ইসিয়াক বলেছেন: কে বা কাহারা লাইক দিয়েছে দেখতে গিয়ে দেখি আমার লাইক নাই। তার মানে লাইক দেই নাই।
দেখুন তো কি অবস্থা ! কিছু মনে করবেন না প্রিয় কবি ।দেরিতে হলেও লাইক দিলাম ।
নতুন কবিতা কবে পাবো ?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৩
জাহিদ অনিক বলেছেন:
আপনি অতি অমায়িক ও সুন্দর ব্লগার ! তাই আবার এসে প্লাস দিয়ে জানিয়ে গেলেন। কৃতজ্ঞ করে গেলেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কবিতা দিয়েছি।
শুভ রাত্রি
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৫
উম্মে সায়মা বলেছেন: কবিতার থিম আর প্রকাশ দুটোই অসাধারণ হয়েছে কবি সাহেব। যুগ যুগ জিয়ো
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৫
জাহিদ অনিক বলেছেন:
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা দার্শনিক পিঁপড়া কবি উম্মে সায়েমা আপু।
ভালো থাকবেন।
১৮| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: একজন ডোম তার কর্মজীবনে কত মানুষের লাশ কাটাকাটি করে! বেশিরভাগই দুর্ঘটানায় মৃত, নতুবা আত্মহত্যা বা অপহত্যায়। এ কাজটি করার সময় ওরা উচ্চমাত্রায় নেশাগ্রস্ত থাকে। এতে কর্তৃপক্ষীয় অনুমোদনও থাকে, নতুবা এমন কাজ সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা করা সম্ভব নয়। আমি মাঝে মাঝে ভাবি, লাশ কাটার সময় ওরা যদি হৃদয় চিড়েও পড়ে নিতে পারতো, সেখানে কত শত দুঃখের কথা লিখা আছে! আপনার কবিতা পড়ে সে কথাটাই আবারো ভাবলাম!
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৫৪
জাহিদ অনিক বলেছেন: আপনার কবিতা পড়ে সে কথাটাই আবারো ভাবলাম! আপনার এই লাইনে অসম্ভব প্রেরণা পেলাম প্রিয় কবি।
এ কাজটি করার সময় ওরা উচ্চমাত্রায় নেশাগ্রস্ত থাকে। এতে কর্তৃপক্ষীয় অনুমোদনও থাকে, নতুবা এমন কাজ সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা করা সম্ভব নয়। - এটা আমার জানা ছিল না। কাজটা আসলেই বেশ কঠিন।
ভালো থাকবেন প্রিয় কবি।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে