নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

Overparted

২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০




Everywhere; You put your fingers
First the index, then the middle finger and later the ring finger;
What do you touch?
Over the unused floppy disk
On the top of the bookshelf
Inside the pen holder!
What do you touch?
What do you sense?

You touch the dust,
Dust of particle, the dust of light, the dust of wintertime.
And you touch a little body of yourself;
Your own passed and overparted life.



- January 28, 2020


Sourche of Image: Click This Link

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫

ফয়সাল রকি বলেছেন: কী বিপদ! বাংলা কবিতাই ঠিক মতো বুঝি না, এ যে দেখি ইংরেজি!!!

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৯

জাহিদ অনিক বলেছেন: তেমন কঠিন কোনো ইংরেজী না, সহজই।
তবুও ইংরেজী কবিতা ব্লগে দিয়ে বেশ বেকায়দাতেই পড়ে গেলাম।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

২| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২০

অধীতি বলেছেন: and touch her think and future and you

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫০

জাহিদ অনিক বলেছেন: থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট
ভালো থাকবেন, অধীতি

৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলা ব্লগে ইংরেজী কবিতা অবশ্যই বেমানান !
ইচ্ছে করলে অনুবাদ করে দিতে পারতেন ।
সরাসরি অনুবাদ করলে নিচের মতো হবে অতপর সাজায়ে নিন
এবং আমাদের জন্য উপভোগ্য করুন ।
..........................................................................

সব জায়গা; আপনি আপনার আঙ্গুল রাখুন
প্রথমে সূচক, তারপরে মধ্য আঙুল এবং পরে রিং আঙুল;
আপনি কি স্পর্শ করেন?
অব্যবহৃত ফ্লপি ডিস্কের ওপরে
বুকসেলফের শীর্ষে
ভিতরে কলমের ধারক!
আপনি কি স্পর্শ করেন?
তুমি কী বোঝ?

তুমি ধুলো ছোঁয়া,
কণার ধুলা, আলোর ধূলিকণা, শীতের সময়ের ধূলিকণা।
এবং আপনি নিজের একটি সামান্য শরীর স্পর্শ;
আপনার নিজের জীবন অতিবাহিত হয়েছে।
.........................................................................................................

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫১

জাহিদ অনিক বলেছেন: এটা কী ? অনুবাদ? গুগল ট্রান্সলেট দিয়ে করেছেন?
খুবই এলেমোলো ও অস্বস্তিকর।


বাংলা ব্লগে ইংরেজী কবিতা দেয়া অবশ্যই বেমানান কিনা জানা ছিল না। আজ শুনতে পেলাম।
ভালো থাকবেন।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৪

করুণাধারা বলেছেন: আমার মন্তব্য কোথায় গেল? মুছে দিলেন নাকি?

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১০

জাহিদ অনিক বলেছেন: কই ! নাতো ! আমি কোনো মন্তব্য মুছে দেই নাই। মন্তব্য মুছে দেয়ার পক্ষে আমি নই।
নিশ্চয়ই কোনো কারিগরি ত্রুটি।

আমি বিনীতভাবে অনুরোধ করব মন্তব্যটি পুনরায় করার জন্য।
আমি সত্যিই দুঃখিত এই ঘটনাটির জন্য।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের নতুন মধুসুদন দত্ত?

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১০

জাহিদ অনিক বলেছেন: তা খারাপ বলেন নাই।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বাঙলায় পড়তে পড়তে এখন আবার ইংরেজীতে পড়তে হবে । ভালো লাগল ।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১১

জাহিদ অনিক বলেছেন: থাক, পড়তে হবে না ইংরেজী।
ভালো থাকবেন।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা জানবেন রাজীব ভাই

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




যেখানেই রাখো পদ্মকলি আঙুল তোমার
সেখানেই গড়ে ওঠে মাটির শরীর,
তুমি তুমিময় হও।
গভীর বিশ্বাস সেখানেই দিনভর
গড়ে তোলে
দোলনা আর নিচ্ছিদ্র কবর।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১২

জাহিদ অনিক বলেছেন: বাহ ! ঠিক আমার মনের কথাই লিখেছেন।


ঠিক এই কথাগুলোই আমি বাংলায় ভাবতে পারছিলাম না।


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।

৯| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আহমেদ জী এস বলেছেন: @জাহিদ অনিক,
.......................................................................
দারুন হলো আপনার লেখা , কবিতায় এবার আনন্দ পাচ্ছি ।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৩

জাহিদ অনিক বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন

১০| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ২:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: আংরেজী বুঝি না।

৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৬

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা আচ্ছা ! আংরেজী বোঝ না ! কী বোঝো হে তবে বাপু?
ফ্রেন্স, জার্মান? Es tut uns leid

১১| ৩০ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:১৮

মিরোরডডল বলেছেন: very nice !!!

৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৮

জাহিদ অনিক বলেছেন: thank you very much মিরোরডডল, pleasure is all mine

১২| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৮

ইসিয়াক বলেছেন: Excellent.

৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৯

জাহিদ অনিক বলেছেন: মি: ইসিয়াক !আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা আপনাকে।
কবিতাটিকে প্রিয়তে রেখেছেন দেখতে পেলাম। ভালো লাগছে এটা দেখে। ভালো থাকবেন। কবিতায় থাকবেন কবি।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৯

করুণাধারা বলেছেন: হয়ত কোন কারনে মন্তব্যটি আসেই নি। ভালো লাগলো আপনি মুছে দেননি জেনে। :)

কী মন্তব্য করেছিলাম পুরোপুরি মনে করতে পারছি না। ভালো লেগেছে, এ ধরনের কিছু হয়ত লিখেছিলাম। লক্ষ্য করেছেন হয়ত প্রথম লাইক আমিই দিয়েছি...

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

জাহিদ অনিক বলেছেন: অশেষ ধন্যবাদ, মন্তব্যটি আবার করতে হলো আপনাকে।

কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন।

লক্ষ্য করেছেন হয়ত প্রথম লাইক আমিই দিয়েছি...
হ্যাঁ, খেয়াল করেছি। :)

১৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২০

সামু পাগলা০০৭ বলেছেন: আমি ফ্রেন্স, জার্মান ও বুঝি না। আমি আবোল তাবোল ভাষা বুঝি, তুমি ঐ ভাষায় কবিতা লিখো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

জাহিদ অনিক বলেছেন: ঐ ভাষাটা এখনো ঠিক রপ্ত করে উঠতে পারি নাই। রপ্ত হলেই দেখবে, ঘ্যাচা ঘ্যাং !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.