![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদম নতুন, কসমোলজি নিয়ে এক্ষুনি একটা বই পড়ে ফেলতে চাইলে বলব, এই বইটা ভালো। যারা একটু বেসিক থেকে বেশি বুঝতে চান টাইম ডাইমেনশান, গ্রাভিটি ইত্যাদি তাদের জন্য বইটি ভালো।
যারা অলরেডি এসব ইন্টারমেডিয়েট ফেজগুলো বায়ে হাত কি খেল ভাবেন, তারা হতাশ হবেন। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ভারী ভারী কোনো লেকচার নাই। এমনভাবে লিখা যেন, আপনি টাইম এর ট-ও জানেন না, ফিজিক্স এর ফ-ও বোঝেন না। ভদ্রলোক হাতে ধরে ধরে শিখাতে চেয়েছেন। মলিকিউলস থেকে ক্রাঞ্চিং অফ ইউনিভার্স পর্যন্ত। বুঝাতে চেয়েছেন তাপগতিবিদ্যা, এন্ট্রপি, টাইম রিলেশান, অর্ডার, ডিসঅর্ডার, কোয়ান্টাম গ্রাভিটি, ইত্যাদি। বইটিতে জায়গায় জায়গায় ফুটনোট দেয়া আছে, যা বইটি বুঝে বুঝে পড়তে এবং একইসাথে বিরক্তির কারণও হতে পারে। বইয়ে মোট ১৫ টি চ্যাপ্টার আছে।
বইটি লিখেছেন ইতালিয়ান থিউরেটিক্যাল পদার্থবিদ, লুপ কোয়ান্টাম গ্রাভিটির প্রতিষ্ঠাতা Carlo Rovelli। বইটির ইতালিয়ান নাম: L'ordine del tempo, যার ইংরেজী অনুদিত নাম The Order of Time।
নিজে পড়ার চাইতে কেউ একজন যদি বই পড়ে পড়ে শুনাতো!, এমনটি যারা পছন্দ করেন তাদের জন্য হট বৃটিশ ইংরেজী উচ্চারণে, Benedict Cumberbatch এর কণ্ঠে, ২২৪ পৃষ্ঠার এই বইটির চার ঘন্টা উনিশ মিনিটের প্রিমিয়াম কোয়ালিটি অডিও ভার্শন পাওয়া যাবে Audible ওয়েবসাইটে। (টরেন্টেও এভেইলেবেল)।
Carlo Rovelli
(১০ ই এপ্রিল, ২০২০)
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮
জাহিদ অনিক বলেছেন: টরেন্ট ম্যাগনেট লিংক থেকে ePub (electronic publication) ভার্শন ডাউনলোড করতে পারবেন--
৩ মেগাবাইট সাইজ-- https://www.pirate-bay.net/search?q=the+order+of+time
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪
জাহিদ অনিক বলেছেন: টরেন্ট লিংক কাজ না করলে এখানে দেখুন ---
https://drive.google.com/file/d/1Sbv42eVVCepdJvR9ipA9TF7r6oLt_qq8/view?usp=sharing
২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
ভালো।
কবিতা লিখুন
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫
জাহিদ অনিক বলেছেন: জ্বি আচ্ছা।
৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪
কাছের-মানুষ বলেছেন: গুগল ড্রাইব থেকে ডাউনলোড করলাম। ইপিইউবি ফর্মেটে ছিল পিডিএফ করে নিলাম। ধন্যবাদ।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮
জেন রসি বলেছেন: পড়ব। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫০
জাহিদ অনিক বলেছেন: শুকরিয়া
৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো পোস্ট,
প্রচ্ছদটাও সুন্দর।
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ জানবেন ব্লগার_প্রান্ত । ভালো থাকবেন এই সময়ে
৬| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: ওকে।
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪২
জাহিদ অনিক বলেছেন: আচ্ছা
৭| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২২
পুকু বলেছেন: এই লেভেলরই আর একটি বই পরতে পারেন।Code name god by Mani Bhoumik. বাংলা অনুবাদ পাবেন। এক আলাদা অনুভুতি হবে। না পডলে মিস্ করবেন কিন্তু।
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ব্লগার পুকু
৮| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: বইটা লিস্টে নিলাম ☺
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন: বেশ !
৯| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: জীন জাতি মনে হয় এই সব সূত্রের বাইরে।
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন: এই ব্যাপারে কিছুই জানা নেই। দুঃখিত
১০| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৪৯
শহুরে আগন্তুক বলেছেন: সহজবোধ্য বই?
১১| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৫৩
শহুরে আগন্তুক বলেছেন: ব্যবহৃত ভাষার ব্যাপারে বোঝাতে চেয়েছি । Guns, Germs and Steel, A People's History of United States, Sophie's World, 100 Years of Solitude এসবের সাথে এর সাথে তুলনা করলে ।
১২| ১৪ ই জুন, ২০২০ রাত ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
সবকিছু ভালো তো?
১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩১
জাহিদ অনিক বলেছেন: ভালো আছি। ব্লগের বাইরে ছিলাম অনেকদিন। খোঁজ নিয়েছেন দেখে আপ্লুত হয়েছি।
আশা করি এই কঠিন সময়েও আপনি ভালো আছেন।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৪
কাছের-মানুষ বলেছেন: অনলাইনে ফ্রি পিডিএফ ভার্সন কি আছে বইটার!!! পিডিএফ ভার্সন পেলে চোখ বুলিয়ে দেখে নিতাম।