নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

হঠাত প্রেমিক কেন হতে চাও ?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০




কিছু একটা হতে চাও জানি,
এলোপাথাড়ি চোখের চাহনি
কথায় হঠাত ছন্দপতন,
পায়ে অস্বাভাবিক জড়তা;
শীত তোমাকে ছোঁয় নি জানি- কিছু একটা হতে চাও!

হাতের উলটো পিঠে চুমু খেয়ে বন্ধু হয়ে যাও-
কপালে চুমু খেয়ে বাবা হয়ে যাও-
বরফের গায়ে ঠোঁট ছুঁইয়ে হয়ে যাও শীতলতম ঝর্ণা;
জানি, হবে না ওসব।

হঠাত প্রেমিক কেন হতে চাও?
বলো তো, কী এত ভয় তুমি পাও?

২০/১২/১৯

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: না। আমি এতটা শীতে প্রকৃতিকে আলিঙ্গন করতে পারবোনা। যদি ওপারের পিঠে পুলি পাই তাহলে অবশ্য আমি শীতলিক শুভেচ্ছা নিতে রাজি হাহাহাহা

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

জাহিদ অনিক বলেছেন:
পিঠা-পুলি! আহ। আমি খেতে চাই...। আমিও খাইনি এখনো। আসেন একসাথেই খাওয়া যাবে।
রাজীব নুর ভাইয়ের ব্লগে আপনার আন্তরিক আতিথেয়তার বর্ননা পড়েছি। আপনি নিশ্চয়ই একজন 'মাই ডিয়ার মানুষ'।

শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ব্রাদার।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪

সোহানী বলেছেন: হঠাৎ প্রেমিক হতে চাওয়াতে এক ধরনের বৈচিত্র আছে…….হাহাহাহাহা । জাস্ট ফান….

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

জাহিদ অনিক বলেছেন:
প্রেমিক হতে চাওয়ার মধ্যে তেমন বৈচিত্রতা আছে বলে মনে হয় না সোহানী আপু, প্রেমিক সবাই হতে চায়।
উদ্দীপনা আছে বলা যায়।

বরং অন্যকিছু হতে চাওয়ার মধ্যে বৈচিত্রতা আছে।


ভালো থাকবেন আপু। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

কায়েস মাহমুদ! বলেছেন: হঠাৎ প্রেমিক কেন হতে চাও ? বাহঃ বেশ

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

জাহিদ অনিক বলেছেন:
পাঠ ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কায়েস মাহমুদ! ভালো থাকবেন।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


কঠিন প্রশ্ন! কেহ তো জানে না কখন ভালোবাসা হৃদয়ে বাসা বাঁধে নীরবে

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

জাহিদ অনিক বলেছেন:
যাক, আপনি কঠিন প্রশ্নের একটা সহজ উত্তর দিয়েছেন। কেহ আসলেই জানে না, ভালোবাসা কখন বাঁধা বাসে

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ রাজীব নুর ভাই। ভালো থাকবেন, শুভেচ্ছা সতত

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার প্রিয় কবি।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

জাহিদ অনিক বলেছেন:
অশেশ ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ সৌরভ
ভালো থাকবেন সতত, কবিতায় থাকবেন

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

ইসিয়াক বলেছেন: ভালোবাসা জড়ানো ভালো লাগা প্রিয় কবি।
শীতে আমার খুব ভয় যে....।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

জাহিদ অনিক বলেছেন:
শীত আমাদের কাবু না করে ফেলে-------

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন মিঃ ইসিয়াক

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন:



প্রথম দর্শনেই হঠাত করে অনেকেই প্রেমে পড়ে
তেমন কোন প্রেমে পড়লে জবাবটা মিলে যাবে ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ, দেখেই ভাল লেগে গেলে সেটা অন্যরকম শক। এই পরিপ্রেক্ষিতে, আপনার মন্তব্য একদম ঠিক।

অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী, অনেকদিন পর আপনাকে দেখতে পেয়ে ভালো লাগছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।কৃতজ্ঞতা জানবেন।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১১

রোকসানা লেইস বলেছেন: দুদিন আগে কবিতাটা লিখেছিলাম। আজ পোষ্ট দিলাম আর দিয়েই আপনার, হঠাৎ প্রেমিক হওয়ার প্রশ্নটা চোখে পরল।
আমার কবিতাটি পড়লে উত্তর পেয়ে যাবেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

জাহিদ অনিক বলেছেন:
কবিতাটি পড়ে এলাম,
আপনার কবিতা অনুযায়ী, প্রেমিক হতে চায় দৈহিক চাহিদার জন্য? তারপর আর খোজ নেয় না প্রেমিক।



প্রেমে শারীরিক চাহিদা অনশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে ইগনোর করা যায় না। কিন্তু আপনার কবিতার থিম, ঠিক আমার কবিতার উত্তর নয়।


ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন।

১০| ১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রশ্নটা আসলেই কঠিন। ৪ নং মন্তব্যে চাঁদগাজী সাহেবই এর যথার্থ সমাধান দিয়েছেন বলে মনে করিঃ
"কেহ তো জানে না কখন ভালোবাসা হৃদয়ে বাসা বাঁধে নীরবে" - চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.