নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
খুব ভোরে মাদুর পেতে নতুন হারমোনিয়াম টেনে,
কপালে বুকে যীশুর স্পর্শ নিয়ে নীচু স্বরে স্বরগ্রাম চর্চা করার মতন,
এমন প্রেমে পড়ো না কেন?
স্কুল-ব্যাগ আর জলের বোতল হাতে গেটের বাইরে দাঁড়িয়ে থাকো না কেন?
বাবাদের মতন!
ভালোবাসা লেখ না কেন, অল্প শব্দে ডান থেকে বামে উর্দু গজলের মতন!
দুটো বাঁকা দাগ আঁকো না কেন?
জানো না? দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়!
ছবিঃ নিজ
০৩/১২/২০১৯
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
জাহিদ অনিক বলেছেন: মিঃ ইসিয়াক!
অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনা কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন----------
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪১
জাহিদ অনিক বলেছেন: আলমগীর সরকার লিটন কবি, আপনাকে এখানে দেখে ভালো লাগছে।
যদিও আমারই আসা হয় না।
ভালো থাকবেন সতত।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ প্রিয় কবি। অসাধারণ ভাবনা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৩
জাহিদ অনিক বলেছেন: স্বপ্নবাজ সৌরভ অনেক ধন্যবাদ। আসন্ন ব্লগ দিবস উপলক্ষে আপনার তীব্র আবেদন ও মমতা নিয়ে লেখাগুলো এসে পড়ে যাই মাঝেমাঝে। সময়ের অভাবে মন্তব্য করতে পারি না। এই অপরাধ মার্জনা করবেন !
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
শাহিদা খানম তানিয়া বলেছেন: আট লাইনের বিশাল অর্থবোধক কাব্য! দারুন++
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৪
জাহিদ অনিক বলেছেন: আট লাইন হয়েছে ? দাঁড়ান গুনে দেখি!
আগে স্কুলের পরীক্ষায় আসত তো, অমুক কবিতার ১ম আট লাইন লেখো!
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন শাহিদা খানম তানিয়া
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯
মনিরা সুলতানা বলেছেন: অগ্রহায়ণের শিশিরসিক্ত সকালে আড়মোড়া ভাঙার মত মিষ্টি কবিতা !!!!
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৫
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি।
মন্তব্য পেয়ে আপ্লুত হলাম। ভালো থাকবেন, এই কামনা করি না।। ভালো কবিতা পাবো না তাহলে
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানতাম না তো কবি! দুটো পাশাপাশি দাগের যে এত মাহাত্ম্য তা সত্যিই জানা ছিল না! ধন্যবাদ আপনাকে।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৬
জাহিদ অনিক বলেছেন:
দুটো দাগ দিয়ে চুমু হয়----
চুমু হয় --- বাঁকা দাগে চুমু হয়।
ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা সম্রাট ইজ বেস্ট
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: দাগ আর চুমু দেখে টাশকি!!
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৬
জাহিদ অনিক বলেছেন: মিঃ বিএম বরকতউল্লাহ !
মন্তব্য পেয়ে ভালো লাগছে। ভালো থাকবেন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
বাকপ্রবাস বলেছেন: ভিন্ন টেষ্ট, দাগ এর চুমুর ব্যাপারটা দারুণ উদ্ভাবন। কবিতাটা আমাকে আজকে সারাদিন ভাল লাগাবে।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৭
জাহিদ অনিক বলেছেন: বাকপ্রবাস !
আমি অনেকদিন পর লিখলাম নাকি আপনাকে পেলাম অনেকদিন পরে!
আপনার ঐদিন সারাটা দিন ভালো গিয়েছিল ?
শুভেচ্ছা ও ভালোবাসা
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭
নার্গিস জামান বলেছেন: ঝগড়া হয়, রাগ হয়, ভালোবাসা হয়, মরণ হয়
খুব সুন্দর
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৮
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ হয় তো, হয় সবকিছুই হয়। হতে হয় তো!
ধন্যবাদ নার্গিস জামান
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১
সাইফ নাদির বলেছেন: অভিনব
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৯
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সাইফ নাদির
ভালো থাকবেন
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
রাজীব নুর বলেছেন: কবি ব্লগে এত কম পাই ক্যান আপনাকে?
ফেসবুকে তো ঠিকই থাকেন!
খুব ফাস্টফুড, আর ছবি তুলে বেড়াচ্ছেন!
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৯
জাহিদ অনিক বলেছেন: ছবি তুলে আর বেড়াচ্ছি কই রাজীব ভাই!
ছবি তুলেন তো আপনি! আমি তো !!-----------
ভালো থাকবেন প্রিয়
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ভাপার ন্যায় মিষ্টি কবিতা.....
❤
১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮
জাহিদ অনিক বলেছেন: বাহ খুব সুন্দর মন্তব্য। এখন তো ভাপা খেতে ইচ্ছে করছে।
এই লাভ ইমোজি কোথা থেকে নিয়ে আসলেন!
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: এন্ড্রয়েড কিবোর্ড
১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা আচ্ছা
১৪| ৩১ শে মে, ২০২১ দুপুর ১:৫০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যগুলো পড়ে দেখলাম, শুধু আমার কাছেই নয়, আরো অনেকের কাছেই এটাকে একটি 'ব্যতিক্রমী কবিতা' মনে হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৩
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
অনেক দিন পরে এলাম, আপনার মন্তব্যের জবাব দিতে।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮
ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর হয়েছে প্রিয় কবি .....